ভাল লাগে কাঁদাতে তোমায়
লিখেছেন লিখেছেন লেলিন ২৯ ডিসেম্বর, ২০১৩, ১০:২৪:২১ রাত
মাঝে মাঝে ভালো লাগে
তোমায় আঘাত করে কাঁদাতে ।
যত বেশি দুঃখ পেয়ে ফেল তুমি চোখের পানি
তত বেশি আপন হোই তোমার আমি।
তাই ভাল লাগে তোমায় বেশি বেশি কাঁদাতে।
যত পার কাঁদো তুমি।
আরও বেশি খুশি হবো তাই আমি।।
মাঝে মাঝে ভাল লাগে
তোমায় প্রাণ ভড়ে হাসাতে।
যত বেশি হাসো তুমি প্রাণ ভড়ে। মায়ায় জড়াও আর
তত বেশি আপন করে নেও আমায়।
তাই যত পার হাসো তুমি।
আরও বেশি খুশি হবো তাই আমি।।
আবার মাঝে মাঝে ভাল লাগে
তোমায় কারণে অকারণে রাগিয়ে তুলতে।
তুমি রেগে গেলে একটু শাসন পেলে
আলোর পথের দেখা মেলে
খুব বেশি ভাল লাগে রেগে গিয়ে তুমি বকা দিলে।
তাই যত পার রাগো তুমি
আরও বেশি খুশি হবো আমি।
বিষয়: বিবিধ
১৩৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন