স্মৃতিরা দেয় উকি।
লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ০৫ আগস্ট, ২০১৫, ১০:০৭:২০ রাত
স্মৃতিরা উকি দেয়
মনের দুয়ার খুলে
আমি ঘুমুতে পারি না
শ্রান্ত অাঁখি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে।
,
জীবন বাস্তবতায়
আনন্দ,বেদনা,অপ্রাপ্ত ময়
জেগে জেগে কত স্বপ্ন দেখি
স্মৃতিরা দেয় উকি।
,
অবুঝ শিশুরা মনমঞ্চে গেঁথে দিল
সেই মুহূর্তের শ্রেস্ট অভিনয়ে
আমি বারবার হারিয়ে যাই
ক্ষুদ্র ক্ষুদ্র কাব্যময়ে।
বিষয়: বিবিধ
১০৮৮ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খুব সুন্দর হয়েছে।
মন্তব্য করতে লগইন করুন