*** হৃদয় দোলে ****

লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ০১ জুন, ২০১৬, ১০:২৯:৩৬ রাত



রজব গিয়ে শা'বান এলো শা'বান পরে রমযান

প্রিয় নবী প্রস্তুতি নিতেন হাদীসেতে ফরমাণ।

শিক্ষা দিলেন প্রিয় নবী উম্মতে মোহাম্মাদিকে

সেই শিক্ষায় হার মানাবে বস্তুগত শক্তিকে।



ঘরদুয়ার পরিষ্কার হবে ছাড়াবে মনের ময়লা

আগেভাগে প্রস্তুতি নিয়ে রাখবে দুয়ার খোলা।

আগে পিছের পাপকর্ম আছে যতো জমা

বৃথা যেতে দিবে না এবার চেয়ে নিবে ক্ষমা।



পর্দার আড়ালে করবেনা আহার মানুষকে ভয় করে

দেখতে পাণ যে মহান প্রভু বিশ্বাস রাখ অন্তরে।

প্রভুর ভয়ে রাখবে রোযা পড়বে কোরআন খুলে

সুরে সুরে পড়লে কোরআন দেখবে হৃদয় দোলে।

বিষয়: বিবিধ

১২৮৬ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

370680
০১ জুন ২০১৬ রাত ১০:৩৬
সালমা লিখেছেন : প্রিয় নবী যে ভাবে প্রস্তুতি নিতেন ,হে আল্লাহ আমরা ও যেন পারি সেই ভাবে প্রস্ততি নতিে .
০২ জুন ২০১৬ রাত ০১:১৮
307584
আবু তাহের মিয়াজী লিখেছেন : আবেদনের সাথে আমীন।
জাজাকাল্লাহু খাইর
370682
০১ জুন ২০১৬ রাত ১০:৪৫
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া।

অনেক সুন্দর আহ্বান মাশাআল্লাহ।
০২ জুন ২০১৬ রাত ০১:১৯
307585
আবু তাহের মিয়াজী লিখেছেন : ওয়ালাইকুম আসসাম শ্রদ্ধেয়া আপুজি।
মূল্যবান মন্তব্যের জন্য। জাযাকাল্লাহ
370695
০১ জুন ২০১৬ রাত ১১:৫৫
আফরা লিখেছেন : আল্লাহ আমাদের রমাদানের সিয়ামগুলো সুন্দর ভাবে পালন করার তৌফিক দিন ।আমীন !

ধন্যবাদ ভাইয়া ।
০২ জুন ২০১৬ রাত ০১:২০
307586
আবু তাহের মিয়াজী লিখেছেন : দোয়ার সাথে ছুম্মা আমীন। আপনাকে ও অনেক মোবারকবাদ।
370697
০১ জুন ২০১৬ রাত ১১:৫৮
দ্য স্লেভ লিখেছেন : আল্লাহ এই রমজানে কষ্ট দূর করুক,কবুল করুক,সুস্থ্য রাখুক,ক্ষমা করুক,উত্তম জিনিস দান করুন
০২ জুন ২০১৬ রাত ০১:২১
307587
আবু তাহের মিয়াজী লিখেছেন : আল্লাহুম্মা আমীন
370713
০২ জুন ২০১৬ সকাল ০৬:১১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমিন।
370749
০২ জুন ২০১৬ দুপুর ০৩:৫৩
কুয়েত থেকে লিখেছেন : মাশাআল্লা অনেক ভালো লাগলো প্রভুর ভয়ে রাখবে রোযা পড়বে কোরআন খুলে সুরে সুরে পড়লে কোরআন দেখবে হৃদয় দোলে। অসংখ্য ধন্যবাদ আপনাকে
370774
০২ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:২৩
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : মাশাআল্লাহ!
370812
০২ জুন ২০১৬ রাত ০৯:০৪
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি তো দারুন ছড়া লিখছেন। আল্লাহ তায়ালা আমাদেরকে মনের ময়লা দূর করার তাওফীক দান করুক। আমীন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File