মহাকাশে ট্রাফিক পুলিশ নিয়োগ দেয়া হচ্ছে :

লিখেছেন লিখেছেন সামছুল ০৯ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:১৪:২৬ রাত

হায়রে বিজ্ঞানের যুগ!! নাকি সভ্যতার আরেক মহাসংকট! মহাকাশের কক্ষপথে নাকি ঢাকার ঐতিহ্যবাহী যানজট রপ্তানি হচ্ছে! আমেরিকান গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, সম্প্রতি বিভিন্ন দেশ মহাকাশে এত বেশি অনুসন্ধানী স্যাটেলাইট বা ক্ষেপনাস্ত্র পাঠিয়েছে, যার কারণে নাকি মহাকাশ নিয়ন্ত্রনহীন হয়ে পড়েছে! বড্ড হিমশিম খেতে হচ্ছে! অচিরেই নাকি মহাকাশে অনুসন্ধানগামী সকল যান অকেজো হয়ে পড়বে!! তাই নাসা কৃর্তপক্ষ মহাকাশে যানজট নিরসনে ট্রাফিক চৌকিদার নিয়োগ দিচ্ছে!! দীর্ঘদিনের সফল(!!)অভিজ্ঞতা আর মাঠ পর্যায়ের তীক্ত ব্যর্থতার জন্য নাকি নিয়োগে ঢাকার ট্রাফিক পুলিশরা বেশি অগ্রাধিকার পাবে!!

এদিকে খুশিতে বগল বাজাচ্ছে ঢাকার দুই সুপার হিরো মেয়র মহোদয়!! জনদরদিরা এমনিতেই রাজধানীকে ডুবিয়ে ঢাকাবাসীদের জন্য নতুন করে সাঁতার শিখার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন!!! শুধু তাই নয়, ঢাকার ট্রাফিক পুলিশদেরকে মহাকাশে নিয়োগ দিয়ে দেশ ও জাতির জন্য কিছু বাড়তি টাকা ইনকাম করারও চিন্তাভাবনা করছে!!!!!

এই না হলে জনতার পাগলা মেয়র……!!!

বিষয়: বিবিধ

১১০৪ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

340711
০৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:২৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বাংলাদেশের পুলিশ একবার চান্স পাইলে মহাকাশকেও গুলিস্তান বানাই দিবে!!!
১০ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:১১
282315
সামছুল লিখেছেন : সহম
340735
০৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৩৪
মাজহারুল ইসলাম লিখেছেন : এইটা জাতির পিতার ১৯৭৫ নাম্বার স্বপ্ন ছিল।
১০ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:১০
282314
সামছুল লিখেছেন : তাইতো মনে হয়৷
340776
১০ সেপ্টেম্বর ২০১৫ রাত ০১:১৭
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। বিনোদিত হলাম। ধন্যবাদ।
১০ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:০৯
282313
সামছুল লিখেছেন : ওয়ালাইকুম আসছালাম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। আপনাকে ও ধন্যবাদ।
340804
১০ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৫:৪৬
কাহাফ লিখেছেন :
বিনোদনের ব্যাপক আয়োজন...........!!!
১০ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:১২
282316
সামছুল লিখেছেন : একটু চেষ্টা করলাম৷
341037
১১ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০:১৫
হতভাগা লিখেছেন : মহাকাশে ভিআইপি মুভমেন্ট হলে কি সবগুলো যানকে আটকে রেখে ভিআইপি মুভ করানো হবে ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File