আর নয় মরীচিকার পিছে
লিখেছেন লিখেছেন ঘৃণিত পুরুষ ২০ এপ্রিল, ২০১৬, ০১:২১:১০ রাত
কি লিখব আর কাপুরুষের মত বদ্ধ ঘরে বসে রবো আর কতই বা কাল ? নীরবে কাঁদি দু'চোখে এক ফোটাও নেই তো জল ! এক পাহাড় চাপা কষ্টে বুকেতে করিয়া বহন , ঘৃণিত পুরুষ আমি নির্জনে কাঁদি যে সারাক্ষণ ! ভেবেছিলাম কোনো এক মানবীকে পাবো করিয়া আপন , যাকেই চেয়েছি সেই কামনা করেছে যে মরণ ! তাই তো আমি ঘৃণিত পুরুষ এই না ডিজিটাল মানবীদের সমাজে , অনেক ঘুরেছি মরীচিকার পিছে আর নয় এবার শপথ নিয়েছি মন বসাবো উন্নয়নের কাজে ।
বিষয়: সাহিত্য
৮৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন