অভিমান

লিখেছেন লিখেছেন লেলিন ১৩ সেপ্টেম্বর, ২০১৩, ১০:২৭:২৩ রাত



মাঝে মাঝে তীব্র অভিমানে

তোমার সঙ্গ ছাড়তে ইচ্ছে হয় ।

মেনে নিতে ইচ্ছা হয় স্বেচ্ছায় পরাজয় ।

মাঝে মাঝে তীব্র অভিমানে

ভেঙ্গেচুরে একাকার করতে ইচ্ছে হয়

দেহ মনে আস্টেপিস্টে জরিয়ে থাকা সৃতির ফ্রেম

মনে হয় সবই, কোন সিনেমার সংলাপে ভরা মিথ্যা প্রেম ।

মাঝে মাঝে তীব্র অভিমানে

তোমার আঘাতের পরেও তোমাকে ভালবাসি বলার সময় ।

নিজের কণ্ঠনালী চেপে ধরে বোবা হতে ইচ্ছা হয় ।

মাঝে মাঝে তীব্র অভিমানে

ধারাল ছুরির অঘাতে নিজেকে ক্ষতবিক্ষত করতে ইচ্ছা হয়।

খুঁজে পেতে ইচ্ছা হয় তোমার জন্য এত অবেগ থাকে কোথায় ।

মাঝে মাঝে তীব্র অভিমানে

তোমার সঙ্গ ছাড়তে ইচ্ছে হয় ।

মেনে নিতে ইচ্ছা হয় স্বেচ্ছায় পরাজয় ।

বিষয়: সাহিত্য

১৪৩০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File