থেকনা দূরে !!
লিখেছেন লিখেছেন লেলিন ২৮ জানুয়ারি, ২০১৪, ০৯:৩১:৪৩ রাত
বলনা বন্ধু তুমি
দূরে দূরে রেখে তোমায়
কি করে একা থাকি আমি।
ভালবাসায় তুমি
কেরে নিয়েছ আমার এ মন
ভুলতে পারিনা তোমায় আমি
মনে পরে তোমায় যখন তখন।
এখন যে তোমায় আমার
খুব বেশি প্রয়োজন।
দূরে দূরে থেকে তুমি
দিয়না আমায় ব্যাথা আর।
কাছে আসলেই বুঝবে তুমি
আছো হৃদয়ের কোথায় আমার।
দিন রাত্রি কাটে আমার
তোমায় শুধু ভেবে ভসুধ।
ভাবনা শুধু আমার কবে তুমি
আপন করে বুকে টেনে নিবে।
তোমার ভালোবাসা পেতে
ব্যাকুল হৃদয়।
ভালোবেসে আমায় তুমি
সাজিয়ে দিয়ে যাও।
বলনা বন্ধু তুমি
দূরে দূরে রেখে তোমায়
কি করে একা থাকি আমি।
<<বিশ্বাস বন্ধু তোমার কণ্ঠে ভাল লাগবে । গেয়ে দেখতে পার একবার>>
বিষয়: বিবিধ
১২৩৮ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সবসময় বেশ ভালো লাগে।
ধন্যবাদ ভাই।
শুভেচ্ছা রইলো ভাইয়া দোয়ার দরখাস্ত।
আমাকে বরাবরের মতো মনে রাখার জন্য আরও ধন্যবাদ। ভাল থাকবেন।
সবসময় বেশ ভালো লাগে।
ধন্যবাদ ভাই।
সুন্দর সুন্দর
সব সময় আপনাকে পাশে পাই। তাই হয়তো নতুন নতুন কবিতার প্রাণ দিতে সহজ হয়। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। দোয়া রাখবেন। (y)
সব মিলিয়ে ভাল লেগেছে , আর একটু মনোযোগ দিলে আরো সুন্দর হত
মন্তব্য করতে লগইন করুন