শীতার্ত ছেলে
লিখেছেন লিখেছেন লেলিন ৩১ জানুয়ারি, ২০১৪, ০১:০১:১২ রাত
মাগো আমায় জড়িয়ে নাও
দিয়ে তোমার গায়ের চাদর
শীত যেন আমায় ছোঁয় না মা।
দাও তোমার আদর।
তোমার মতো করে আমায়
বোঝে না কেউ, দেয় না কেউ আদর।
মাঘের এই শীত যে আমায় ...
দিনে রাতে করছে শুধু শীতল।
দেহ মন হয়ে যাচ্ছে দুর্বল।
ওরা সবাই গেছে, দূরে সরে,
আসবে আবার রোদ এলে,
দেখবে যখন রোদ এসেছে।
দেখিও তুমি,ওরা সবাইএসেছে !
ওগো মা তুমিই বলনা
পৃথিবীতে আমি এসেছি কি
শুধুই পেতে তোমার আদর।
নিজেকেই নিয়ে ব্যাস্ত সবাই
জড়ায় না কেউ দিয়ে ভালবাসার চাদর।
এতো বোঝাই, কেউ বোঝে না।
দেয় না কেউ একটুখানি সান্ত্বনা।
মাগো মা চুপ থেকো না
জড়িয়ে নাও দিয়ে তোমার গায়ের চাদর।
শীতকে আমি করব জয়
পেলে শুধুই তোমার আদর।
পুনঃপ্রকাশ (সংশোধিত)
বিষয়: বিবিধ
১৩১৪ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন