~~~~থাকলে প্রভু রাজি~~~
লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ২৯ মার্চ, ২০১৬, ০২:২৭:০০ দুপুর
হঠাৎ করে মনের মাঝে প্রশ্ন হাজার আসে
জীবন নামের ফুলের পাপড়ি পড়ছে খসে খসে।
কোথায় ছিলাম কোথায় এলাম কোথায় যেতে হবে?
এই দুনিয়া ছাড়তে হবে ডাক আসিবে যবে।
।
সাঈ হবে ভবের জীবন বন্ধ হবে খেলা
স্রোতের দ্বারায় বয়ে যাচ্ছে জীবন নামের ভেলা।
কত সাধের আপন স্বজন কত সাধের জুটি
সব ছাড়িয়া যেতে হবে আসবে যখন চিঠি।।
।
আজকে যারা আপন স্বজন তারা হবে পর
একে একে সবাই যাবে ঠিকানা মাটির ঘর।
কি বা ছিল কাজ আমার কি করেছি তবে
ভালো মন্দের সব কিছুরই হিসাব দিতে হবে।।
।
এই হৃদয়ের আকুলতা খোদা তুমি শোণ
সত্য পথের জিন্দেগী দাও সফলতা বোন।
আয়ু থাকতে গ্লানি দিও সময় থাকতে পুঁজি
আলোর পথে চলতে পারব থাকলে প্রভু রাজি।।
বিষয়: বিবিধ
১০০১ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকে ও অনেক ধন্যবাদ
এই দুনিয়া ছাড়তে হবে ডাক আসিবে যবে।
ভালো লাগলো ধন্যবাদ আপনাকে
তবে আপনার ভালো লাগায় জাযাকাল্লাহ
আমারো ভালো লাগলো
জাযাকাল্লাহ
যথার্থই বলছেন, যাদের নিয়ে এতো মায়া মোহে মত্ত হয়ে আছি, যাবার ডাক আসলে তারা কেউ সঙ্গে যাবেনা, একাই যেতে হবে। তাই তাদের সঙ্গ ছাড়াও খোদার সঙ্গটা সবসময়ই আমাকে দিতে হবে।
মন্তব্য করতে লগইন করুন