## মায়া##

লিখেছেন লিখেছেন গাজী মিজান ১৭ জানুয়ারি, ২০১৫, ০৪:৫২:২২ বিকাল



নীল, আর সাদা মেঘ ভরে আছে সারাটা আকাশে

চিল আর নানা জাতের শকুন চক্কররত নিঃসীম নিসর্গে

মাঘের এদিনে নগরে কোন এক ভাগাড়ে

মরাপশু দেখে নেমে আসবে

প্রখর দৃষ্টির ক্ষুধার্ত শকুন

ঝাপটে ঝাপটে ডানা এই মৃদু বাতাসে।

কলুষ নদীর ধারে বিস্তৃত কাশফুল বাগান

ঝিরঝির বাতাসে নড়ে আহা একি সুন্দর!

একরোখা, অভিমানী পেটাপেটি রেষারেষি

যেখানে প্রচন্ড তাঁতানো দুপুর

বদ্ধ বদ্বীপে অগ্নি-তাপ শুধু সবদিক

রঙিন মায়ায় সবুজ মানবিক

বোধ উধাও কোথায়

জোরাজুরি জারিজুরি কেদারা আগলে ধরি হায়রে নশ্বর দুনিয়ায়

ভাগাড়ে মৃত পশুগোশ নিয়ে শাকুনিক কাড়াকাড়ি হার মানায়;

সসীম সামর্থ্য পেয়ে সীমাহীন বাহাদুরি করে সামান্য লায়েক

আসমানি ফেরেশতা মুখ টিপে হেসে বলে-হায়রে মানুষ!

বিষয়: সাহিত্য

১১৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File