!!!!!!!!!!!! অতীতের ফেলে আসা স্মৃতিগুলি !!!!!! ( পর্ব-২৪) ======================================

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১২ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:১১:৩৫ সন্ধ্যা



খালেদা জিয়ার সরকারের দুই বছরও গত হয়নি। তখনকার বিরোধী দল আওয়ামিলীগ বিরোধীতার জন্য হরতাল ডেকেছিল ১৯৯২ সালের জুন মাসে।

কাতারের ভিষা এসেছে আল-হাবিব ট্রাভলস এন্ড টুরিজম মতিঝিল শাখায়।

৮৮৫০০ টাকা সংগ্রহ করতে হবে তাই দেশে ১৫ শতক জমি বিক্রিতে পেলাম মাত্র ৪২০০০ টাকা তাই বাকি টাকা সংগ্রহের জন্য আত্মিয়স্বজনের দারে যাওয়া লাগলো।

সর্বশেষ টাকা সংগ্রহ করে আমার শ্বাশুড়ী সহ ঢাকা থেকে শ্বশুড় বাড়ী যাচ্ছি মানে শ্বশুড় বাড়ী যাচ্ছি।



পুর্বের পর্বে বলেছিলাম শ্বশুড় বাড়ী হলো রামগন্জ তাই সেখানে বাড়ী আলীর কাছেই যাচ্ছি।

আমরা যখন সায়েদাবাদ থেকে বাসে উঠছিলাম ড্রাইভার এবং কন্টেকটার বলেছিলেন আজকে হরতালের রাত , দিনের বেলায় বাস চালানো যতটুক নিরাপদ রাত্রে কিন্তু ততটুক না।

বিরোধী দলের হরতাল যেই কোন মুহুর্তে কোন না কোন দুর্ঘটনা হতে পারে তাই আপনারা বড় দিল আলা না হলে এই রাত্রে বেলায় ভ্রমন করার দরকার নাই।

আমাদের মালিক বলেছে বাস রামগন্জ নিতে তাই আমরা নিচ্ছি।

সর্বসাকুল্যে ২০ বা ২৫ জন যাত্রি নিয়ে বাস যখন কুমিল্লার চান্দিনা পৌছল তখন হটাত করে গাড়িতে আক্রমন করে বসল পিকেটাররা।

সরাসরি ড্রাইভারের সামনে গ্লাসে আঘাতের সাথে সাথে চারিদিক থেকে ইটপাটকেল মারা শুরু করেছে। তখন মুশলধারে বৃষ্টি হচ্ছিল বাইরে।

ড্রাইভারের গ্লাসে আঘাত করার পরে সম্ভবত ড্রাইভার ভেবেছিল এক্সিডেন্ট হচ্ছে তার গাড়ী তাই একটু স্লো করেছিল বাইরে থেকে পিকেটাররা চিতকার দিতেই ড্রাইভার জোরে গাড়ি টান দিল।



সেই দিন দেখলাম ড্রাইভার হতে হলে কতো সাহসি হতে হয়।

গাড়ীর লাইট বন্ধ করে জোরে দিল টান , বাসাসের গতিও বেড়ে গেছে বলে মনে হলো বৃষ্টির পানি আর বাতাস যেন আমাদেরকে গ্রাস করছে এমন হচ্ছিল ।

অনেক দুর গিয়ে ড্রাইভার সামনের লাবট দিয়ে কন্টেকটারকে বলল ছাতা ধরো সামনে নইলে বৃষ্টির তোড়ে গাড়ি চালানো কঠিন হচ্ছে।

পিকেটারদের ইটের আঘাতে আমার সাইটের জানালা ভেঙ্গে একটা কাচের টুকড়া আমার বাহুতে ঢুকে গিছিল তবে এত বড় দুর্ঘটনাতেও কিন্তু লোকজনের কারোর তেমন কোন ক্ষতি হয়নি আল্লাহ সবাইকে হেফাযত করেছিলো।

সারাদেশে হরতাল হয়েছে অবরোধ হয়েছে মিছিল হয়েছে কিন্তু এরশাদের সময় ছাড়া আর এই হাসুর সময় ছাড়া কখনো গুলি চালানো হয়নি বা জাতীয় কোন নেতাকে গ্রেফতার করে রিমান্ডের নামে পঙ্গুত্ব করা হয়নি যাহা বর্তমানে শুরু হয়েছে।

তাইতো বলতে হচ্ছে ঢিলটি ছুড়লে পাটকেলটি খেতে হয় জানা থাকা ভাল নইলে পরে আবার সৈহ্য হতে হবে

পরের পরের্ব আসব দেখা হবে

বিষয়: বিবিধ

১০১৫ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

341288
১২ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৩৭
শেখের পোলা লিখেছেন : ওরা অতীত ভুলে গেছে৷ হাতে ক্ষমতা আছে যা খুশী তাই করে চলেছে৷ সামনে অবশ্যই এর সুফল তারা পাবে৷ পরে আবার আসব৷ধন্যবাদ৷
১২ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৪১
282706
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনার সাথে ১০০ ভাগ একমত
আপনাকে অনেক ধন্যবাদ
আমরা সবাই সেই সময়ের অপেক্ষায় থাকলাম
341292
১২ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৪৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ক্ষমতায় থাকলে নাজায়েজ আর ক্ষমতায় আসার জন্য বাস পুড়িয়ে দেওয়া ও সঠিক!
১২ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৫৫
282711
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : যেটা নিজের জন্য যায়েজ সেটা অপরের জন্যও তবে নতুন ইতিহাস তৈরী করেছেন সরকার যেটা বিরোধী জোটের সিনিয়র নেতাদেরকে রিমান্ড দিয়েছে
341315
১২ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:৪২
দ্য স্লেভ লিখেছেন : লেখা পড়ে দারুন লাগল। আপনার লেখার হাত দারুন
১২ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:৪৯
282740
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ
জাযাকাল্লাহ ......

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File