আজ এই মহিমান্বিত রাতে
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ৩১ ডিসেম্বর, ২০১৩, ১০:২৫:৩২ রাত
আজ এই মহিমান্বিত রাতে নানান রকম চাকচিক্যতা আর গোটা বছরের কায় কারবারের ফিরিস্তি নিয়ে শয়তানকূল শিরোমনি ইবলিশ এবং তার অগনিত মুরিদ,ভক্ত,আন্ডা,বাচ্চা ইত্যাদী সেবার নিমিত্যে এই ধরাতলে আগমন করবে। তাকে স্বাগত জানাতে সূরার বোতল,গাজার কোল্কে,পুলকিত পুরুষের হৃদয়,ললনার অবয়ব তৈরী হয়েছে। মাতাল হাওয়ায় ভেসে যাবে সব। উত্তপ্ত আতসবাজির পথ ধরে জাহান্নাম প্রস্তুত হচ্ছে। এই দীবসে শয়তান তার বংশবালায় নিয়ে জাহান্নামে সূথে থাকুক। আমরা একতরফা শান্তি চাই। অবশ্য নফসকে যেভাবে ধাক্কা দেয়,তার রেশ থাকে পরবর্তী বছর পর্যন্ত। নতুন বর্ষে যেন নফসের শয়তানও দূরে থাকে।
বিষয়: বিবিধ
১৪৪৭ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মাওলানা দ্য স্লেভ যে মাদ্রাসা থেকে পাশ করেছেন আপনি কি সেই মাদ্রাসার মুহতামিম ছিলেন? দ্য স্লেভ ভাই যে একজন আলেম তা তো জানতাম না এতোদিন!
মন্তব্য করতে লগইন করুন