★আজকে মে দিবস★

লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ০১ মে, ২০১৬, ০৭:৫০:২৪ সন্ধ্যা



ঐ যে দেখ বড় বড় দাড়িয়ে আছে অট্রালিকা

টাওয়ার আছে সারি সারি তৈরিকারী যারা।

যাদের গায়ের ঝরিল ঘাম, এসব বানাতে,

আমরা কি ভাই দিতে পেরেছি তাদের ন্যায্য দাম!

একেঁ বেঁকে রাস্তা গেছে দূর দূরান্তে

দ্রুতগামী গাড়ি চলে ঐ রাস্তা বেয়ে।

এসব কিছু বানাতে যারা ঝরিলেন যাঁদের সক্তি

মহাসুখে গাড়ি দৌড়ায় বৃত্যশালী ব্যক্তি।

অট্রালিকা, রঙ্গিন শাড়ী,

দালানকোঠা বাড়ী,

এসব সিল্পে কারুকাজে যাঁদের অবধান

আমরা কি আর দিচ্ছি তাদের ন্যায্য মূল্য আজ!

সৃষ্টির সেরা হয়ে মোরা হারিয়েছি সকল বুদ্ধি

সমাজ-সভ্যতার সকল বিনির্মাণ হয়েছে যাদের ত্যাগে,

হাদিস বলে শোধাও ঋণ তার ঘাম শুকানোর আগে।

বিষয়: বিবিধ

১১৫৬ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

367692
০১ মে ২০১৬ রাত ০৮:২১
আবু জান্নাত লিখেছেন : আপনার কবিগুরু থেকে আমিও কবিতা শিখতে আগ্রহী। কিভাবে সহায়তা পেতে পারি জানাবেন। ধন্যবাদ
367698
০১ মে ২০১৬ রাত ০৯:১১
শেখের পোলা লিখেছেন : "হাদিস বলে শোধাও ঋণ তার ঘাম শুকানোর আগে।"
আমার দেশ শুধু নয় সৌদী আরবও এ হাদীশ ভুলে গেছে।
০৩ মে ২০১৬ দুপুর ১২:৩৯
305229
আবু তাহের মিয়াজী লিখেছেন : আসসালামু আলাইকুম শ্রদ্ধেয় ভাইজান ।
ভাইজান চার নাম্বার মন্তব্য একটু নজর দেয়ার অনুরোধ করছি। মন্তব্যটি আমাকে আহত করেছে। মন্তব্যটির জবাব একটু কষ্ট করে দেয়ার জন্য আপনাকে সবিনয়পূর্বক আবারো অনুরোধ করছি।
367724
০২ মে ২০১৬ রাত ০২:২১
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আজ মুসলিমেরা তাদের আদর্শ থেকে বিচ্যুত হয়ে গেছে, তারাও এখন শ্রমিকের হক মেরে খায়
367781
০২ মে ২০১৬ বিকাল ০৪:০২
গাজী সালাউদ্দিন লিখেছেন : তোর! কি মন্তব্য করব কিছুই ভেবে পাচ্ছিনা!
০৪ মে ২০১৬ রাত ০১:২২
305299
শেখের পোলা লিখেছেন : গাজী ভাই, আমার কাছে নালিশ এসেছে, আপনার এমন কড়া মন্তব্যের কারণ বলে পরিষ্কার করুন প্লীজ।
০৪ মে ২০১৬ সকাল ১০:১৬
305313
গাজী সালাউদ্দিন লিখেছেন : হায় হায় হায়, এটা তোর নয়, হবে তুর!!!!!
০৪ মে ২০১৬ সকাল ১০:২২
305318
গাজী সালাউদ্দিন লিখেছেন : হায় হায় হায়, এটা তোর নয়, হবে তুর!!!!!
এটা তুই সম্বোধন নয়! নিজেকে ধিক্কার জানানোর ক্ষেত্রে এই 'তুর' ব্যবহার করে থাকি।
০৪ মে ২০১৬ সকাল ১১:৫৬
305325
আবু তাহের মিয়াজী লিখেছেন : আমিতো ভাবলাম এমন কি অপরাধ করলাম গাজী ভাইয়ের সাথে। হঠাৎকরে এই মন্তব্যসূত্র। যা হোক। আমরা ভাইভাই। তবে কোণ বিষয় পরামর্শ থাকলে বলবেন। জাজাকাল্লাহ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File