==কুরবানি গরিবের হক ভোগে নয়==
লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ১২ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:৩৮:৫৫ বিকাল
আসিতেছে কুরবানি কিনিবে সে গরু
রাস্তাঘাটে ঘুরাবে খ্যাতিলাভ গুরু
লাখোলাখো টাকা দাম শুনিবে সকলে
ফুর্তিতে নাচিবে খুশিখুশি মিরু।।
-
প্লেট ভরে খাবে সে রাখিবে ফ্রিজে
গরিবের হক আছে যাবে সে ভূলে
গোশ খেয়ে চিৎ হয়ে দিবে সে ঘুম
নাকডাকা শব্দ শুনে পড়িবে ধুম।।
-
ওরে মিরু, একেই বুঝি কুরবানি কয়?
কুরবানি ভোগে নয়, ত্যাগে খাঁটি হয়
ভালো করে শুনে রাখ ওরে মিরু
কুরবানি গরিবের হক !ভোগে নয়।।
বিষয়: বিবিধ
১০৪২ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমার শ্রদ্ধেয় ভাই বড়ভাই সুন্দর জবাব দিয়েছেন। ধন্যবাদনিন
জাযাকাল্লাহু খাইরান।
মন্তব্য করতে লগইন করুন