ভুলে যাবার ছলনা !
লিখেছেন লিখেছেন লেলিন ০৪ ফেব্রুয়ারি, ২০১৪, ১০:০৯:২৬ রাত
ভালবাসতে আমার করেছ বারণ।
একি অভিমান নাকি ভুলে যাবার ছলনা!
নাকি অন্য কোন কারণ ! বল না?
হারানো স্বাদ আমায় তুমি দিয়ে
মরীচিকার পিছে ছুটতে গিয়ে
নিজে নিজে অথৈ সাগরে ভাসিয়ো না ।
খুব বেশি সুখ তুমি পাবে না।
মিছে করোনা ছলনা!
এ বাগানে সুখের সুবাস ছড়িয়ে।
অচেনা বাগানে গিয়ে
এর বেশি ভালোবাসা পাবে না।
তুমি যেও না। আমায়
ভালবাসতে বারণ করোনা।
কত বেশি ভালোবাসা হলে
আমায় ভুলে যাবে না।
করবেনা আর ভুলে যাবার ছলনা।
শেষবার বলনা, তবু ভুলো না।
পৃথিবীর সব চাঁদ তারা তোমার হবে
ভাসাবো তোমায় মেঘের ভেলায় ,
এমন কোন ছলনা তোমায় দিব না।
দিতে পারি শুধু মায়ার বাধনে জড়িয়ে
ভালোবাসা এ বুকে টেনে নিয়ে।
তাতে তুমি থাকবে কি না ! বল না ?
মিছে ভুলে যাবার ছলনা আর করোনা।
আমায় ভুলে যেও না।
বিষয়: সাহিত্য
১৪১৫ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
একি অভিমান নাকি ভুলে যাবার ছলনা!
মন্তব্য করতে লগইন করুন