জামায়াত শিবির যা সহজে বুঝে থাকে,অন্যান্য দল তার বাস্তবতা বুঝতে পারে পঞ্চাশ বছর পর।

লিখেছেন লিখেছেন তহুরা ৩১ আগস্ট, ২০১৪, ০৬:৫২:৪৫ সন্ধ্যা



চরমোনাই পীর সাহেব ও হাফেজ্জী হুজুর ঘোষনা দিয়েছিলো, ইসলামে রাজনীতির স্থান নাই।সুতরাং জামায়াত একটি বেদাতি দল তারা রাজনীতির সাথে জড়িত।অতঃপর তারাই আজ ভোটের রাজনীতি করছে এবং এটাকে জায়েজ বলে ফতোয়া টানছে

হেফাজতে ইসলাম ও কওমি আলেমরা ঘোষনা দিলো, মিছিল মিটিং হরতাল এগুলো ইসলাম পরিপন্থী অতএব ইহা হারাম। সুতরাং জামায়াত শিবির হারাম কাজে লিপ্ত হয়ে থাকে।অতঃপর বাস্তবতা যখন সামনে এসে ধরা দিলো তখন বুঝলো জামায়াত শিবিরই সঠিক পথে আছে। এরপরে তারাও হরতাল জায়েজ ফতোয়া দিয়ে উহা পালন করিলো। আহলে সুন্নি ওয়াল বেদায়াতীরা ঘোষনা দিলো,জামাত শিবির সন্ত্রাসী। তারা গাড়ি, দোকানপাট ভাংচুর করে। তারা তাদের নেতাদের বাঁচাতে বিক্ষোভ করে,অশান্তি সৃষ্টি করে।অতঃপর বাস্তবতা যখন থমকে দাঁড়ালো তখন তাদের নেতা ফারুকী হত্যার প্রতিবাদে হরতাল ডাকলো, গাড়ি দোকানপাট ভাংচুর ও অগ্নিসংযোগ করলো এবং অবরোধ সৃষ্টি করলো। এরপরে তারাই সন্ত্রাসের ভূমিকা পালন করলো।আজ যারা গনতন্ত্র হারাম ফতোয়া দিয়ে গনতন্ত্র ছাড়াই খেলাফত কায়েম করতে চায় এবং জামায়াত শিবিরকে গনতন্ত্র পন্থী বলে কুফফার আখ্যা দিতে চায়, সেসব খেলাফতের ধারকবাহকদের বলছি, বাস্তবতা এখনো তোমাদের সামনে এসে দাড়ায়নি তাই জামায়াতকে কুফুরী মতবাদে বিশ্বাসী বলে অপপ্রচার করছো। বাস্তবতা যখন সামনে এসে দাঁড়াবে, অনলাইন ছেড়ে যখন ময়দানে বাতিলের বিরুদ্ধে নামতে বাধ্য হবে তখন তোমরাই গনতন্ত্রকে জায়েজ বলে ফতোয়া প্রসব করবে সেইদিন বেশি দূরে নয়। ময়দানে না নেমে অনলাইনেবসে বসে এটা হারাম, সেটা হারাম ইত্যাদি ফতোয়া দেয়া সহজ কিন্তু বাস্তবতা মেনে নেয়া বড়ই কঠিন।তাই বলা হয়ে থাকে, জামায়াত শিবির যা সহজে বুঝে থাকে,অন্যান্য দল তার বাস্তবতা বুঝতে পারে পঞ্চাশ বছর পর। সুতরাং সময় থাকতে পিওর হন,যদি ইসলামী হুকুমাত চান।

বিষয়: বিবিধ

৭১৯৬ বার পঠিত, ৫০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

260120
৩১ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:০৭
কাউসার আরিফ লিখেছেন : পিলাচ
৩১ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৩৪
203938
তহুরা লিখেছেন :
260131
৩১ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:২৫
বুদ্ধিবৃত্তিক সঞ্চারণ লিখেছেন : বোন এভাবে অহংকারসূচকভাবে না করলেই ভালো হত। বাংলাদেশের জামাত-শিবির পৃথিবীর ইসলামী দলসমূহ থেকে আরো ৯০ বছর পিছিয়ে আছে...যদি বৈশ্বিক ইসলামী আন্দোলন সম্পর্কে কোন জ্ঞান থাকে তবে বুঝতেন ।
এটা একটু দেখতে পারেন - কেন জামাতে কোন স্কলার নাই, কেন তাদের মধ্যে অন্যান্ন বিশ্বের ইসলামী আন্দোলনের মত গবেষক নেই, কেন সামাজিক লেভেলে কাজ নাই...
http://imbd.blog.com/?p=629

এরা যে বিশ্ব ব্যাকডেটেড তাঁর নমুনা তাদের সিলেবাসের বইগুলা। বিশ্ব আজ ২০১৪ সালে কিন্তু তাদের সিলেবাসের বইগুলান? বেশ এবার গনন করে বলুন তো কত বছর পিছিয়ে আছে?

জামাত অবশ্যোই ইসলামী আন্দোলনের ক্ষেত্রে কিছুটা সারা পেয়েছে কিন্তু সেইহেতু অহংকারের বশে এইরকম পোস্ট না দেওয়াই ভালো...সম্ভব হলে দোয়া করুন, এবং বৈশ্বিক আন্দোলন থেকে অনেক কিছু নেওয়ার আছে।
imbd.blog.com/?p=517

ইসলামী আন্দোলন, আধুনিক যুগ, কৌশল ও কর্মসুচী - কারাযাভী

এই বইটা পড়লে বুঝতে পারবেন জামাত-শিবির কত ব্যাকডেটেড ই রয়ে গেছে ইসলাম জান, বুঝা ও ইসলামী আন্দোলনের ক্ষেত্রে।

৩১ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৩২
203937
তহুরা লিখেছেন :
৩১ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৫০
203949
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : ভাইজানের কথার যুক্তি আছে । কিন্তু ইউছুফ আল কারযাভী যে দলের নেতৃত্ব দিচ্ছেন তার প্রতিষ্ঠা জামায়াতে ইসলামির বহু আগে। বাংলাদেশের দিক দিয়ে কিন্তু তারাই এগিয়ে আছে । জামায়াতে ইসলামিও ইন্সাআল্লাহ এগিয়ে যাবে .। দোয়া করেন বিশ্বপ্রতিপালকের নিকট । ধন্যবাদ ।
৩১ আগস্ট ২০১৪ রাত ০৮:১০
203953
বুদ্ধিবৃত্তিক সঞ্চারণ লিখেছেন : রিদওয়ান ভাই, বেশি আগে নয়, ১৯২৮ আর ১৯৪১/৪০। এটুকুই। জামাত-শিবির রাজনৈতিক দিক থেকে এগিয়েছে অনেক(তবে তা অতিমাত্রায় অবশ্যোই আর এজন্যোই অন্যান্ন পয়েন্ট মিসিং হওয়ার কারণে মার বেশি খাচ্ছে), প্রকাশনা জগতেও আলহামদুলিল্লাহ অনেক এগিয়েছে কিন্তু অন্যান্ন ক্ষেত্রে- বিশেষত সামাজকি কাজে ইনভল্ভমেন্টে কম থাকায় ---এখনো মারজিনালাইজ হয়েই আছে।

চিন্তা কইরেন না, জামাত-শিবির আরো বিশ ত্রিশ বছর মার খাবে ইচ্ছেমত- যতক্ষন না নতুন নেতৃত্ব আসে। আমিও চাই মার খাক, এবং এর মধ্য দিয়ে শিখুক- কারণ মার খাওয়ার আগেই অনেক সাজেশন পেয়েছে বিশেষত কামারুজ্জামান সাহেবের সাজেশন ছিল অনেক উচ্চ মাত্রার এবং অনেক ভালো, কিন্তু খুদ জামাত ই তাঁকে যে অপমান করেছে তাঁর খেশারত কি আল্লাহ দেবেন না? আর ব্যারিস্টার আব্দুর রাজ্জাককেও কি কম অপমান করেছে এরা? ...আল্লাহ এর প্রত্যেকটার জন্যই ইচ্ছেমত মার খাওয়াক এদের...যতদিন না ফিরে আসে । আমি মনে করি জামাতে এই দুইজন লোক খুবি দূরদর্শী ছিল। দুনিয়া এবং আখেরাত দুই ধরণের জ্ঞানই থাকা দরকার - যা তাদের মাঝে ছিল আর অন্য নেতারা জান্নাতে বইশা দুনিয়া চালাইতে চান -
৩১ আগস্ট ২০১৪ রাত ০৯:০০
203963
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : আমি জানি আপনার ক্ষোভ কোথায় আমরাও তখন এ লিখাটা নিয়ে একটা পরিবর্তনের স্বপ্ন দেখছিলাম, কিন্তু কেন যে এমন হলো বুঝিনি, আসলে ভাহিরে অনেক দিন তো ,তেমন কিছু জানিনা । হ্যা তবে এদেশেও জামায়াতে ইসলামি সবছেয়ে ভালো অবস্থানে আছে কিন্তু! নেতৃবৃন্দ এত বিচক্ষন নয় । জাযাকাল্লাহ খাইর ।
০১ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৩২
204154
শেখের পোলা লিখেছেন : তাদের প্রধান সিলেবাসটি বোধহয় পবিত্র কোরআন৷ যা সব সময় আপডেটেড৷ এ ছাড়া যারা নিজেদের আপটেডেড ভাবে, আল্লাহ তাদের হেদায়েত দিক৷
০১ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:১৬
204182
বুদ্ধিবৃত্তিক সঞ্চারণ লিখেছেন : শেখের পোলা - তাদের সেটা আপডেট নেই, নেই আধুনিক ও উন্নতমানের ব্যাখ্যা। আগেই বলেছিলাম - যাদের কাছে বিশ্বের অন্যান্ন ইসলামী আন্দোলনের কোন খবর নেই তারা নিজেরাই অজ্ঞতার মাঝে, কূয়োর ব্যাংগের মত নিজেদেরটাকেই বিশ্ব মনে করে । কোরআনের আপডেট ও বর্তমান বিশ্বের সেরা একটি জিনিস দেখতে চাইলে আমার প্রিয় ব্লগে দুটি পোস্ট আছে দেখতে পারেন। আশা করি ক্লিয়ার হবে।
260132
৩১ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:২৭
তহুরা লিখেছেন :















260134
৩১ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:২৮
শেখের পোলা লিখেছেন : ইসলামী হুকুমাত আর পীর মুরীদী এক নয়৷ ইসলামী হকুমত ছেলের হাতের মোয়া নয়৷ তাকে জেহাদের দ্বারাই হাসিল করতে হবে,মুরীদের সংখ্যা বাড়িয়ে নয়৷ ধন্যবাদ আপা৷
৩১ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৩৯
203939
তহুরা লিখেছেন : কুত্তার কাছে দাবী জানাল আইন ব্যবসাইরাimg]http://www.onbangladesh.org/blog/bloggeruploadedimage/tohora/1409492263.jpg[/img]
৩১ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৪১
203942
তহুরা লিখেছেন : কুত্তার কাছে দাবী জানাল আইন ব্যবসাইরা img]http://www.onbangladesh.org/blog/bloggeruploadedimage/tohora/1409492263.jpg[/img]
৩১ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৪৫
203946
তহুরা লিখেছেন :
260137
৩১ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৩৮
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : গঠন মূলক সমালোচনা করার অধিকার সবারই আছে।আপনি একজন কট্রর মউদুুুদী পূজারী তা আি মআগেই জানতাম।
আপনি চরমোনাই না ছাড়ার কারনে মুসলিম কিনা প্রশ্ন তুলেছেন।
তার মানে কি তারা মুসলিম না???
এইতো হল মউদূদী পূজারির অবস্থা?
মউদূদী পূজারিরা যে কি বুঝা বুঝে তার বাস্তব প্রমান দেওয়ার সময় এখন হাতে নাই।
তবে এতটুকু এখন বলে যাই-ওরা বুঝতে বুঝতে কুরআন হাদিস পেলে মউদুদীর নোংরা মতাদর্শে এখন খাটি উম্মতে মউদুদীর রুপ নিয়েছে।
৩১ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৪৯
203948
তহুরা লিখেছেন :



