*** মোনাজাতে ক্ষতি কী !***
লিখেছেন লিখেছেন প্রক্সিমা ০৫ এপ্রিল, ২০১৬, ১০:৫০:০১ রাত
=>> একদিন আমি মাগরিবের নামাজ আদায় করতে গিয়ে দেখি ১ রাকাত শেষ হয়ে গেছে ।
ইমাম সাহেব সালাম ফেরালেন আমিও আমার বাকী নামাজ শেষ করার জন্য দাড়ালাম ।
ঠিক তখনি ইমাম সাহেব উচ্চস্বরে শুরু করলেন মোনাজাত ।
মোনাজাত উচ্চ শব্দে ও দীর্ঘ হওয়ায় আমি সুরা .কেরাতে full attention দিতে পারছিলাম না ।বার বার ভুল হয়ে যাচ্ছিলো ।
আমার মনে হয় এ সমস্যায় অনেকে পরে থাকেন যা আপনার নামাজ নষ্ট করে দিতে পারে ।
=>> যেহেতু ফরজ নামাজের পর সম্মিলিত মোনাজাত #ফরজ_ওয়াজিব_সুন্নত_নফল_মুস্তাহাব কিছুই কিছুই প্রমান করা সম্ভব হয় নি তাই এটা বেদাত হওয়ার সম্ভাবনা চরম ।
=>> মোনাজাত শব্দের অর্থ যেহেতু চুপিচুপি চাওয়া
কিন্তু ফরজ নামাজের পর সম্মিলিত মোনাজাত উচ্চস্বরে হয় তাই এটা অর্থগতভাবে illogical ।
=>> ঠিক ফরজ নামাজের পরেই authentic হাদিস দ্বারা স্বীকৃত কিছু সুন্নতী আমল রয়েছে
যা সম্মিলিত মোনাজাতের কারনে বাধাগ্রস্থ হয় ।
=>> যেহেতু সমস্ত নামাজই দোয়া তাই নামাজের পর নিজেদের তৈরী সম্মিলিত মোনাজাত অবশ্যই বর্জনীয় ।
=>> যেহেতু এটা নিয়মীত করার কারনে অনেক মুসল্লি
একে নামাজের অংশ এমনকি আবশ্যিক মনে করে থাকেন তাই এটা ঝুকিপূর্ন ।
বিষয়: বিবিধ
১১৭০ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দেখেন না, জুম্মার ফরজ সালাতের পর মোনাজাতের জন্য দীর্ঘ সময় বসে থাকলেও সুন্নতে মুয়াক্কাদার জন্য দুই নিনিট থাকা যায়না!
ভাইরে, মুনাজাত ধরুক, তাতেই বা কি ক্ষতি।
হিহিহি
আমি ও ছোট্ট বেলায় ভাবতাম
মোনাজাত বুঝি নামাজের ই অংশ
মহান আল্লাহ
আমাদের সবাইকে দ্বীনের সঠিক বুঝ দান করুন
আমাদের ভুল গুলো মাফ করে দিন
অন্যের অসুবিধার কারন হওয়া থেকে রক্ষা করুন
আমিন
মন্তব্য করতে লগইন করুন