টুডে ভুবন

লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ২০ এপ্রিল, ২০১৬, ০১:২৭:১৭ রাত

থাকবো না আর দূরে দূরে

টুডে ভুবন ছেড়ে

গাজী ভাইয়ে ডাক দিয়েছে

আসুন সবাই তেড়ে।



হতাশ হবার কিছু ই নেই

আসবে খানাদানা

কি কি লাগবে বলেন শুধু

আসছে নিয়ে আফরানা।



স্নেহ-প্রীতি ভালোবাসায়

মায়ার বাঁধনে

ক্লান্তি শ্রান্তি দুর হয়ে যাক

এই শুভদিনে।

বিষয়: বিবিধ

১০০৬ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

366381
২০ এপ্রিল ২০১৬ রাত ০১:৩৭
আফরা লিখেছেন : নেন সবাই মিলে ভাগাভাগি করে খান ।



অনেক ধন্যবাদ ভাইয়া ।
২০ এপ্রিল ২০১৬ রাত ০২:০৭
303913
আবু তাহের মিয়াজী লিখেছেন : ছড়ার খাতিরে নাম ধরে ডেকেছি বলে দুঃখিত।

আর
খানাদানা দিয়ে করেছেন ধন্য
ব্লগ পাড়ায় আপনি হলে অনন্য।
২০ এপ্রিল ২০১৬ রাত ০২:৩৫
303915
আফরা লিখেছেন : হায় আল্লাহ ! বলেন কি ভাইয়া !! ছোট বোনের নাম ধরে ডাকবেন না তো কি !! ভাইয়া আপনার কথায় এবার আমি দুঃখ পেলাম ।
366411
২০ এপ্রিল ২০১৬ দুপুর ১২:২৪
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমি যদি কবি হতে পারতাম, তাহলে আমিও এমন করে হুটহাট লিখে ফেলতে পারতাম।
২১ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:৪১
304151
আবু তাহের মিয়াজী লিখেছেন : আমি যদি সাহিত্যিক হতাম।
অশেষ ধন্যবাদ ভাইজান।
366451
২০ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:০৯
আবু জান্নাত লিখেছেন : যে দু'জনের নাম কবিতায় এসেছে, তারাই আগে হাজির, যোগাযোগ করে পোষ্ট করেন নাই তো!

যেমনিতে খাবার কথা বললেন, আফরা তেমনিই খাবার নিয়ে হাজির। ইস আমি যদি কবি হইতামরে.....
২১ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:৪৫
304153
আবু তাহের মিয়াজী লিখেছেন : উনারা হাজির হয়েছেন আগেই। আর আমিও যদি কবি হতে পারতাম .।
আর আমাদের খাবার নি সবসময় রেডি থাকেন আফরা আফু।
জান্নাতের বাবা ভাই, অসংখ্য ধন্যবাদ জানবেন
366529
২০ এপ্রিল ২০১৬ রাত ১১:০৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : রাত্রে আসবেন না কিন্তু শুধু টু ডে!!
২১ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:৪৭
304154
আবু তাহের মিয়াজী লিখেছেন : কেমন আছেন ভাইজান।
366620
২১ এপ্রিল ২০১৬ সকাল ১১:৪৮
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : সুন্দর লিখেছেন।ধন্যবাদ।
২১ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:৪৭
304155
আবু তাহের মিয়াজী লিখেছেন : প্রিয় কবিভাই, আপনাকে ও অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File