০১ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৩৬
204157
শেখের পোলা লিখেছেন : আপনার কথায়ও চরমোনাই পীর সাহেবকে পাওয়া যায়৷ আপনারাও কোথায় চলেছেন তা ভেবে দেখেন, অন্যকে ভাবানোর আগে৷ ধন্যবাদ৷
260139
৩১ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৪২
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : ধন্যবাদ আপা যথার্তই লিখেছেন .।.।।
৩১ আগস্ট ২০১৪ রাত ০৮:০৮
203952
তহুরা লিখেছেন :
260140
৩১ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৪৩
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : অপেক্ষা থাকুন।নব্য মউদুদী পূজারি।মিথ্যাচার করে পার পাবেনা।
৩১ আগস্ট ২০১৪ রাত ০৮:০৫
203951
তহুরা লিখেছেন : Clickচরমোনাই পীর নামক মুশরিকের বাটপারী ফাস।

চরমোনাই পীর নামক মুশরিকের বাটপারী ফাস।﴿এই জন্য পীর নামক মুশরিক থেকে দুরে থাকতে কুরানের নির্দেশ ।। সুরা আরাফের ৩নং اتَّبِعُوا مَا أُنزِلَ إِلَيْكُم مِّن رَّبِّكُمْ وَلَا تَتَّبِعُوا مِن دُونِهِ أَوْلِيَاءَ ۗ قَلِيلًا مَّا تَذَكَّرُونَ﴾
৩) হে মানব সমাজ! তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের ওপর যা কিছু নাযিল করা হয়েছে তার অনুসরণ করো এবং নিজেদের রবকে বাদ দিয়ে ওলিয়াদের অনুসরণ করো না ৷ আবার সূরা আশশুরার ৬নং
﴿وَالَّذِينَ اتَّخَذُوا مِن دُونِهِ أَوْلِيَاءَ اللَّهُ حَفِيظٌ عَلَيْهِمْ وَمَا أَنتَ عَلَيْهِم بِوَكِيلٍ﴾
৬) যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে ওলি হিসাবে গ্রহণ করে আল্লাহই তাদের তত্বাবধায়ক৷ হে নবী- তাদের জিম্মাদার হই না ।।। this link
০১ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৪৬
204076
ইয়াফি লিখেছেন : মাঠে নামছে বীর, চরমোনাইর পীর!
০১ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৩৬
204158
তহুরা লিখেছেন : @ ইয়াফি
260150
৩১ আগস্ট ২০১৪ রাত ০৮:০৭
পুস্পিতা লিখেছেন : হুমম...
৩১ আগস্ট ২০১৪ রাত ০৮:২৪
203957
তহুরা লিখেছেন :

260169
৩১ আগস্ট ২০১৪ রাত ০৮:৪৩
আরিফ চৌঃ লিখেছেন :



৩১ আগস্ট ২০১৪ রাত ০৮:৫৭
203961
তহুরা লিখেছেন :
১০
260170
৩১ আগস্ট ২০১৪ রাত ০৮:৪৭
মুন্নাহ চৌঃ লিখেছেন :



৩১ আগস্ট ২০১৪ রাত ০৮:৫৯
203962
তহুরা লিখেছেন :
১১
260171
৩১ আগস্ট ২০১৪ রাত ০৮:৫৩
মুন্নি লিখেছেন :
৩১ আগস্ট ২০১৪ রাত ০৯:০১
203964
তহুরা লিখেছেন :
১২
260175
৩১ আগস্ট ২০১৪ রাত ০৮:৫৮
বুড়া মিয়া লিখেছেন : এইসব ছবি এতো কই পান?
৩১ আগস্ট ২০১৪ রাত ০৯:১৪
203966
তহুরা লিখেছেন :
১৩
260187
৩১ আগস্ট ২০১৪ রাত ১১:৪১
ফেরারী মন লিখেছেন : ১০০% ছাগু মিশ্রিত লেখা। জামাত শিবির যদি সেটাও বুঝতো তাহলে তাদের আজ এই করুণ দশা হতো না। বরং তারা এখনো ১৪০০ বছর আগের ধ্যানধার‌ণাকে লালন করে বলেই তাদের আজ এই অবস্থা।
০১ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:২৫
203990
তহুরা লিখেছেন : আমরা ১৪০০ বছর আগের ধ্যানধার‌ণাকে লালন করি ।।আর তোমরা ডিজিটাল হয়ে গুরূর মুত আর ছাগলের রক্ত পান কর ,,,, হা হা হা





১৪
260300
০১ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৪৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : জুদা হতি যব সিয়াসত দিন সে
তব রাহ যা তা হ্যা চেঙ্গিজি।
০১ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৩১
204153
তহুরা লিখেছেন :

০১ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:৫৫
204218
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কি মন্তব্য কি জবাব????
বুঝেন নাই মনে হয়।
১৫
260340
০১ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:১৯
আবু আশফাক লিখেছেন : আপনার ছবি সংগ্রহের প্রশংসা না করে পারা গেল না।
০১ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৩৪
204156
তহুরা লিখেছেন :
১৬
260483
০১ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:০৫
সাদিয়া মুকিম লিখেছেন : শ্রদ্ধেয়া আপি, আমি আপনার সংগত রাগ, কষ্ট ও অভিযোগ সবকিছুই সমর্থন করি কিন্তু আমার মনে হয় কাউকে বা কোন দলকেই বিদ্রুপ করে বা উপহাস করে কথা বলা সমীচিন নয়!

শুভকামনা রইলো Good Luck Rose
০২ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৪:৫৮
204324
তহুরা লিখেছেন : কোন দলকে বিদ্রুপ করিনি । তাদের আক্রমণে আহত ভাইদের সান্তনার ঔষুধ দিলাম ।বাতিলরা বুঝতে পারবে তাদের ধ্যান ধারাণা সঠিক না । সত্য বলা পাপ না । সত্য না বলাই পাপ ।। আপনাকে ধন্যবাদ ।।
১৭
262320
০৬ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:৪১
ব্লগার সাদমান লিখেছেন : Thumbs Up এত ছবি!!! মাশাল্লাহ
০৬ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫৩
206261
তহুরা লিখেছেন :
১৮
262799
০৮ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:১৭
সায়িদ মাহমুদ লিখেছেন : তৈ চরমোনাই পির, কিংবা হাফেজ্জি হুজুররা পঞ্চাশ বছর পর বুজলেও, আমাদের দেশের বাম দলগুলো জামায়াতের পঞ্চাশবছর আগেই বুজেন, দেখছেন ২০/৩০ জন কমিউনিষ্ট পুরুদেশটা কিভাবে উলট পালট করছেন?
০৮ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৫:৩৫
206560
তহুরা লিখেছেন :
১৯
272752
১০ অক্টোবর ২০১৪ রাত ০৪:৫০
বাজলবী লিখেছেন : দারুণ
১০ অক্টোবর ২০১৪ সকাল ০৫:০৬
216859
তহুরা লিখেছেন :
২০
273475
১২ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৩৩
আবু নাইম লিখেছেন : আপনার সংগ্রহের তারিফ না পারা যায় না।
খুব খুব ভালো লাগল। অনেক অনেক অনেক ধন্যবাদ।
চালিয়ে যান।
১২ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৫৮
217546
তহুরা লিখেছেন :

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File