*** হৃদয় দোলে ****
লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ০১ জুন, ২০১৬, ১০:২৯:৩৬ রাত
রজব গিয়ে শা'বান এলো শা'বান পরে রমযান
প্রিয় নবী প্রস্তুতি নিতেন হাদীসেতে ফরমাণ।
শিক্ষা দিলেন প্রিয় নবী উম্মতে মোহাম্মাদিকে
সেই শিক্ষায় হার মানাবে বস্তুগত শক্তিকে।
।
ঘরদুয়ার পরিষ্কার হবে ছাড়াবে মনের ময়লা
আগেভাগে প্রস্তুতি নিয়ে রাখবে দুয়ার খোলা।
আগে পিছের পাপকর্ম আছে যতো জমা
বৃথা যেতে দিবে না এবার চেয়ে নিবে ক্ষমা।
।
পর্দার আড়ালে করবেনা আহার মানুষকে ভয় করে
দেখতে পাণ যে মহান প্রভু বিশ্বাস রাখ অন্তরে।
প্রভুর ভয়ে রাখবে রোযা পড়বে কোরআন খুলে
সুরে সুরে পড়লে কোরআন দেখবে হৃদয় দোলে।
বিষয়: বিবিধ
১২৮৬ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাজাকাল্লাহু খাইর
অনেক সুন্দর আহ্বান মাশাআল্লাহ।
মূল্যবান মন্তব্যের জন্য। জাযাকাল্লাহ
ধন্যবাদ ভাইয়া ।
মন্তব্য করতে লগইন করুন