কিছু আলসে ব্লগারের তালিকা (খতিয়ানসহ)
লিখেছেন লিখেছেন ফেরারী মন ১২ জুন, ২০১৪, ০৭:১২:৩৩ সন্ধ্যা
আহমাদ ফিসাবিলিল্লাহ
হোসেন খিলজী
রবার্ট
তুমি আমার
মিন্টু
শাহেন শাহ
পাউল
কালমেঘ
শাপলা ফুল
মাহিবা
গাজী সালাউদ্দিন
তারেক নোমান
ইউসুফ মোল্য
ভোরের পাখি
বিষন্নতা
নিরাময়
মুিনর
আহমেদ আরিফ
মুহাম্মদ আব্দুল হালিম
রঙের মানুষ
সান বাংলা
উমাইর চৌধুরী
আমার স্বধীনতা
এলিট
আমি আমার
জাগো মানুস জাগো
মাটিরলাঠি
জোবাইর চৌধুরী
স্বপন১
দ্য স্লেভ
সঠিক ইসলাম
সিকদারর
ভিনদেশী
মুিজব িবন আদম
আবু মারইয়া
আবদুস সবুর
Mujahid Billah
সুমাইয়া হাবীবা
পরবাসী
হারানো সুর
কাপতান
স্বপ্নীল৫৬
নূর আল আমিন
কাজি সাকিব
জাগ্রত চৌরঙ্গী
জামিল খান
আপডেট হচ্ছে ......
বিষয়: বিবিধ
১৭৪৫ বার পঠিত, ৬০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ফেবুতে নক করলাম, খবর নাই।
অলস ব্লগারদের উৎসাহ দেবার মাধ্যেমে ব্লগে আকর্ষিত করা যেতে পারে। যেমন -
=> ব্লগে যত বেশি ভাল লেখা থাকবে তার পাঠক সংখ্যাও তত বেশি হবে।
=> ব্লগে একে অপরের সাথে যত বেশি সখ্যতা হবে তত বেশি ব্লগার স্থায়ী হবে।
=> ব্লগে যত বেশি মূল্যায়ন হবে তত বেশি ব্লগার লিখতে উৎসাহি হবে। তাই ভাল লেখায় গঠনমূলক মন্তব্য চাই বেশি বেশি।
=> ব্লগিং আড্ডার আয়োজন করা যেতে পারে। এতে আড্ডার লোভে হলেও অনেক ব্লগার নিয়মিত হবে।
আমাকে ব্লগ না করে ভুল করছেন
কারন , আমি সব সময় জঙ্গি--লীগের বিরুদ্ধে কথা বলি ,
তাই আমাকে ব্লগ করুন
নতুবা জঙ্গি--লীগের বিরুদ্ধে আরও অনেক কমেন্ট করবো ,
"" ও ভাই ফেরারি মন ""
আমনে কিডা ?
এত পাওয়ার দেহাইতেছেন কেন ?
আমনেরে তো চিনবার পারলাম না ,
মনে হয় ইদানিং হেব্বি বিজি আছে ।
আর ব্লগার সঠিক ইসলামের নাম না বললেই নয় । মাস ছয়েক আগে মনে হয় - একদিন ব্লগ যখন ওপেন করেছি তখন দেখছি প্রতি পোস্টে ৪/৫টার বেশী কমেন্ট নাই । মাঝের একটা পোস্টে দেখি প্রায় ৬০ টার মত কমেন্ট ।
পোস্টে ঢুকে দেখি এলাহি কান্ড ! সেখানে ব্লগার সঠিক ইসলাম একাই ৫০+ কমেন্ট করে বসে আছেন !
আজকে একটা পোস্ট দিয়েছি, ড্রাফটে ছিলো, এই কারনে কিনা জানিনা, ফ্রন্ট পেজ থেকে উধাও। (পোষ্টটি) কারণ কি মডু মামা/খালা/মামীরা (যদি থাকে) বলতে পারবেন হয়তো?
পোষ্ট ভালো হয়েছে। বিষয়বস্তুর সঙ্গে সহমত, একমত।
আমার পর্যবেক্ষন বলে, আপনি প্রত্যেক পোস্টে একই রকম মন্তব্য করেন। মনে হয় কপি পেস্ট। তাই ঘোষনা করছি-আপনিই প্রধান অলস,তারপর আমরা
কি বুঝলা?
মন্তব্য করতে লগইন করুন