শরৎ মেঘ
লিখেছেন লিখেছেন অন্য চোখে ১৯ জানুয়ারি, ২০১৩, ১২:০৯:০৮ দুপুর
১
তোমাকে উন্মোচনের ভার আমি নেবনা
সংকোচন; তাও নয়
যদি পার হাতটা একটু দিও
একবার পেতে চাই স্বর্গীয় অনুভুতি
২
আসি বলে চলেইতো গেলে
আমি শুধু তাকিয়েই ছিলাম
একবার ফিরে তাকালেনা পেছনে
তারপর আমি অন্ধ হয়ে গিয়েছিলাম
৩
আমার সামর্থে কুলাইনি
তাই আমি মেনে নিয়েছিলেম
এখনো আমি উষ্ঞতায় ভুগি
একদিন ভাল বেসেছিলাম
৪.
জোৎস্না দেখা হয়!
লোডশেডিং এর রাতে
কখনো কি জানলার গ্রীল ধরে
ঝরেছে কোন জল
আমি ভুলতে পারিনা কোন মতে
বিষয়: বিবিধ
১২২৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন