**খোদাদ্রোহীদের এ অভয়ারন্য আমাদের নিজ হাতে তৈরী !**

লিখেছেন লিখেছেন প্রক্সিমা ০৫ আগস্ট, ২০১৫, ০৯:২২:২৪ রাত

৯৬' এর পর বিটিভির দ্বারা প্রভাবিত হয়ে এক বিশেষ চেতনা ব্যাবসায়ীদের রাজনীতির ভক্ত হয়ে গেলাম ।

চেতনা ব্যাবসায়ীদের বিরুদ্ধে কেউ কিছু বললেই মাথায় আগুন ধরে যেত ।

যাহোক এক বড় ভাইয়ের দাওয়াতে ইসলামী রাজনীতির গুরত্ব বুঝতে শুরু করলাম ।

তারপর যাচাই করার পালা ।ইসলামী দলগুলোর ব্যাপারে মনের মধ্যে ছিলো অগনীত প্রশ্ন ।উত্তর খুজতে খুজতে একটি দলকে ভালো লাগতে শুরু করে ।

তাদের বিরুদ্ধে অভিযোগ গুলো কেমন যেন অযৌক্তিক ও মিথ্যা প্রমান হতে লাগলো ।

ইতিমধ্যে তারা সরকার গঠনে অংশগ্রহন করলো ।

সর্বোচ্চ সততার সাথে তারা গুরুত্বপূর্ন দুটি মন্ত্রানালয় পরিচালনা করছিলো ।

ব্যাপারটা অনেক ভালো লাগলেও একটি ইসলামী দলের কাছ থেকে সবার আগে যেটা পাওয়ার কথা ছিলো সেটা না পেয়ে হতাশ হলাম ।

সেটা হলো নামাজের বিল সংসদে পাশ করানো ।

এরপর তাদের রাজনৈতিক বিভিন্ন প্রোরাগ্রামে উপস্থিত হওয়া ।

কয়েকজন কেন্দ্রেয়ী নেতার জনসভায় উপস্থিত হওয়ার সুযোগ হয়েছিলো ।

এরপর নতুন নির্বাচনের প্রস্তুতী ,চলছে নির্বাচনী জনসভা ।

এরমধ্যে আমাদের স্থানীয় এক মাদ্রাসা প্রাংগনে অনুষ্টিত হয়েছিলো তাদের একটি জনসভা ।

সেখানে দলীয় প্রধান ও ছিলেন ।

দলপ্রধানের বক্তব্যে কেমন যেন একটা নতুনত্ব পেলাম ।

বিরোধীদের প্রতি নেই কোন আক্রমনাত্বক কথা যা অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যের প্রধান এবং একমাত্র অবলম্বন।

সম্পূর্ন ঠান্ডা মাথার বক্তব্য ।

বক্তব্যের পুরোটাই ছিলো শিক্ষনীয় বিষয়ে ভরপুর ।

হঠাত একটি নতুন শব্দের সাথে তিনি আমাকে পরিচয় করিয়ে দিলেন ইতিপূর্বে যা কখোনো শুনিনি ।

শব্দটি হলো Blasphemy আইন ।

তিনি বললেন এবার যদি আমরা সরকার গঠন করতে পারি তবে Blasphemy আইন পাশ করবো ,ইনশা আল্লাহ।

ব্যাপারটা উনা যখন পরিস্কার করে দিলেন ।

তখন বুঝলাম ।

তবে আমার কাছে বিষয়টি বেশি গুরুত্বপূর্ন মনে হলো না কারন বাংলাদেশের মত একটি রাস্ট্রে

নাস্তিক বা খোদাদ্রোহী কয়জনই বা আছে যার জন্য আলাদা আইন প্রনয়ন করতে হবে !

আবারো হতাশ হলাম এই ভেবে যে তিনি নামাজের বিলের ব্যাপারে কিছুই বললেন না ।

বিষয়টি এখন খুব হাড়ে হাড়ে টের পাচ্ছি ।

তারা কত দূরদর্শী ও বিচক্ষন ছিলেন ।

এখন বুঝি খোদাদ্রহী নাস্তীকদের কতব্ড় থাবা উচিয়ে আছে এই ৯০ ভাগ মুসলিমের দেশে ।

নাস্তিকতা ও খোথাদ্রোহীতার

আজকের এই ভয়াবহ আগ্রাসন তারা ঠিকই আন্দাজ করতে পেরে ছিলেন সবার আগেই ।

এখন বুঝি এত ব্ড় বড় ধর্মদ্রোহীদের অভয়ারোন্যের এই দেশে নামাজের বিল পাশ করানো ছিলো অনেকটাই পরিহাসের বিষয় তার আগে প্রয়োজন খোদাদ্রোহীদের বিরুদ্ধে শক্ত অবস্থান তৈরী ।

আজ আরো বুঝতে পারলাম সেদীন যদি তারা সরকার গঠন করতে পারতেন ,

আজ অন্তত আগাচৌ ,লতিফ সিদ্দিকী ,রাজিব হায়দার ,অভিজিত্ রায় এর মত বেজন্মাদের জন্ম হতো না !

আজ খোদাদ্রোহীদের ফাঁসী চান কিন্তু এই জমিনে খোদাদ্রোহীর শাস্তি ফাঁসী আইনে আছে কি না সেটা একবার দেখে নিন ।

প্রতিদিন খোদাদ্রোহীদের ইসলাম বিদ্বেষী কথা শুনতে শুনতে কেমন যেন আমাদের গা সওয়া হয়ে যাচ্ছে যা পরবর্তী প্রজন্মের জন্য এক মারাত্বক বিপদের সংকেত বহন করছে ।

সত্যিই এ জাতির কপাল খারাপ ।

আপনি মানেন আর নাই মানেন ,

আমি মনে করি বর্তমান প্রেক্ষাপটে এ দেশে জামায়াতে ইসলামীর বিরোধীতা করা আর খোদাদ্রোহীদের প্রমোট করা সমান কথা !

বিষয়: রাজনীতি

১২৯৯ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

333936
০৫ আগস্ট ২০১৫ রাত ০৯:৩৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো
কিন্তু সমস্যাটি হলো এই আইন টি আসলে কি সেই বিষয়ে অনেক আলিম এর ধারনাই ভুল।
০৫ আগস্ট ২০১৫ রাত ০৯:৪১
276066
প্রক্সিমা লিখেছেন : অনেক ধন্যবাদ ।
০৬ আগস্ট ২০১৫ সকাল ০৮:০৩
276120
অপি বাইদান লিখেছেন : উট, গাধা চালনার ট্রেনিং নিয়ে জেহাদ ঘোষণা করেন। হাতের কাছে যা পাবেন চাপাতির কোপে নামিয়ে দিবেন। মহাউন্মাদের আল্যা খুশি হবে। ধন্যবাদ।
333962
০৫ আগস্ট ২০১৫ রাত ১০:২২
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

যথার্থ বলেছেন, সহমত
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
০৬ আগস্ট ২০১৫ রাত ১০:০৮
276310
প্রক্সিমা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ ।
অনেক ধন্যবাদ ।
334017
০৬ আগস্ট ২০১৫ সকাল ০৮:০৩
অপি বাইদান লিখেছেন : উট, গাধা চালনার ট্রেনিং নিয়ে জেহাদ ঘোষণা করেন। হাতের কাছে যা পাবেন চাপাতির কোপে নামিয়ে দিবেন। মহাউন্মাদের আল্যা খুশি হবে। ধন্যবাদ।


আল্লা খুশি হবে।
334201
০৬ আগস্ট ২০১৫ রাত ১০:১৪
প্রক্সিমা লিখেছেন : চাপাতির কোপের মজা যে কি তা থাবা গংরাই বোঝে ।
কিন্তু দুঃখের বিষয় যে সারাজীবন ইসলামের বিরোধীতা করলো মোল্লাদের বিরোধীতা করলো তার মৃত্যু পরবর্তী কর্মটি ইসলামিক রীতিতেই করতে বাধ্য করলো তারই সহযোদ্ধাগন ।
কতবড় খারাপ কপাল ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File