ঐ দেখ আমার সোনার ছেলে
লিখেছেন লিখেছেন তহুরা ১২ সেপ্টেম্বর, ২০১৪, ০৪:৪১:০৬ বিকাল
ঐ দেখ আমার সোনার ছেলে
অস্ত্র হাতে যাচ্ছে খেলে।
ওরাই আমার মুজিব স্বপ্ন
ওরাই আমার দলের রত্ন।
অস্ত্র ধরেছে কলম ফেলে
ব্যস্ত থাকে হল দখলে।
ওদের লোকে খারাপ বলে
খারাপ হলেও সোনার ছেলে।
ক্ষমতায় টিকে থাকতে হলে
দরকার এমন সোনার ছেলে।।
কেউ ওদের বললে জঙ্গি
জেল হবে তার নিত্য সঙ্গী।।
বিষয়: বিবিধ
১৯৪৫ বার পঠিত, ২৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 9368
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
তার ছেলেরাই সোনার হয়৷
মায়ের ত্বরে রামদা ধরে,
লুটদাঙ্গা ফাসাদ করে৷
বলছে আরো বলছে বুবু
ওরা বান্দা আমি প্রভু
হোক না তাদের অস্ত্র যুদ্ধ
ওদের দেখে আমি মুগ্ধ।
ওরাই আমার সকল আশা
ওদের জন্যই ভালো বাসা
ওরা আমার আদরের ধন
ওদের রক্ষায় করছি যে পণ!
ওদের গুণে আমি রাজী।
বৃত্তের বাইরে লিখেছেন : এত অল্প! আরও অনেক গুণের কথা বাদ পড়েছে মনে হয়।
আমারো মনেহয় অনেক গুন বাদ পড়ছে তবে সংক্ষিপ্ত ভাবে দারুন হইছৈ।
মন্তব্য করতে লগইন করুন