Sad মনে হয় যেন কাছেই আছ Broken Heart

লিখেছেন লিখেছেন ফেরারী মন ১৫ সেপ্টেম্বর, ২০১৪, ১০:১১:৫৪ রাত

যখন কষ্ট পাই,

চোখ বন্ধ করে অতীত স্মৃতি হাতড়ে বেড়াই,

মন ভাল হয়ে যায়।

যখন কান্না আসে,

জীবনের পিছু

পড়ে থাকা পুরানো স্মৃতি গুলো দেখি,

চোখে পানি কিন্তু মুখে হাসি চলে আসে।

যখন ছেড়ে চলে যাও,

খুঁজে ফিরি তোমাকে সবখানে,

তোমার দুষ্টুমি মাখানো মিষ্টি হাসির ছবি দেখি।

মনে হয় যেন কাছেই আছ তুমি

মনের ভেতর থেকে কে যেন ফিস ফিসিয়ে বলে....

তুমি নাকি আসবে ফিরে,

আনমনা হয়ে বলি,

আসলেই কি তুমি আসবে ফিরে? Broken Heart Broken Heart

বিষয়: বিবিধ

১৪৭১ বার পঠিত, ২৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

265567
১৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:২৮
আফরা লিখেছেন : সে যদি মারা যেয়ে থাকে তাহলে আর আসবে না আর বেচেঁ থাকলে আসতে পারে ।
১৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:১৭
209243
ফেরারী মন লিখেছেন : ভালোবেসে হৃদয়ের মণিকোঠায় যারে ঠাঁই দেয়া যায় সে মরে গেলেও বেঁচে থাকে।
265573
১৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৩৮
বাজলবী লিখেছেন : অাফরা অাপুর সাথে অামিও বলি বেচেঁ থাকলে আসতে পারে ।
১৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:৩২
209246
ফেরারী মন লিখেছেন : অপেক্ষায় থাকি
265575
১৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৪০
মামুন লিখেছেন : মনের ভেতর থেকে কে যেন ফিস

ফিসিয়ে বলে....

তুমি নাকি আসবে ফিরে,

আনমনা হয়ে বলি,

আসলেই কি তুমি আসবে ফিরে?- লাইনগুলো অনেকক্ষণ চিন্তা করলাম। কেমন একটু বিরহ, কিছুটা অভিমান এবং সর্বোপরি আশার আলোকচ্ছটার বিচ্ছুরণ অনুভূত হল হৃদয়ে।
খুব সুন্দর লিখেছেন।
জাজাকাল্লাহু খাইর। Rose Rose Rose Good Luck
১৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:৩৮
209251
ফেরারী মন লিখেছেন : আপনার সুন্দর অনুভূতির জন্য ধন্যবাদ। জাজাকাল্লা অলসো ইউ Big Hug Big Hug Big Hug
265581
১৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৫৬
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : ভালই হইয়াছে! এই ভাবেই ব্লগারদের সহিত মনঃকথন ব্যক্ত করিলে হয়তো কিছুটা হইলেও কষ্ট লাঘব হওয়ার সম্ভাবনা থাকে। আপনার মঙ্গল কামনায় আমরা সবাই।
১৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:৩৯
209253
ফেরারী মন লিখেছেন : যথার্থই বলেছেন কিন্তু সারাদিন তো বিজি থাকি কাজের মাঝে শেয়ার করার সময় কৈ
১৬ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:২৭
209381
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : যেমনটি করে এই পোষ্টটি শেয়ার করেছেন ঠিক সেভাবেই করুন। আমি মনে করি কিছু সংখ্যক ছাত্র ব্লগার ছাড়া কেউ ঠিকমত এখানে সময় দিতে পারছেনা।
১৬ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:১৪
209417
ফেরারী মন লিখেছেন : এক্সাটলি... ব্লগ অনেকের কাছে ভালো লাগে বলে মাঝে মাঝে ঢু মারে। কিছু তো মনে আসে না। কি লিখবো আর কি শেয়ার করবো।
265588
১৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:১২
পবিত্র লিখেছেন : Thumbs Up Thumbs Up Thumbs Up Good Luck Good Luck Good Luck
১৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:৩৯
209254
ফেরারী মন লিখেছেন : Good Luck Good Luck Rose Rose Rose Rose Rose Rose
265607
১৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:৫৬
নিউজ ওয়াচ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৬ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:০৯
209412
ফেরারী মন লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ Love Struck
265615
১৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:১৩
এবেলা ওবেলা লিখেছেন : ভাই আপ্নারে এরকম কবিতা প্রসবের জন্য মাইনাস।আমি তো দেখি উনি বাইছা আছেন।এভাবে লিকে আমাগো মন খারাপের জন্য আবারো কইসা মাইনাস।
১৬ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:১০
209413
ফেরারী মন লিখেছেন : আপনি দুবার মাইনাস দিয়েছেন তাই সেটা প্লাস বলে গণ্য হলো। Big Grin একমাত্র আপনিই আমার মনের কথাগুলো বোঝেন কিন্তু আর কেউ তো বুঝলো না। Sad Broken Heart
265636
১৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:৩৫
১৬ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:১১
209414
ফেরারী মন লিখেছেন : কাকে পেটাবেন এভাবে? আমি আবার কি করলুম।
265643
১৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:০২
সন্ধাতারা লিখেছেন : Good Luck Good Luck Good Luck Rose Rose Rose
১৬ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:১১
209415
ফেরারী মন লিখেছেন : Rose Rose Rose Rose অনেক ধন্যবাদ আপনাকে
১০
265663
১৬ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৫:৫৫
সত্যলিখন লিখেছেন :
১৬ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:১২
209416
ফেরারী মন লিখেছেন : কথা সত্য। ঠিক এমন বন্ধুই খুঁজতেছি।
১১
265700
১৬ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:৪৩
egypt12 লিখেছেন : না আসুক সে, নতুন প্রাপ্তির আনন্দে জীবন ভাসুক এটাই হোক বাস্তবতা Rose
১৬ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:৫০
209428
ফেরারী মন লিখেছেন : সে আসুক আর না আসুক
তবে তার স্মৃতিটা মনে ভাসুক
১২
265778
১৬ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:০২
মাজহারুল ইসলাম লিখেছেন : কষ্টের মাঝে থাকলে এই রকম কথা বলে থাকে।
১৬ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:২৯
209548
ফেরারী মন লিখেছেন : সত্য বলেছেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File