২০১৩ ! লেপ্টে থাকা রক্ত কেন নিয়ে যাচ্ছ?
লিখেছেন লিখেছেন শুভ্র কবুতর ৩১ ডিসেম্বর, ২০১৩, ১০:৪৬:৩৯ রাত
২০১৩! তুমি চলে যাচ্ছ!
রক্তের সাগরে
মজলুমের অশ্রু জলে
তুমি ভেসে যাচ্ছ!
তোমার মাঝে অনেক কিছুই দেখেছি
বাকরুদ্ধ,হতবাক হয়ে দেখেছি
স্বয়েছি বিষম ব্যাথা
কেঁদেছি অঝর ধারায়,কাঁদতে দেখেছি
দম্ভচারীর দম্ভ কর্মে তোমার কূল থৈ থৈ
নির্মমতার করাল গ্রাসে ছিলে ভরপুর
অসহায়ের বুক ফাঁটা চিৎকারে তোমার আকাশ ছিল ভারি
বাতাশ ছিল তপ্ত হাহুতাশে
কি পেলাম তোমার মাঝে!
পেয়েছি দিক্ষা কীভাবে লড়তে হয়,সইতে হয় যেভাবে
তুমি,যাচ্ছ? যাও!
বলতে পারো তোমার পরের আগন্তুক কেমন হবে?
অনুরোধ লেপ্টে থাকা রক্তগুলো সাথে নিয়োনা!ওগুলো আমার ভাইয়ের,অনেক দামি!
বিষয়: সাহিত্য
১০৫০ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন