মনে হয় যেন কাছেই আছ
লিখেছেন লিখেছেন ফেরারী মন ১৫ সেপ্টেম্বর, ২০১৪, ১০:১১:৫৪ রাত
যখন কষ্ট পাই,
চোখ বন্ধ করে অতীত স্মৃতি হাতড়ে বেড়াই,
মন ভাল হয়ে যায়।
যখন কান্না আসে,
জীবনের পিছু
পড়ে থাকা পুরানো স্মৃতি গুলো দেখি,
চোখে পানি কিন্তু মুখে হাসি চলে আসে।
যখন ছেড়ে চলে যাও,
খুঁজে ফিরি তোমাকে সবখানে,
তোমার দুষ্টুমি মাখানো মিষ্টি হাসির ছবি দেখি।
মনে হয় যেন কাছেই আছ তুমি
মনের ভেতর থেকে কে যেন ফিস ফিসিয়ে বলে....
তুমি নাকি আসবে ফিরে,
আনমনা হয়ে বলি,
আসলেই কি তুমি আসবে ফিরে?
বিষয়: বিবিধ
১৪৭১ বার পঠিত, ২৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ফিসিয়ে বলে....
তুমি নাকি আসবে ফিরে,
আনমনা হয়ে বলি,
আসলেই কি তুমি আসবে ফিরে?- লাইনগুলো অনেকক্ষণ চিন্তা করলাম। কেমন একটু বিরহ, কিছুটা অভিমান এবং সর্বোপরি আশার আলোকচ্ছটার বিচ্ছুরণ অনুভূত হল হৃদয়ে।
খুব সুন্দর লিখেছেন।
জাজাকাল্লাহু খাইর।
তবে তার স্মৃতিটা মনে ভাসুক
মন্তব্য করতে লগইন করুন