?????? ঈদের খুশী ??????

লিখেছেন লিখেছেন শেখের পোলা ০৮ জুলাই, ২০১৬, ০৮:৪১:২৮ রাত



ঈদ আসলে আসবে খুশী

সবাই বলে তাই।

ঈদ মহাশয় এলেন বটে

খুশীর দেখা নাই।

ঈদ আসেগো দালান কোঠায়,

বড় লোকের ঘরে,

পথ চেনেনা গরীব ঘরের,

আসবে কেমন করে?

নতুন পোষাক ভাল খাবার

আছে যাদের কাছে,

জয় করেছে ঈদকে তারা,

থাকে তাদের পাছে।

শ্রমিক মজুর বস্তী বাসী

ফুটপাতে বাস করে,

ঈদ আসেনা তাদের ঘরে

সারা জীবন ভরে।

তারা মানুষ, মোদের মালে

হক রয়েছে জেনো,

তৈরী থেকো জবাব নিয়ে,

হক মেরেছো কেন?

বিষয়: বিবিধ

১৫৭১ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

374212
০৯ জুলাই ২০১৬ রাত ১২:১৩
কুয়েত থেকে লিখেছেন : ঈদ মহাশয় এলেন বটে খুশীর দেখা নাই অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলো
০৯ জুলাই ২০১৬ সকাল ০৭:৫৩
310469
শেখের পোলা লিখেছেন : ঈদ মুবারক। আপনাকে ধন্যবাদ।
374233
০৯ জুলাই ২০১৬ দুপুর ১২:৫৮
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন :
ছড়া সুন্দর হয়েছে! ঈদ মোবারক..
০৯ জুলাই ২০১৬ সন্ধ্যা ০৭:৩৫
310494
শেখের পোলা লিখেছেন : আপনাকেও ঈদ মুবারক।ধন্যবাদ।
374253
০৯ জুলাই ২০১৬ সন্ধ্যা ০৭:৪৬
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ!‍ আপনার শিক্ষনীয় লেখাটি পড়ে ভালো লাগলো। ঈদ মোবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
০৯ জুলাই ২০১৬ সন্ধ্যা ০৭:৫৭
310496
শেখের পোলা লিখেছেন : আপনাকে ঈদের শুভেচ্ছা রইল। মদীনার দুঃসংবাদে মর্মাহত হলাম। আল্লাহ তুমি আমাদের হেদায়েত দাও।ধন্যবাদ।
374269
০৯ জুলাই ২০১৬ রাত ১১:৩৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : তবুও ঈদ আল্লাহর ই দান।
১০ জুলাই ২০১৬ রাত ১২:৩৬
310504
শেখের পোলা লিখেছেন : শুধু দানই নয়, এতে আল্লাহর পরীক্ষাও রয়েছে। আল্লাহ দেখতে চান বান্দা সেফিসের মত চলে আর ঈদ করে, না সবাইকে নিয়ে ঈদ শেয়ার করে।ধন্যবাদ।
374272
১০ জুলাই ২০১৬ রাত ১২:৩১
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া।

ছান্দিক উপস্থাপনায় অনেক সুন্দর উপলব্ধির চমৎকার রূপায়ন মাশাআল্লাহ।

জাজাকাল্লাহু খাইর।
১০ জুলাই ২০১৬ রাত ১২:৩৮
310505
শেখের পোলা লিখেছেন : অআলাইকুমুস সালাম অরহমাতুল্লাহে অবরকাতুহু। আপনাকে অনেক ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File