** ডাঃ জাকির রাজাকার **

লিখেছেন লিখেছেন প্রক্সিমা ০৮ জুলাই, ২০১৬, ০৯:৩৮:৪৪ রাত



আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে রাজাকার বানানোর পর মাঝে মাঝে বলতাম ডাঃ জাকির নায়েকের কপাল ভালো যে বাংলাদেশে জন্মে নি !

যদি সে বাংলাদেশে জন্ম নিতো সে হতো বাংলাদেশের সেরা রাজাকার ।

অনেকে বিষয়টি নিয়ে আমার সাথে তর্ক করতো কেও কেও হাসতো ।

আজ প্রমানিত হলো ভাবনাটি সঠিক ছিলো ।

জাকির নায়েকের কোন লেকচার দিয়ে কেও প্রমান করতে পারবে না যে সে জংগিবাদকে Promot করেছে ।

ডাঃ জাকির সব সময় আল কোর আনের ও হাদিস দিয়ে বোঝাতে চেষ্টা করেছেন যে নিরীহ নিরপরাধ মানুষ হত্যা ইসলামে হারাম এভাবে একজন মানুষকে হত্যা করা সমস্ত মানব জাতীকে হত্যা করার সমান অপরাধ।

এতোদিন পশ্চিমা মিডিয়াগুলো তার বক্তব্যকে বিকৃত করে উপস্থাপন করে ঐ দেশগুলোতে তাকে প্রবেশে নিষেধাজ্ঞা জারী করেছে ।

আজ ভারত তার বুকের শ্রেষ্ট সম্পদের একটিকে (যাকে বলা হয় জীবন্ত কম্পিউটার) ধ্বংশ করার চক্রান্ত করছে তার একমাত্র অপরাধ সে ইসলামই যে সৃষ্টিকর্তার একমাত্র মনোনিত ও নির্ভুল ধর্ম এটা প্রমান করে দিয়েছে এবং একটি অন্ধকারাচ্ছন্ন জাতীর কিছু মানুষকে আলোর পথে নিয়ে আসতে পেরেছে।

So be careful No Razakar,No Zongee.

Main target is to destroy humanity.

আমরা জানি Islam এর চেয়ে বড় Humanity আর কোন মতবাদে নেই !

উপরের বিষয়টি কোনভাবেই দুঃখজনক না বরং চিরন্তন বাস্তব কারন বাতিল শক্তি হক্বের উপর আঘাত করবেই ।

দুঃখ লাগে যখন দেখি ইসলামপ্রেমী কিছু ভাই সাঈদী জাকিরদের বিপদে তালিয়া বাজায় শুধুমাত্র সামান্য মত পার্থক্যের কারনে ।

কিন্তু এই ইসলাম পাগল ভায়েরাও জানে যে এই সাঈদী জাকিরদের যে কারনে শাস্তি দেওয়া হচ্ছে তা শত ভাগ বাতিল শক্তির নিজ হাতে তৈরী মিথ্যা কাহিনী ছারা কিছুই না ।

পরিশেষে এই ইসলামপ্রেমী ভাইদের জন্য দোয়া থাকবে তাদের গায়ে যেন বাতিল শক্তির ছোড়া একটি ফুলের পাঁপড়ীর আঘাত ও না লাগে ।

বিষয়: বিবিধ

১২৯৬ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

374211
০৯ জুলাই ২০১৬ রাত ১২:০৭
কুয়েত থেকে লিখেছেন : ইসলামই যে সৃষ্টিকর্তার একমাত্র মনোনিত ও নির্ভুল ধর্ম এটা প্রমান করে দিয়েছে এবং একটি অন্ধকারাচ্ছন্ন জাতীর কিছু মানুষকে আলোর পথে নিয়ে আসতে পেরেছে। ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ
374228
০৯ জুলাই ২০১৬ সকাল ০৮:০৭
শেখের পোলা লিখেছেন : বাতিল শক্তি সব সময়ই প্রবল। হক্কের পক্ষের লোকদের জন্য বিপদ হতেই পারে। এজন্যই সবরের তাকিদ দেওয়া হয়েছে। এদের জন্য দুঃখ করিনা, দুঃখ হয় সেই সব ওলামাদের জন্য, যারা নিজেদের নায়েবে রসুল বলে পরিচয় দেয় অথচ তাগুতের গোলামী করে। আল্লাহ এদের হেদায়েত কর।
374229
০৯ জুলাই ২০১৬ সকাল ১০:৩৮
হতভাগা লিখেছেন : সমস্যা হল মুসলমান নামধারী এসব ভন্ড আলেমদের নিয়ে। মূলত এদেরই প্ররোচনায় বিধর্মীরা আরও এগ্রেসিভ হয়ে উঠে ।

জাকির নায়েক ইসলামের পক্ষেই বলে যাচ্ছেন যেখানে জঙ্গিবাদকে কখনই প্রমোট করা হয় না ।

আল্লাহ উনাকে রক্ষা করুন , আল্লাহই সর্বশ্রেষ্ঠ কৌশলী ।
374232
০৯ জুলাই ২০১৬ দুপুর ১২:১৫
সময়ের কন্ঠ লিখেছেন : জাকির নায়েকের অনেক ভাল কাজ আছে। আল্লাহ তা কবুল করুন। তবে সেইসাথে তিনি ইয়াজিদ-এর সমর্থক। রাজতন্ত্রের সমর্থক। সবকিছুকেই রাজতন্ত্রের মোড়কে বিচার করেন। অনেকেই বলেন, ইয়াজিদপ্রীতির দ্বারা মানুষের ঈমান আকিদার ক্ষতি করছেন তিনি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File