ইতিহাস নাকি স্বাধীনতাকে পেয়েছি

লিখেছেন লিখেছেন লেলিন ২৭ মার্চ, ২০১৩, ০২:৪৭:৩৪ দুপুর

ইতিহাস নাকি স্বাধীনতাকে পেয়েছি

বাঙালি ! স্বাধীনতার জন্য

আর কত রক্ত দিব?

৫২ থেকে ৭১ বহুবার রক্ত দিয়েছি ।

আজও দিয়েই যাচ্ছি ।

বিনিময় রক্তেভেজা ইতিহাস নাকি স্বাধীনতাকে পেয়েছি?

৫২-য় রফিক শফিকেরা রক্ত দিয়েছে ।

৭১রে ৩০ লক্ষ্য বাঙালি রাক্ত দিয়েছে ।

বিনিময় রক্তেভেজা ইতিহাস নাকি স্বাধীনতাকে পেয়েছি ?

যদি স্বাধীনতাই পেয়ে থাকি। তবে কেন ?

আজও বিশ্বজিতের প্রান যায় ।

কেন বাংলার সমাজে, রাজনীতিতে সর্বস্তরে ,

আজ ভেদাভেদ আর স্বার্থের মাতন ।

ভিক্ষা করে উপার্জনের আশায়, কেনইবা

বাবাকে তার ছেলের হাত কেটে পঙ্গু বানাতে হয় ?

আর কেউবা বিলাসিতায় মাতাল প্রায় ।

আর কত রক্ত দিব?

৫২ থেকে ৭১ বহুবার রক্ত দিয়েছি ।

আজও দিয়েই যাচ্ছি ।

বিনিময় রক্তেভেজা ইতিহাস নাকি স্বাধীনতাকে পেয়েছি?

বাঙালি ! এ কেমন স্বাধীনতা ?

যেখানে নেই স্বাধীন মতপ্রকাশ। সর্বস্তরে

ক্ষমতাসীনদের পক্ষ্য নিলেই পাওয়া যায় সাবাস ।

স্বার্থ ছাড়া নিরিহ জনতার কথা কে বলে ?

কেউবা ক্ষুধা যন্ত্রণায় ছটফট করে। কেউবা

ত্রাণের নামে ৫ কেজি চাল দিয়ে শুধু ছবিই তোলে।

তাতে কি নিরীহ বাঙালির সান্তি মেলে ?

কে দেবে স্থায়ি কর্মসংস্থান। চাইলেই বলে

বিদেশ জান । তাহলে কেমন এই স্বাধীনতা,

কিসের জন্য আজও বাঙ্গালিকে প্রান দিতে হয় ।

বাঙালি ! স্বাধীনতার জন্য

আর কত রক্ত দিব?

৫২ থেকে ৭১ বহুবার রক্ত দিয়েছি ।

আজও দিয়েই যাচ্ছি।

বিনিময় রক্তেভেজা ইতিহাস নাকি স্বাধীনতাকে পেয়েছি?

বাঙালি! প্রান দেয়া আর নয় ।

যে স্বাধীনতাকেই পেয়েছি তাই যেন সুখ সান্তি আর

ঐক্যমতের ভিত্তিতে এগিয়ে যায় । এই হোক সব বাঙ্গালির এক প্রত্যয় ।

বিষয়: বিবিধ

১১৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File