চাঞ্চল্যকর তথ্য....কলকাতার আনন্দবাজার পত্রিকার খবর.... এবার প্রথম সরস্বতী পুজো ঢাকার সংসদে
লিখেছেন লিখেছেন তহুরা ১৭ জানুয়ারি, ২০১৫, ০৪:৩৫:৩৪ বিকাল
এবার প্রথম সরস্বতী পুজো ঢাকার সংসদে রীতিমতো ম্যারাপ বেঁধে, প্রতিমা এনে ধুমধাম করে সরস্বতী পুজো হবে এ বার বাংলাদেশের সংসদে। বাংলাদেশে এই প্রথম কোনও পুজোর অনুষ্ঠান হবে খাস সংসদে। সাজসাজ রব পড়ে গিয়েছে। চাঁদা তোলা হচ্ছে সংসদের কর্মীদের কাছ থেকে। সাংস্কৃতিক অনুষ্ঠানেরও তোড়জোড় চলছে। সে জন্য সংসদের গেট খুলে দেওয়া হবে সাধারণের জন্য।
বাংলাদেশের সংবিধানে সংশোধন এনে ধর্মনিরপেক্ষতার আদর্শ ফিরিয়ে এনেছে শেখ হাসিনার আওয়ামি লিগ-জোট সরকার। সম্প্রতি সুরেন্দ্রকুমার সিন্হা সে দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছেন। ১৯ তারিখে সংসদে অধিবেশন শুরু হচ্ছে। কিন্তু অধিবেশন চালু থাকাকালীনই সরস্বতী পুজো করার অনুমতি দিয়ে নজির গড়লেন স্পিকার।
প্রস্তাবটি দেন বরিশালের আওয়ামী লীগের সাংসদ পঙ্কজ নাথ। সেই প্রস্তাব প্রধানমন্ত্রী বিবেচনার জন্য পাঠিয়ে দেন স্পিকার শিরিন শরমিন চৌধুরীর কাছে। তিনি এই প্রস্তাবে অনুমতি দেন। পঙ্কজবাবু বলেন, “সংসদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ইস্টার সানডে-ও পালিত হয়। কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদের কোনও পুজো করা হয় না। তাই আমি ওই প্রস্তাবটি দিই।” তাঁর কথায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর ধর্মনিরপেক্ষতা ও অসাম্প্রদায়িকতার আদর্শ নিয়ে চলেন। সব ধর্মের প্রতি সমান মর্যাদা দেওয়ার কথা বলেন। তাই সংসদে সরস্বতী পুজোর প্রস্তাবে তিনি সঙ্গে সঙ্গে সায় দিয়েছেন।
জায়তীয় সংসদে পূজা হবে !!!!!!
বিষয়: বিবিধ
২২৭৫ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মুসলিম সংখ্যাগুরু বাংলাদেশে এই প্রথমবারের মতো একজন অমুসলিম প্রধান বিচারপতি নিয়োগ পেলেন। শুধু তাই নয়, ভাষার জন্য জীবন দেয়া বাংলাদেশ প্রধান বিচারপতি হিসেবে এই প্রথম বারের মতো পেলো ক্ষুদ্র-নৃ গোষ্ঠীর একজন প্রতিনিধিকে। মনিপুরী সম্প্রদায়ের এই প্রতিনিধি প্রধান বিচারপতি হয়ে কেবল বাংলাদেশ নয়, সারাবিশ্বেই একটা বাজে নজির সৃষ্টি করল।
তার চেয়ে ভয়ঙ্কর সচিবালয়ের দৃশ্যঃ-
৯০ শতাংশ মুসলমানের দেশে সিভিল সার্ভিসে হিন্দু সম্প্রদায়ের আমলাদের আধিক্য দেখে আপনি অবাক হতেই পারেন।বর্তমান সচিব ৩২ জন। বর্তমান যুগ্ম সচিব ১৩১ জন।বর্তমান উপসচিব ১২৫ জন। বর্তমানে সহকারী সচিব ৯৬ জন।
উপবিভাগীয় কমিশনার-৫জন। অতিরিক্ত উপবিভাগীয় কমিশনার ১০ জন। অন্য
বাংলাদেশে সিভিল সার্ভিসের এই চিত্র হঠাৎ করেই পাল্টে যায়নি। গত চয় বছর থেকে ধীরে ধীরে হিন্দু কর্মকর্তাদের মধ্যে যোগ্য-অযোগ্য বাছ-বিচার না করে মুসলমানদের ডিঙিয়ে পাইকারি প্রমোশন দেয়াতেই চয় বছর পর সচিবালয়ে নেমপ্লেটে হিন্দু কর্মকর্তাদের আধিক্য।
বাদ নাই জাতীয় সংসদওঃ-
এবার নাকি জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে সরস্বতী পূজা। ঈদের জামাত, স্টার সানডে জাঁকজমকভাবে সংসদে নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে। তবে এবারই প্রথম হিন্দু ধর্মাবলম্বীদের পূজা উৎসব হতে যাচ্ছে সংসদ ভবনে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এর অনুমতি দিয়েছেন। ইতিমধ্যে পূজাকে ঘিরে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। আগামী ২৫ জানুয়ারি পূজা শুরু হবে।
মন্তব্য করতে লগইন করুন