মা (কবিতা)
লিখেছেন লিখেছেন লেলিন ০৬ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:৫৭:২৩ রাত
ত্রিভুবনে সবচেয়ে আপনজন তুমি মা ।
তোমার স্নেহের পরশে ভুলে যাই সকল দুঃখ যাতনা ।
তুমি যেন পবিত্র ঐ রজনীজল,
আজীবন ধরে থাকতে চাই তোমার স্নেহের আঁচল ।
যখন তোমায় ছেড়ে থাকি দূরে,
ভাবি ফিরব কখন তোমার সুখের নীড়ে ।
তোমার হাসি মাখা মুখটি দেখতে হয়ে উঠি তৃষ্ণার্ত ,
যতক্ষণ না দেখি হইনা তৃপ্ত ।
জীবনের সকল ঝরে ঝঞ্ঝায়
তোমায় কাছে পাই মা ,
রোগে শোকে নাই তোমার তুলনা ।
করা যায় বিশ্ব জয় তোমার মতো মা পেলে
তোমার মতো মা ক'জনের ভাগ্যে মেলে ।
যখন সুখে হাসি আমি
সবচেয়ে খুশি হও মা তুমি ।
দুঃখে যখন কাঁদি
তখন তোমার চোখ যেন হয় নদী ।
মা তোমায় করি অনেক জ্বালাতন
সব সহ্য করে তবু নাও যত্ন ।
আমার দেওয়া শত কষ্টেও হওনা তুমি ক্ষুন্ন ,
সত্যি মা তোমার কোলে জন্ম নিয়ে হলাম আমি ধন্য,
তোমার মতো মা দিয়ে সবার ঘর হয় যেন পূরণ ।
বিষয়: সাহিত্য
১৩০১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন