অভিশপ্ত পহেলা বৈশাখ
লিখেছেন লিখেছেন ঘৃণিত পুরুষ ২০ এপ্রিল, ২০১৬, ১১:৪১:৫৬ রাত
বনির সাথে পরিচয় মাত্র কয়েক দিনের ।ওদের গ্রামের বাড়ী ঢাকার বাইরে ।গ্রামের বাড়ীর ব্যাপারে বিস্তারিত জানার আগ্রহ হয়নি কখনো ।বেশী আগ্রহ ছিলো ওর কাজল কালো মায়াবী চোখ দু'টো ।পাশাপাশি ভাড়া বাসায় থাকতাম ।বনির বাবা নাম করা এক কোম্পানিতে চাকুরী করতেন ।আমি বাবা মায়ের ছোট ছেলে হওয়াতে একটু বেশীই আদর পেতাম ।বনির প্রেমে পড়ে গিয়েছিলাম মাত্র কয়েক দিনের পরিচয়েই ।এই প্রেম গাঢ় এবং স্থায়ী করতে ওকে নিয়মিত পড়াতে শুরু করলাম ওর মায়ের বিশেষ অনুরোধে ।বনিকে প্রেম নিবেদন করব ভাবলাম পহেলা বৈশাখে ।কারণ দিনটি স্মরণীয় করে রাখব ।পড়ন্ত বিকেল ।হাতে এক গুচ্ছ লাল গোলাপ ।বনিদের বাসায় গেলাম ।বনি ওর বান্ধবীদের সাথে বর্ষবরণ উৎসবে যেতে প্রস্তুতি নিচ্ছে ।বনি ! বনি ! বনি ! বনি এলো গম্ভীর মুখে ।রুক্ষ স্বরে জানতে চায়লো ডাকার কারণ কি ! বনির চাঁদ মুখে মেঘের ঘোনাঘটা দেখে প্রেম উবে গেলো ।কম্পিত হাতে গোলাপ গুচ্ছ ওর সম্মুখে তুলে ধরলাম ।গোলাপ গুচ্ছ ছুঁড়ে ফেলে দিলো ।এক প্রকার চিৎকার করেই বলল বেরিয়ে যান ! যে পহেলা বৈশাখ উদযাপন পছন্দ করে না তার সাথে আমার কোনো সম্পর্ক নেই ।দীর্ঘ দিন হয়ে গেছে বনির সাথে যোগাযোগ নেই ।এক বন্ধুর কাছে শুনেছিলাম ও নাকি ঢাকাতেই থাকে এবং নাম করা কোনো এক কোম্পানিতে চাকুরী করে ।আজ পহেলা বৈশাখ স্মৃতিতে ভেসে ওঠে বনির চাঁদ মুখখানি ।পারি না ওকে ভুলতে ।মন ঠুঁকরে কেঁদে ওঠে ।এক পাহাড় চাপা কষ্ট নিয়ে বসে থাকি আজ ও বনির অপেক্ষায় ।
বিষয়: সাহিত্য
৯৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন