ধিক্কার জানাবার ভাষা নেই
লিখেছেন লিখেছেন তহুরা ৩১ ডিসেম্বর, ২০১৩, ১০:৪২:০৬ রাত

আমেরিকার নিউইয়র্ক
শহরে একটি মদের দোকান
খোলা হচ্ছে, যার নাম
দেয়া হয়েছে অপ্যল মক্কা (Apple
Mecca) আর সবচেয়ে আশ্চর্য ও
অনুশোচনার বিষয় হচ্ছে, ওই মদের
দোকানে বাহ্যিক রূপটিও
দেয়া হয়েছে অনেকটা ধর্মপ্রাণ
মুসলমানদের প্রাণপ্রিয়
কাবা ঘরের আদলে। আর
সেখানে লেখা হয়েছে APPLE VS
KABBA (নাউজুবিল্লাহ)।
আমেরিকার সকল ধর্মপ্রাণ মুসলিম
নাগরিক এই বিষয়ে তীব্র প্রতিবাদ
জানাচ্ছে।
বেশ কিছু ইংরেজী ব্লগে এই
নিয়েচলছে তুমুল ঝড়।
আমরা এর তীব্র
প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
বিষয়: বিবিধ
২৩৩৩ বার পঠিত, ২২ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
তবে কাবা শরীফের আদলে করাটা ঘৃণ্যই বটে।
আবার এটা হতে পারে "আ্যাপল কাবা" বলতে ওরা বলতে চেয়েছে এটা আ্যাপলের সবচাইতে গুরুত্বপূর্ণ ষ্টোর।
http://www.apple.com/retail/fifthavenue
তবে কাবা শরীফের আদলে করাটা ঘৃণ্যই বটে।
আবার এটা হতে পারে "আ্যাপল কাবা" বলতে ওরা বলতে চেয়েছে এটা আ্যাপলের সবচাইতে গুরুত্বপূর্ণ ষ্টোর।
মন্তব্য করতে লগইন করুন