শহীদদের রক্তের ঋণ শোধ হচ্ছে
লিখেছেন লিখেছেন ফেরারী মন ০৯ মে, ২০১৩, ০৪:৩৬:০১ বিকাল
৩০ লক্ষ শহীদের রক্তের বদলা অবশেষে শোধের পথে। তিন জামাত নেতার ফাঁসির আদেশে শহীদের আত্মা কিছুটা হলেও শান্তি পাবে এখন ভালভাবে কার্যকর করতে পারলেই হলো। যে রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, স্বাধীনভাবে কথা বলতে পারি সেই রক্তের সাথে বেঈমানী করা হবে যদিনা আমরা এই নরঘাতকদের ফাঁসি দিতে ব্যর্থ হতাম। অনেক আগেই তাদের ধরে ফাঁসি দেওয়া উচিত ছিল। অনেক দেরিতে হলেও তাদের ফাঁসি দেওয়ার মাধ্যমে প্রমাণিত হয় এই সরকার দেশদরদী সরকার। এই সরকার একটি জনবান্ধব সরকার। দেশের মানুষ কি চায় সেটা এই সরকার বোঝে। ইনশাল্লাহ আগামী ইলেকশানে এই সরকারকে ভোট দিয়ে জয়যুক্ত করে দেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত করার গ্যারান্টি চাই। দেশ থেকে সব তালেবান, রাজাকার জামাত শিবিরমুক্ত করে দেশকে স্বনির্ভরশীলতার দিকে এগিয়ে নিতে চাই। আসুন সবাই মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তির কাতারে শামিল হই।
বিষয়: বিবিধ
১৮১০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন