?????? ঈদের খুশী ??????
লিখেছেন লিখেছেন শেখের পোলা ০৮ জুলাই, ২০১৬, ০৮:৪১:২৮ রাত
ঈদ আসলে আসবে খুশী
সবাই বলে তাই।
ঈদ মহাশয় এলেন বটে
খুশীর দেখা নাই।
ঈদ আসেগো দালান কোঠায়,
বড় লোকের ঘরে,
পথ চেনেনা গরীব ঘরের,
আসবে কেমন করে?
নতুন পোষাক ভাল খাবার
আছে যাদের কাছে,
জয় করেছে ঈদকে তারা,
থাকে তাদের পাছে।
শ্রমিক মজুর বস্তী বাসী
ফুটপাতে বাস করে,
ঈদ আসেনা তাদের ঘরে
সারা জীবন ভরে।
তারা মানুষ, মোদের মালে
হক রয়েছে জেনো,
তৈরী থেকো জবাব নিয়ে,
হক মেরেছো কেন?
বিষয়: বিবিধ
১৫৭১ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ছড়া সুন্দর হয়েছে! ঈদ মোবারক..
ছান্দিক উপস্থাপনায় অনেক সুন্দর উপলব্ধির চমৎকার রূপায়ন মাশাআল্লাহ।
জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন