আসুন রাতে নই দিনে স্বপ্ন দেখি,আফসোসমুক্ত জীবন গড়ি।
লিখেছেন লিখেছেন সানজিদ হোসেন ইরাজ ০১ জুন, ২০১৬, ১০:৪২:২৮ রাত
আরাফাত ছেলেটা টাউট,চিটিং,বাটপার,লুইচ্ছা,পথে ঘাটে সুন্দরী মেয়েদের ইভটিজিং করে,ধার নিয়ে নিয়ে মানুষের কাছ থেকে হাজার টাকা মেরে খাচ্ছে।এখনো টাকাগুলো ফেরত দেওয়া নাম নিশ্বাস নাই।
,
চাচাতো ভাই সানিরবাচ্চা ফোন দিল,তুই কোথায় হ্যাঁ আমি দোকানে আছি ফ্রেন্ডদের সাথে,কি হয়েছে!__ বাড়িতে এলে ঘটনা শুনবি,হ্লারপুত চিটিং আরাফাত!__ এই হ্লা চিটিং ডাকবিনা তুর আব্বার লগে চিটিংবাজ করছি নাকি!__আচ্ছা বাড়িতে আ তারপর শুনবি আমার লগে চিটিংবাজ করছস নাকি আমার শ্বশুরের সাথে চিটিংবাজ করছস!___ তার কথামত বাড়িতে এলাম।
,
বাড়িতে এসে দেখতেছি ১ মহিলার সাথে ভাইয়ার ফোন এবং ওনি বলতেছে আমি তার কাছ থেকে দশ হাজার টাকা ধার নিয়ে এখনো দিচ্ছিনা,আরেক মহিলা কল করে বলেছে নাকি আমি তার মেয়েকে ইভটিজিং করছি আমার নামে ইভটিজিং মামলা দায়ের করবে,, আরেক দোকানদার বলেছেঃ সেই প্রতিদিন স্কুলের ৭-৮ জন ছেলে নিয়ে নাস্তা করে আমার দোকানে প্রায় ৫ হাজার টাকা মত বকেয়া করেছে।,,, বাড়িতে এসে এগুলো শুনতে শুনতে কান বধির হয়ে গেল,সবাই আমাকে বিশ্বাস করে বাট কারো কথা শুনতেছেনা আমার নামে অভিযোগ প্রধানকারীরা,,,একসময় তাদেরকে স্বাক্ষীপ্রমান নিয়ে আমাদের বাড়িতে আসার দাওয়াত দিল এবং তারা ও রাজি হল আসতে।
,
আমার এই অপকর্মের কথা কেউ বিশ্বাস করতেছেনা,সমাজে একটা শোরগোল শুরু হয়ে গেল আমার নামে।আমার নামে এই কথা শুনে হঠাৎ করে আমার বুডো দাদাটা হার্ড স্টোক করে পেলল,তাকে নিয়ে সবাই ব্যস্ত,আম্মু ও বেহুশ হয়ে গেল,কারন সমজে আমার নামে একটা সুনাম ছিল সবার মুখে,,, তাদের দুজনকে নিয়ে আমার ফেমিলির বেশ কয়েকজন সহ আমার ক্লোজ ফ্রেন্ড Abবাশঁ,Akকাসও তাদের সঙ্গে হাসপাতালে গেল,,,
,
ওই মহিলাগুলোকে ফোন দিয়ে আমি আর আমার বড় ভাই দুজনেই মিলে বকাঝকাসম্পন্ন গালি দিতে লাগলাম,আমি বলেছিঃ আমি সবার সাথে চ্যালেঞ্জ করি দি ছেলে,তোদের ফোর টুয়েন্টি মেয়েকে কে রেপ করেছে তারপর আমার নাম দিচ্ছিস।হে,ভালই ত বাটপারি শিখেছিস।
,
মামলাকারীরা বাড়িতে এল, আমি আমার রুমে বসে আছি,ভাইয়ার সঙ্গে তারা ঝগড়া করতেছে, এখনো তাদের সঙ্গে আমার দেখা হয়নি,, আমি রোম থেকে বের হয়ে যখন তাদের সামনে গেলাম,তারা জিজ্ঞাস করতে লাগল,আপনি কে?
,
আমার ভাইয়া টাস্কি খাইল,তার দিকে থাকাল এবং সেই বললঃ যারা তোমার মেয়েকে ইভটিজিং করছে,টাকা ধার নিছে,দোকানে বকেয়া করেছে,,,এটি সেই ছেলে!
,
তারা বলতে লাগল,, না, না,না, এমন হতে পারেনা,এই ছেলে সেই ছেলে নই,সেই ছেলে দেখতে কালো ট্যাইপের অন্যরকম,, আমার মেজাজটা তখন আরো গরম হয়ে গেল।
গতঃ বৈশাখ মাস একটা ছেলের সাথে ঝগড়া হওয়ার পর তার প্রতিশোধ নেওয়ার জন্য ট্রাকের চাকার পাতের স্পিরিং দিয়ে ১২০০ টাকা মত খরচ করে একটা রাম দা বানিয়েছিলাম,আমি দৌড়ে গিয়ে রাম দা টি আনলাম,, একটাই ভাবনা,এদের তিনজনের গর্দান নিয়ে পেলব,এদের কারনে আজ আমার দাদা,এবং মা দুজনেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। দা এর ডাটটি যখন হাত দিয়ে চেপে ধরে কুপ দিচ্ছিলাম তখন বিছানা থেকে পরে গেলাম।,,,, বাকি সব ইতিহাস।
,
ঘড়ি দেখলাম সকাল ৮ঃ২৫ হয়ে গেছে, তাড়াতাড়ি লাফ দিয়ে উঠলাম,,সময়ের ত বারটা বাজাঁয় পেলছে এই স্বপ্ন,,বাহিরে বসে আছি চোখেঁ খুব ঘুম,ঘুম,, আদা ঘন্টা পর এক দোস্ত এল এবং সেই বললঃ আজ এত সকালে কেন উঠছ গানু,, তারে আমি বললাম হ্লারপুত দশটা বাজতেছে এখন সকাল নাকি,,, সেই আমারে বললঃ তুই গাঞ্জা খাইছিস নাকি এখন মাত্র ৬ঃ০৫ বাজতেছে।
ঘড়ির দিকে দুইবার থাকালাম,,আসলেই ৬ টা ৫ হচ্ছে।
,
যখন ঘুম থেকে উঠছি তখন ছিল ৫ টা ৪০ মিনিট,, আজকের দিনে বাকি সব সপনের ইতিহাস। খুব গরম ত সূর্য্যের দিকে থাকালেও ১০ টা আর ১২ টা পরিলক্ষিত করা যায়না।
আমার ঘুমের জন্য দোয়া করিয়েন আর এইরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন কারো জীবনে না ঘটে তার সবাই বলুন,, আল্লাহুম্মা আমিন,,,শুভ সকাল। আসুন সবাই স্বপ্নহীন বাস্তব জীবন গড়ি।
,
বিঃদ্রঃ লেখাটি সকালেই লেখা।
বিষয়: বিবিধ
১০২৭ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
রমাদানের প্রস্তুতি নিয়ে চলছে ব্লগ আয়োজন। ২ জুন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ৬ পর্বের ব্লগ আয়োজনের ১ম পর্ব। অংশ নিতে পারেন আপনিও। নিজে জানুন, অন্যকে জানান। বিস্তারিত জানতে-
Click this link
মন্তব্য করতে লগইন করুন