★_কিশোর বেলার সেই দিনগুলি_★
লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ১৮ মে, ২০১৫, ০৭:১৫:৫২ সন্ধ্যা
ছোট্ট বেলা কখনো যায়না ভুলা
কেটে যেতো বেলা করে খেলাধূলা।
বাঁশের সাঁকোতে উঠে মাঝপথে গিয়ে
পানিতে পড়েছি কতো ঝাঁকুনি দিয়ে ।
--------------------------------------------
নৌকা চড়ে বিলে গিয়ে করেছি কত খেলা
ধরেছি মাছ তুলেছি শালুক সাথে শাপলা।
বিকেল বেলা ঘুরেছি কতো গ্রামের মেঠো পথে
প্রবাস জীবনে শত ব্যস্ততায় ভুলিনা কোন মতে।
----------------------------------------------------
বর্ষার জলে ভেজা আর নিজ গাছের শীতের রস চুরি
মানজা দিয়ে সুতোয় কাটাকাটির লাল ঘুড়ি।
জীবনের বাঁকে বাঁকে মনে পড়ে আজ সেইসব কথা
কিশোর বেলার সেই দিনগুলি বাড়া স্মৃতিকাতরতা।
বিষয়: বিবিধ
১১৯২ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ও কাগজ কি কাশতি, ও বারিশ কা পানি।
টাপুরটুপুর টাপুরটুপুর
বৃষ্টিমাথায় হেটে যায়
সবুজ ভাই ভিজেভিজে
গান গায়।
বারেন্দা বন্দ দেখে থমকে যায়
জানালায় নজরদিয়ে লজ্জা পায়।
একটু মশকরা করলাম প্রিয় ভাই।
শুধুই মনে পড়ে সেই দিন গুলির রংমাখা সময় ।
ধন্যবাদনিন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ভাই।
ধন্যবাদ সোনালি অতীত স্বরন করিয়ে দেয়ার জন্য।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন