==কুরবানি গরিবের হক ভোগে নয়==

লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ১২ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:৩৮:৫৫ বিকাল



আসিতেছে কুরবানি কিনিবে সে গরু

রাস্তাঘাটে ঘুরাবে খ্যাতিলাভ গুরু

লাখোলাখো টাকা দাম শুনিবে সকলে

ফুর্তিতে নাচিবে খুশিখুশি মিরু।।

-

প্লেট ভরে খাবে সে রাখিবে ফ্রিজে

গরিবের হক আছে যাবে সে ভূলে

গোশ খেয়ে চিৎ হয়ে দিবে সে ঘুম

নাকডাকা শব্দ শুনে পড়িবে ধুম।।

-

ওরে মিরু, একেই বুঝি কুরবানি কয়?

কুরবানি ভোগে নয়, ত্যাগে খাঁটি হয়

ভালো করে শুনে রাখ ওরে মিরু

কুরবানি গরিবের হক !ভোগে নয়।।

বিষয়: বিবিধ

১০৪২ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

341265
১২ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:৪৫
অনেক পথ বাকি লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৩ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:৫২
282799
আবু তাহের মিয়াজী লিখেছেন : ভালো লাগায় , শুকরিয়া জানবেন।
341267
১২ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:০০
হতভাগা লিখেছেন : ৩ ভাগে যে ১ ভাগ গরীবদের দেওয়া হয় তা তারা বিক্রি করে দেয়
১২ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৪৩
282708
শেখের পোলা লিখেছেন : কারণ তার চালের প্রয়োজন আগে৷ যদি সাথে জাকাতের টাকাটা পেত তবে চাল তেল মশলা কিনে গোশ্তটুকু খেতে পারত৷ধন্যবাদ৷
১৩ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:৫৫
282800
আবু তাহের মিয়াজী লিখেছেন : আমি আর কি জবাব দিব।
আমার শ্রদ্ধেয় ভাই বড়ভাই সুন্দর জবাব দিয়েছেন। ধন্যবাদনিন
341289
১২ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৪০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ওরে হত্যা নয় আজ সত্যগ্রহ শক্তির উদ্বোধন.....
১৩ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:৫৫
282801
আবু তাহের মিয়াজী লিখেছেন : ধন্যবাদ আপনাকে।
341290
১২ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৪১
শেখের পোলা লিখেছেন : গরীবের হক তিন ভাগের এক ভাগ৷তা পেলেই আমরা খুশী৷ আর কেয়ামতে পুরা তিন ভাগই মীরুর মুখে ছুঁড়ে মারা হবে প্রদর্শনীর জন্য৷ ধন্যবাদ৷
১৩ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:৫৬
282802
আবু তাহের মিয়াজী লিখেছেন : ঠিক বলেছেন শ্রদ্ধেয় ভাই।
জাযাকাল্লাহু খাইরান।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File