জামায়াত শিবির যা সহজে বুঝে থাকে,অন্যান্য দল তার বাস্তবতা বুঝতে পারে পঞ্চাশ বছর পর।
লিখেছেন লিখেছেন তহুরা ৩১ আগস্ট, ২০১৪, ০৬:৫২:৪৫ সন্ধ্যা
চরমোনাই পীর সাহেব ও হাফেজ্জী হুজুর ঘোষনা দিয়েছিলো, ইসলামে রাজনীতির স্থান নাই।সুতরাং জামায়াত একটি বেদাতি দল তারা রাজনীতির সাথে জড়িত।অতঃপর তারাই আজ ভোটের রাজনীতি করছে এবং এটাকে জায়েজ বলে ফতোয়া টানছে
হেফাজতে ইসলাম ও কওমি আলেমরা ঘোষনা দিলো, মিছিল মিটিং হরতাল এগুলো ইসলাম পরিপন্থী অতএব ইহা হারাম। সুতরাং জামায়াত শিবির হারাম কাজে লিপ্ত হয়ে থাকে।অতঃপর বাস্তবতা যখন সামনে এসে ধরা দিলো তখন বুঝলো জামায়াত শিবিরই সঠিক পথে আছে। এরপরে তারাও হরতাল জায়েজ ফতোয়া দিয়ে উহা পালন করিলো। আহলে সুন্নি ওয়াল বেদায়াতীরা ঘোষনা দিলো,জামাত শিবির সন্ত্রাসী। তারা গাড়ি, দোকানপাট ভাংচুর করে। তারা তাদের নেতাদের বাঁচাতে বিক্ষোভ করে,অশান্তি সৃষ্টি করে।অতঃপর বাস্তবতা যখন থমকে দাঁড়ালো তখন তাদের নেতা ফারুকী হত্যার প্রতিবাদে হরতাল ডাকলো, গাড়ি দোকানপাট ভাংচুর ও অগ্নিসংযোগ করলো এবং অবরোধ সৃষ্টি করলো। এরপরে তারাই সন্ত্রাসের ভূমিকা পালন করলো।আজ যারা গনতন্ত্র হারাম ফতোয়া দিয়ে গনতন্ত্র ছাড়াই খেলাফত কায়েম করতে চায় এবং জামায়াত শিবিরকে গনতন্ত্র পন্থী বলে কুফফার আখ্যা দিতে চায়, সেসব খেলাফতের ধারকবাহকদের বলছি, বাস্তবতা এখনো তোমাদের সামনে এসে দাড়ায়নি তাই জামায়াতকে কুফুরী মতবাদে বিশ্বাসী বলে অপপ্রচার করছো। বাস্তবতা যখন সামনে এসে দাঁড়াবে, অনলাইন ছেড়ে যখন ময়দানে বাতিলের বিরুদ্ধে নামতে বাধ্য হবে তখন তোমরাই গনতন্ত্রকে জায়েজ বলে ফতোয়া প্রসব করবে সেইদিন বেশি দূরে নয়। ময়দানে না নেমে অনলাইনেবসে বসে এটা হারাম, সেটা হারাম ইত্যাদি ফতোয়া দেয়া সহজ কিন্তু বাস্তবতা মেনে নেয়া বড়ই কঠিন।তাই বলা হয়ে থাকে, জামায়াত শিবির যা সহজে বুঝে থাকে,অন্যান্য দল তার বাস্তবতা বুঝতে পারে পঞ্চাশ বছর পর। সুতরাং সময় থাকতে পিওর হন,যদি ইসলামী হুকুমাত চান।
বিষয়: বিবিধ
৭১৯৬ বার পঠিত, ৫০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এটা একটু দেখতে পারেন - কেন জামাতে কোন স্কলার নাই, কেন তাদের মধ্যে অন্যান্ন বিশ্বের ইসলামী আন্দোলনের মত গবেষক নেই, কেন সামাজিক লেভেলে কাজ নাই...
http://imbd.blog.com/?p=629
এরা যে বিশ্ব ব্যাকডেটেড তাঁর নমুনা তাদের সিলেবাসের বইগুলা। বিশ্ব আজ ২০১৪ সালে কিন্তু তাদের সিলেবাসের বইগুলান? বেশ এবার গনন করে বলুন তো কত বছর পিছিয়ে আছে?
জামাত অবশ্যোই ইসলামী আন্দোলনের ক্ষেত্রে কিছুটা সারা পেয়েছে কিন্তু সেইহেতু অহংকারের বশে এইরকম পোস্ট না দেওয়াই ভালো...সম্ভব হলে দোয়া করুন, এবং বৈশ্বিক আন্দোলন থেকে অনেক কিছু নেওয়ার আছে।
imbd.blog.com/?p=517
ইসলামী আন্দোলন, আধুনিক যুগ, কৌশল ও কর্মসুচী - কারাযাভী
এই বইটা পড়লে বুঝতে পারবেন জামাত-শিবির কত ব্যাকডেটেড ই রয়ে গেছে ইসলাম জান, বুঝা ও ইসলামী আন্দোলনের ক্ষেত্রে।
চিন্তা কইরেন না, জামাত-শিবির আরো বিশ ত্রিশ বছর মার খাবে ইচ্ছেমত- যতক্ষন না নতুন নেতৃত্ব আসে। আমিও চাই মার খাক, এবং এর মধ্য দিয়ে শিখুক- কারণ মার খাওয়ার আগেই অনেক সাজেশন পেয়েছে বিশেষত কামারুজ্জামান সাহেবের সাজেশন ছিল অনেক উচ্চ মাত্রার এবং অনেক ভালো, কিন্তু খুদ জামাত ই তাঁকে যে অপমান করেছে তাঁর খেশারত কি আল্লাহ দেবেন না? আর ব্যারিস্টার আব্দুর রাজ্জাককেও কি কম অপমান করেছে এরা? ...আল্লাহ এর প্রত্যেকটার জন্যই ইচ্ছেমত মার খাওয়াক এদের...যতদিন না ফিরে আসে । আমি মনে করি জামাতে এই দুইজন লোক খুবি দূরদর্শী ছিল। দুনিয়া এবং আখেরাত দুই ধরণের জ্ঞানই থাকা দরকার - যা তাদের মাঝে ছিল আর অন্য নেতারা জান্নাতে বইশা দুনিয়া চালাইতে চান -
আপনি চরমোনাই না ছাড়ার কারনে মুসলিম কিনা প্রশ্ন তুলেছেন।
তার মানে কি তারা মুসলিম না???
এইতো হল মউদূদী পূজারির অবস্থা?
মউদূদী পূজারিরা যে কি বুঝা বুঝে তার বাস্তব প্রমান দেওয়ার সময় এখন হাতে নাই।
তবে এতটুকু এখন বলে যাই-ওরা বুঝতে বুঝতে কুরআন হাদিস পেলে মউদুদীর নোংরা মতাদর্শে এখন খাটি উম্মতে মউদুদীর রুপ নিয়েছে।
চরমোনাই পীর নামক মুশরিকের বাটপারী ফাস।﴿এই জন্য পীর নামক মুশরিক থেকে দুরে থাকতে কুরানের নির্দেশ ।। সুরা আরাফের ৩নং اتَّبِعُوا مَا أُنزِلَ إِلَيْكُم مِّن رَّبِّكُمْ وَلَا تَتَّبِعُوا مِن دُونِهِ أَوْلِيَاءَ ۗ قَلِيلًا مَّا تَذَكَّرُونَ﴾
৩) হে মানব সমাজ! তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের ওপর যা কিছু নাযিল করা হয়েছে তার অনুসরণ করো এবং নিজেদের রবকে বাদ দিয়ে ওলিয়াদের অনুসরণ করো না ৷ আবার সূরা আশশুরার ৬নং
﴿وَالَّذِينَ اتَّخَذُوا مِن دُونِهِ أَوْلِيَاءَ اللَّهُ حَفِيظٌ عَلَيْهِمْ وَمَا أَنتَ عَلَيْهِم بِوَكِيلٍ﴾
৬) যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে ওলি হিসাবে গ্রহণ করে আল্লাহই তাদের তত্বাবধায়ক৷ হে নবী- তাদের জিম্মাদার হই না ।।। this link
তব রাহ যা তা হ্যা চেঙ্গিজি।
বুঝেন নাই মনে হয়।
শুভকামনা রইলো
খুব খুব ভালো লাগল। অনেক অনেক অনেক ধন্যবাদ।
চালিয়ে যান।
মন্তব্য করতে লগইন করুন