খোকার স্বপ্ন

লিখেছেন লিখেছেন তরবারী ২৯ মার্চ, ২০১৬, ০৩:৩২:৩৮ দুপুর

এক মুঠো ভাত দে না মাগো

ভীষণ ক্ষুধা পেটে,

ক'দিন হল খাবার যে কি

কপালে না জুটে।

বিন এর মাথায় দলা দেখে

ভেবেছিলাম ভাত ,

বমি করে কে রেখে গেছে

ছুঁয়ে দেখলাম হাত।

দুধের স্বাদ তো ভুলেই গেছি

ভাতও জুটে না,

এমন করে ক্ষুধা নিয়ে

বাঁচে কয় জনা!

সাব এর ছেলে কত খাবার

নষ্ট করে দিনে,

খোদা মোদের শূন্য করে

সৃজিল বল কেনে?

যেদিন আমি হব বড়

দেখে নিস মা তুই

ভাতের জন্য এই দুনিয়ায়

কাঁদবে না তো কেউই।

বিন এর উপর হোটেল হবে

ক্ষুধার বড় জ্বালা !

বড় হয়ে ঘুচাব দেখিস

সকল দুখের পালা।

বিষয়: সাহিত্য

৯৮২ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

364024
২৯ মার্চ ২০১৬ বিকাল ০৪:৩৮
গাজী সালাউদ্দিন লিখেছেন : বিন এর মাথায় দলা দেখে

ভেবেছিলাম ভাত ,

বমি করে কে রেখে গেছে

ছুঁয়ে দেখলাম হাত।


মনে বড় ব্যথা পেলাম ভাই। আসলে তাই, কত খাবার আমরা নষ্ট করি, সেই খাবারগুলো নষ্ট না করে তাদের দিলেতো বমি করে ভাত মনে করবেনা।

২৯ মার্চ ২০১৬ রাত ১১:৩১
301969
তরবারী লিখেছেন : জী ভাই ---
364027
২৯ মার্চ ২০১৬ বিকাল ০৫:১৫
চেতনাবিলাস লিখেছেন : বাহ তো!!! তবে বমির কথা শুনে আমার কেমন বমি আসতে শুরু করল।
২৯ মার্চ ২০১৬ রাত ১১:৩১
301970
তরবারী লিখেছেন : ভাই এটাই বাস্তবতা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File