নতুন জীবন
লিখেছেন লিখেছেন লেলিন ২৩ আগস্ট, ২০১৩, ১২:২৯:১৮ রাত
জীবনে আসিবে সুখ
ঘুচে যাবে ছিল যত দুঃখ।
ঝরবে না আর চোখের পানি
মুছে যাবে অতিতের সব গ্লানি।
সুখ আর স্বপ্নে ভরে যাবে এ মন
মিঠে যাবে জীবনের যা আছে প্রয়োজন।
দু‘চোখে আজ সুখের স্বপ্ন দুলছে
এ কণ্ঠ আমার তারই ধ্বনি তুলছে।
জীবন প্রদীপ নিভিয়ে
এসেছিল যত অন্ধকার,
আজ সেই অন্ধকার ঘুচিয়ে
জীবন হবে আলোয় আলোয় একাকার।
বহুদিন ধরে,বহু মাস ধরে,বহুবছর ধরে
এ মনে ছিল যত আসা
পূরণ হয়ে সব সুখ বাঁধিবে এ নতুন জীবনে বাসা ।
বিষয়: সাহিত্য
২০৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন