নিকেশ জান্নাত চাই

লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ০৯ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:২৯:৩৬ রাত

পাহাড় সম গুনাহ নিয়ে

লজ্জা হচ্ছে আমার

আল্লাহ্‌ আমায় ক্ষমা করো

দয়া চাই তোমার।।

_

গুনার বোঝা বইতে তুমি

পাঠাওনি দুনিয়াতে

এই দুনিয়ায় পাঠিয়েছ

তোমার ঈবাদত করতে।।

_

দুনিয়ার মোহে পড়ে প্রভু

ভূলে যাই তোমায়

একটু দয়ার টুকরো হলে

নাজাত পাবে এ বান্দায়।।

-

তুমি রহম নাকরিলে

বাঁচার নেইতো উপায়

বিচারদিনে লিখে দিও

নিকেশ জান্নাত রায়।।

==================

বিষয়: বিবিধ

১০৪৪ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

340707
০৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:১৭
মুক্ত কন্ঠ লিখেছেন : ভালো লাগল। অনেক ধন্যবাদ।
০৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:১৭
282132
আবু তাহের মিয়াজী লিখেছেন : দুআ করি
আল্লাহ্‌ যেন আমাদের সবাইকে জান্নাত দানকরেন।
আপনাকেও অনেক ধন্যবাদ।
340712
০৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:২৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : Rose @};
কিন্তু নামটা কেমন যেন!
০৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:১৮
282133
আবু তাহের মিয়াজী লিখেছেন : এখন ঠিক আছে কি
ভাইজান
340727
০৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:২০
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
340734
০৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৩০
মাজহারুল ইসলাম লিখেছেন : হে আল্লাহ মরনের পরে আমাদের সবাইকে জান্নাতের মেহন করে নিও।
340777
১০ সেপ্টেম্বর ২০১৫ রাত ০১:৩১
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : তুমি রহিম রহমান আমি অসহায়....

আল্লাহ আমার জানা অজানা
ভুলত্রুটি করে দিও ক্ষমা,
ভুলে ভুলে জীবন জুড়ে
গুনার পাহাড় জমা!

তুমি রহিম রহমান
আমি অধম অসহায়,
তোমার কাছে হাত পেতেছি
ফিরিয়ে দিওয়ানা আমায়।

আমার চাওয়ার ঠিকানা তুমি
তুমি দিতে পার মান সম্মান,
আমায় পরিচালিত করো সঠিক পথে
যেন নির্নয় করতে পারি ন্যায় অন্যায়।

ন্যায়ের পথে চলার জন্য
জ্ঞান প্রসারিত কর এই বক্ষে,
সত্যের জন্য কলম হোক
সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে।


340778
১০ সেপ্টেম্বর ২০১৫ রাত ০১:৩২
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। সুন্দর লেখাটির জন্য ধন্যবাদ।
340785
১০ সেপ্টেম্বর ২০১৫ রাত ০২:২২
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম ।

চমৎকার কবিতার জন্য শুকরিয়া! আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে প্রবেশের আমল করার তৌফিক দান করুন! আমিন Good Luck
340794
১০ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৪:০৯
প্যারিস থেকে আমি লিখেছেন : আল্লাহ কবুল করুন।
340803
১০ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৫:৪৫
কাহাফ লিখেছেন :
"তুমি মাফ করে দাও প্রভু..
আমার এ হৃদয় পাপে-তাপে ভরা,
ক্ষমা তুমি কর প্রভূ...."

লিটন হাফিজের গাওয়া অনবদ্য কথামালাই মনে পড়ে গেল!
১০
340930
১০ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:৪৪
আফরা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইয়া ।

হে আল্লাহ আমাদের সবার গুনাহ মাফ করে আমাদের সবাইকে জান্নাত দান করিয়েন !আমীন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File