★আজকে মে দিবস★
লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ০১ মে, ২০১৬, ০৭:৫০:২৪ সন্ধ্যা
ঐ যে দেখ বড় বড় দাড়িয়ে আছে অট্রালিকা
টাওয়ার আছে সারি সারি তৈরিকারী যারা।
যাদের গায়ের ঝরিল ঘাম, এসব বানাতে,
আমরা কি ভাই দিতে পেরেছি তাদের ন্যায্য দাম!
একেঁ বেঁকে রাস্তা গেছে দূর দূরান্তে
দ্রুতগামী গাড়ি চলে ঐ রাস্তা বেয়ে।
এসব কিছু বানাতে যারা ঝরিলেন যাঁদের সক্তি
মহাসুখে গাড়ি দৌড়ায় বৃত্যশালী ব্যক্তি।
অট্রালিকা, রঙ্গিন শাড়ী,
দালানকোঠা বাড়ী,
এসব সিল্পে কারুকাজে যাঁদের অবধান
আমরা কি আর দিচ্ছি তাদের ন্যায্য মূল্য আজ!
সৃষ্টির সেরা হয়ে মোরা হারিয়েছি সকল বুদ্ধি
সমাজ-সভ্যতার সকল বিনির্মাণ হয়েছে যাদের ত্যাগে,
হাদিস বলে শোধাও ঋণ তার ঘাম শুকানোর আগে।
বিষয়: বিবিধ
১১৫৬ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই আসে এই যায়
ধরিতাম গলাটিপি
ফেলে তার হাত পা।
দুঃখের কথা কেউ শুনেনা
আছি মহা জালায়
শুইলে কেণ ঘুম আসেনা
ডিউটিতে কাঁদায়।
হিসাব টা হয় যদি
গড়মিল ক্যাশে
চিন্তাকুলে থাকতে হয়
ভদ্রলোক বেশে।
গুরুজনের ওখানকার মন্তব্যসূত্র এখানে তুলে ধরলাম। আপনাকে অনেক ধন্যবাদ ভাইজান
আমার দেশ শুধু নয় সৌদী আরবও এ হাদীশ ভুলে গেছে।
ভাইজান চার নাম্বার মন্তব্য একটু নজর দেয়ার অনুরোধ করছি। মন্তব্যটি আমাকে আহত করেছে। মন্তব্যটির জবাব একটু কষ্ট করে দেয়ার জন্য আপনাকে সবিনয়পূর্বক আবারো অনুরোধ করছি।
এটা তুই সম্বোধন নয়! নিজেকে ধিক্কার জানানোর ক্ষেত্রে এই 'তুর' ব্যবহার করে থাকি।
মন্তব্য করতে লগইন করুন