তবুও চাওয়া থাকবে
লিখেছেন লিখেছেন আলমগীর ইমন ০১ মে, ২০১৬, ০৭:১৭:০০ সন্ধ্যা
কেমন আছিস তুই?
নিশ্চয় ভালো! -এ আমার বিশ্বাস।
এক ফালি কালো মেঘও যেন
তোরা আকাশে বিচরণ করতে না পারে
বিধাতা পানে আমি তাই প্রার্থনা করি।
আমায় স্বপ্ন দেখিয়ে নিরবে সরে গেলি
স্বপ্নেরা বেদিশা হয়ে গুমরে কাঁদছে
তাদের দীর্ঘশাস এতই প্রখর যে
আমার পদ্মা মেঘনার জল সেই হাওয়াতে
পাড় ড়িঙ্গিয়ে করছে বিস্তৃতঞ্চল প্লাবিত।
ঘুম যে কবেই অভিমানে বিদায় নিলো
তার হিসাব নাই দিলাম।
দিয়েও কি লাভ হবে?
মরুভুমিতে জলের আশা কি দুঃস্বপ্ন নয়?
তবুও একটা চাওয়া থাকবে- ভাল থাকিস।
আর একটু প্রাণ খুলে হাসিস,
হাসিতে তোকে অনেক বেশি সুন্দর দেখায়।
স্বপ্নের দীর্ঘশ্বাস যদিও তুই পর্যন্ত পৌঁছায়
ভেবে নিস দখিনা হাওয়া বহুদিন পরে।
বিষয়: সাহিত্য
৮০৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন