নিকেশ জান্নাত চাই
লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ০৯ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:২৯:৩৬ রাত
পাহাড় সম গুনাহ নিয়ে
লজ্জা হচ্ছে আমার
আল্লাহ্ আমায় ক্ষমা করো
দয়া চাই তোমার।।
_
গুনার বোঝা বইতে তুমি
পাঠাওনি দুনিয়াতে
এই দুনিয়ায় পাঠিয়েছ
তোমার ঈবাদত করতে।।
_
দুনিয়ার মোহে পড়ে প্রভু
ভূলে যাই তোমায়
একটু দয়ার টুকরো হলে
নাজাত পাবে এ বান্দায়।।
-
তুমি রহম নাকরিলে
বাঁচার নেইতো উপায়
বিচারদিনে লিখে দিও
নিকেশ জান্নাত রায়।।
==================
বিষয়: বিবিধ
১০৪৪ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ্ যেন আমাদের সবাইকে জান্নাত দানকরেন।
আপনাকেও অনেক ধন্যবাদ।
কিন্তু নামটা কেমন যেন!
ভাইজান
আল্লাহ আমার জানা অজানা
ভুলত্রুটি করে দিও ক্ষমা,
ভুলে ভুলে জীবন জুড়ে
গুনার পাহাড় জমা!
তুমি রহিম রহমান
আমি অধম অসহায়,
তোমার কাছে হাত পেতেছি
ফিরিয়ে দিওয়ানা আমায়।
আমার চাওয়ার ঠিকানা তুমি
তুমি দিতে পার মান সম্মান,
আমায় পরিচালিত করো সঠিক পথে
যেন নির্নয় করতে পারি ন্যায় অন্যায়।
ন্যায়ের পথে চলার জন্য
জ্ঞান প্রসারিত কর এই বক্ষে,
সত্যের জন্য কলম হোক
সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে।
চমৎকার কবিতার জন্য শুকরিয়া! আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে প্রবেশের আমল করার তৌফিক দান করুন! আমিন
"তুমি মাফ করে দাও প্রভু..
আমার এ হৃদয় পাপে-তাপে ভরা,
ক্ষমা তুমি কর প্রভূ...."
লিটন হাফিজের গাওয়া অনবদ্য কথামালাই মনে পড়ে গেল!
হে আল্লাহ আমাদের সবার গুনাহ মাফ করে আমাদের সবাইকে জান্নাত দান করিয়েন !আমীন
মন্তব্য করতে লগইন করুন