আওয়ামী ফেরউনের কবলে দেশ ! মুক্তিযুদ্ধাকে রাজাকার বানিয়ে নির্যাতন !!!

লিখেছেন লিখেছেন তহুরা ১৩ অক্টোবর, ২০১৪, ০২:৫৩:২২ রাত



৬৮ বছরের বয়োবৃদ্ধ, বীর মুক্তিযোদ্ধা, নড়াইল জেলার নায়েবে আমীর এনামুল হক , বাচ্ছু রাজাকার হিসেবে দীর্ঘদিন আওয়ামী কারাগারে বন্দী ছিলেন। কারাগারে খুব অসুস্থ হয়ে পড়লেও তাকে জামিন দেয়া হয়নি। কিন্তু ১৫ দিন আগে তিনি কারাগারেই মারা যাওয়ার আশংকা দেখা দিলে তাকে জামিনে মুক্তি দেয়া হয়।১০/১০/২০১৪তাং তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুর পর তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দিয়ে দাফন সম্পন্ন করা হয়।

হাহ! জীবিত অবস্থায় যাকে চরম নির্যাতন করা হয়েছে, মৃত্যুর পর তার অনুভুতিহীন লাশটাকে রাষ্ট্রীয় মর্যাদা দেয়া হচ্ছে।

সেলুকাস এদেশ!

বিষয়: বিবিধ

২০৭৬ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

273759
১৩ অক্টোবর ২০১৪ রাত ০৩:১৫
ইবনে আহমাদ লিখেছেন : সত্যিই সেলুকাস এই দেশ। মহান ৭১ নিয়ে এ যাত্রায় শেখের মেয়ে যে ব্যবসা করলো তাতে আগামীতে সত্যিাকার রনাঙ্গনের মুক্তিযোদ্ধারা নিজেদের পরিচয় দিতে লজ্জা পাবে। আপনাকে মোবারকবাদ।
১৩ অক্টোবর ২০১৪ রাত ০৪:৫৯
217744
তহুরা লিখেছেন :
273765
১৩ অক্টোবর ২০১৪ রাত ০৩:২৪
কাহাফ লিখেছেন :
চেতনার ফেরীওয়ালাদের থেকে এর চেয়ে ভালো কী-বা আশা করা যায়!
জনতার হুশ ফিরে আসুক এখনো........!!
১৩ অক্টোবর ২০১৪ সকাল ০৫:০৮
217745
তহুরা লিখেছেন :
273780
১৩ অক্টোবর ২০১৪ সকাল ০৫:১৩
মুন্নাহ চৌঃ লিখেছেন :


১৩ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৩৪
217913
তহুরা লিখেছেন :
273781
১৩ অক্টোবর ২০১৪ সকাল ০৫:৩১
আরিফ চৌঃ লিখেছেন :


