*** চরমোনাই পীরের স্লো পয়জনিং ***

লিখেছেন লিখেছেন প্রক্সিমা ১৪ আগস্ট, ২০১৫, ০৭:২৬:১৭ সকাল



চরমোনাই পীর কর্তৃক রচিত 'আশুক মাশুক' বইতে

'মনছুর হেল্লাজের' মত একজন ভন্ড কে প্রমোট করা হয়েছে।

তাকে আল্লাহর ওলি হিসেবে উপস্থাপন করা হয়েছে যেখানে বিশ্বর প্রায় সকল ওলামা 'হেল্লাজের' ভন্ডামি সম্পর্কে একমত ।

শুধুমাত্র আমাদের দেশের ইসলামের একমাত্র হক্বের ডিলারগন ছাড়া ।

প্রথমে ঘটনাটি পড়লে মনে হবে কি চমত্‍কার ও যৌক্তিক !

কিন্তু একটি নিরপেক্ষ চিন্তা নিয়ে ভেবে দেখুন ।ঘটনাটি আমাদের কি শেখাচ্ছে -

একজন মুসলিম প্রচন্ড ভাবে মারেফত মানলে তিনি আর শরিয়তের কাছে নিরাপদ থাকতে পারছেন না ।

কি ভয়ংকর বিষয় !

ঘটনাটির মাধ্যমে

*ইসলামের আলেম ওলামাদের Unfit প্রমানের চেষ্টা করা হয়েছে ।

* শিরিক বেদাতকে সমর্থন করা হয়েছে ।

*নবী রাসুল ও সাহাবাদের চেয়ে বেশি খোদাপ্রেমিক যে আছে তা প্রমান করার অপচেষ্টা করা হয়েছে ।কারন নবীদের জীবনে এমন ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই ।

*ইসলাম কে অন্যান্য ধর্মের মত বিভ্রান্তিকর ধর্ম হিসেবে উপস্থাপন করা হয়েছে ।

ইসলাম ই একমাত্র Universal জীবন ব্যাবস্থা যেটা paradoxical হতে পারে না কারন এটা সৃষ্টিকর্তার নির্ধারীত একমাত্র জীবন ব্যবস্থা ।

এদের প্রচারিত মারেফত ও সুফিবাদ একই সূত্রে গাথা যা সম্পূর্ন আলাদা ধর্ম হতে পারে , ইসলাম হতে পারে না ।

বিষয়: বিবিধ

১৫৪৩ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

335766
১৪ আগস্ট ২০১৫ সকাল ০৭:৫৯
জ্ঞানের কথা লিখেছেন : আপনি আমার পীরের নামে কথাবলছেন! আপনার কি আন্দাজ নাই!

-আমার পীরসাহেব ভুল করতে পারে না।
335769
১৪ আগস্ট ২০১৫ সকাল ০৮:০৬
প্রক্সিমা লিখেছেন : ভাই জান ,
পীর ধরা কিন্তু ফরজ !তবে তা অবশ্যই সহি ভাবে হতে হবে যেমন কিছুদিন আগে পীর ধরেছিলো সৌদী পুলিশ !
১৪ আগস্ট ২০১৫ সকাল ১১:৩৩
277675
জ্ঞানের কথা লিখেছেন : সৌদী পুলিশ ! তাদের কি আন্দাজ নাই! তারা আমার পীরসাহেবকে ধরে!!
335773
১৪ আগস্ট ২০১৫ সকাল ০৮:৪০
নৈশ শিকারী লিখেছেন : ইলমে শরীয়ত ছাড়া ইলমে মারফত পঙ্গু, মাফরফতের সর্বোচ্চ শিখরে আরোহন করলেও শরীয়তের মৌলিক নিয়ম পরিহার করা যাবেনা।
১৪ আগস্ট ২০১৫ সকাল ০৯:৪৩
277659
প্রক্সিমা লিখেছেন : তথাকথিত এ সকল মারেফতধারীদের মতে সেই শিখরে আরোহন কারীদের তো কোন হিতাহিত জ্ঞান ই থাকে না ।তারা তো ভুলেই যায় যে তারা 'মুসলিম নাকি মুশরীক !'
এ মতাবস্থায় তাদের শরিয়তের মৌলিক নিয়ম পরিহারের তো প্রশ্নই আসে না ।
335776
১৪ আগস্ট ২০১৫ সকাল ০৯:২১
প্রক্সিমা লিখেছেন : ধন্যবাদ ।
মারেফতের সর্বোচ্চ শিখরে আরোহন করে কোন নবী বা সাহাবী কি এমন পাগলামী করেছেন ?
তাহলে মারেফতের নামে এসবের মানে কী ?
১৪ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:০২
277716
নৈশ শিকারী লিখেছেন : স্রেফ ভণ্ডামি, মারফত্ তত্ব মানে আল্লাহ পাকের প্রেমে মশগুল হয়ে একাত্ম হয়ে যাওয়া সেখানে মুশরিকতারতো প্রশ্নই আসেনা যারা এমন করে তারা ভন্ড।
335791
১৪ আগস্ট ২০১৫ সকাল ১১:৪৯
নারী লিখেছেন : *ইসলাম কে অন্যান্য ধর্মের মত বিভ্রান্তিকর ধর্ম হিসেবে উপস্থাপন করা হয়েছে ।
অন্য ধর্মের মানুষ এবং নাস্তিকরা তো এভাবেই বিভ্রান্ত হয়।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File