১৩ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৩৩
217912
তহুরা লিখেছেন :
273788
১৩ অক্টোবর ২০১৪ সকাল ০৬:২৯
এবেলা ওবেলা লিখেছেন :
১৩ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:২৪
217911
তহুরা লিখেছেন :
273818
১৩ অক্টোবর ২০১৪ সকাল ০৯:৩৭
প্রেসিডেন্ট লিখেছেন : যে দেশে রাজাকারের নাতি ইমরাইন্যা মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করে সে দেশে সবই সম্ভব গো দাদী।
১৩ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:২০
217909
তহুরা লিখেছেন :
বয়সে
শেখ হাসিনা
আমার ছোট হলেও তার দুই পা টিপে দিতাম।
প্রশ্ন :আপনার বক্তব্য অনুযায়ী, আপনি পদত্যাগ করেছেন। সে ক্ষেত্রে পদত্যাগপত্র গ্রহণ না করে অপসারণের ঘটনাকে কোন দৃষদ্বিতে দেখছেন?
উত্তর :এ ক্ষেত্রে কৌশল হিসেবে আমার নেতা শেখ হাসিনা যা কিছু করেছেন, তার সবটাই সুন্দর। আর আমার দৃষদ্বিতে, দেশ পরিচালনার বেলায় দেশে একমাত্র যোগ্য মানুষ হলেন শেখ হাসিনা। বয়সে তিনি আমার ছোট হলেও তার দুই পা টিপে দিতাম।
প্রশ্ন :আওয়ামী লীগ সভাপতিম-লী থেকে বাদ দেওয়ার প্রতিক্রিয়া কী?উত্তর :কোনো দুঃখ নেই। শেখ হাসিনার সিদ্ধান্ত অবশ্যই মেনে নেব।
প্রশ্ন :এমপি পদ থেকেও তো বাদ পড়তে পারেন।উত্তর :এমপি পদটা কি খুবই মহার্ঘ জিনিস?
প্রশ্ন :কবে নাগাদ দেশে ফিরছেন?
উত্তর :আগামী দু-একদিনের মধ্যেই দেশে ফেরার প্রস্তুুতি রয়েছে। পরিণতি যা-ই হোক না কেন, সবুজ সংকেত পেলে আমি দেশে ফিরবই। আমার কোনো দুঃখ নেই। দুঃখ একটাই, এ কী দেশ!
প্রশ্ন :নিজের ভবিষ্যৎ নিয়ে কী ভাবছেন?
উত্তর :যা ঘটার ঘটুক এবং ঘটবে। প্রধানমন্ত্রী বললে চুপচাপ থাকব। আমি তার তাকে বিব্রত করব না। তবে আমি বেঁচে গেছি। আর টানতে পারছিলাম না
।প্রশ্ন :হজ ও তাবলিগ জামাত নিয়ে বক্তব্য প্রত্যাহার করবেন কি-না।উত্তর :আমি আমার জায়গা থেকে সরছি না। আমি আমার বিশ্বাসে অটল রয়েছি। আগামীতে আরও শক্ত কথা বলব। এ জন্য যে শাস্তিই দেওয়া হোক না কেন, আমি তা মাথা পেতে নেব। আমি ধর্মদ্রোহী হবো। আমার রাষ্টপতি কিংবা প্রধানমন্তী হওয়ার সুযোগ নেই। তবে সক্রেটিস হওয়ার সুযোগ আছে।
শেখ হাসিনার সঙ্গে থাকব। প্রয়োজনে তার জন্য জীবন দেব। জীবনে-মরণে শেখ হাসিনার সঙ্গে থাকব। তিনি যখন ডাকবেন, তখনই তার পেছনে থাকব। তাকে অনুসরণ করব। আমাকে কিনতে হবে না।
প্রশ্ন :কোনো অনুশোচনা অনুভব করছেন কি?
উত্তর :অবশ্যই। তবে আমি ধর্ম ব্যবসায়ী কাদের সিদ্দিকীর মতো ভ- নই। আমি ব্যক্তিগত আলাপচারিতায় ব্যক্তিগত মতামত দিয়ে অন্যায় কিংবা অপরাধ করিনি। এ জন্য আমার কোনো দুঃখ কিংবা অনুতাপ নেই।
প্রশ্ন :আপনার ছোট ভাই কাদের সিদ্দিকী আপনার পক্ষ হয়ে ক্ষমা চেয়েছেন। এ ব্যাপারে কিছু বলবেন?
উত্তর :কাদের সিদ্দিকী আমার পরিবারের কেউ নন। সুতরাং তার মতামত আমার মতামত নয়। আমি ইহজাগতিক অসাম্প্রদায়িক মানুষ। আমার নেতা ও দল আমার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিতেই পারে। কিন্তু ভ্রান্ত পথের পথিক কাদের সিদ্দিকী আমাকে নিয়ে বলার কে?
273834
১৩ অক্টোবর ২০১৪ সকাল ১১:০১
নজরুল ইসলাম টিপু লিখেছেন : মুক্তিযোদ্ধা এখন একটি দারুন ব্যবসার নাম। গতকাল সরকার ১৯৭১ সালে যাদের বয়স ১৫ বছরের কম ছিল তাদেরকে মুক্তি যোদ্ধা হিসেবে স্বীকৃতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে যে সকল মহিলা ধর্ষিত হয়েছে দাবী করলেই তাকে মুক্তিযোদ্ধা বলা হবে। স্বাধীনতার ৪৫ বছর পরে মুক্তিযোদ্ধা নিয়ে এত মতলব বাজি শুধুমাত্র বাংলাদেশেই সম্ভব হচ্ছে। অনেক ধন্যবাদ
১৩ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:১৬
217908
তহুরা লিখেছেন :
274146
১৪ অক্টোবর ২০১৪ সকাল ০৬:১৯
বুড়া মিয়া লিখেছেন : হুম ...
১৫ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৫২
218653
তহুরা লিখেছেন :
274168
১৪ অক্টোবর ২০১৪ সকাল ০৭:৪২
কাঁচের বালি লিখেছেন : কয়েকদিন পর দেখবেন ফুটপাতে মুক্তিযুদ্ধ সার্টিফিকেট বিক্রি হচ্ছে ।
১৫ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৪৭
218652
তহুরা লিখেছেন :

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File