লাখ টাকার পুরষ্কার বড় না জীবন বড়?

লিখেছেন লিখেছেন আহমেদ ফিরোজ ১৮ মে, ২০১৫, ০৭:১৩:৪৭ সন্ধ্যা



ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বর্ষবরণের দিনে দুষ্টুমির ছলে কয়েকজন নারীর বস্ত্রহরণ করেছে কিছু দুষ্টু সোনার ছেলে।

দুষ্টুমির ছলে সোনার ছেলেরা এসব করতেই পারেন। তাদের জন্য তো রাষ্ট্রীয় ভাবেই সবকিছু হালাল। কারন সোনার ছেলেরা যে রাষ্ট্রবিজ্ঞানী ম্যাকিয়াভ্যালীর সেই ‘রাষ্ট্রীয় সন্তান’।

(ম্যাকিয়াভ্যালির মতে, রাষ্ট্রের দায়িত্বে যারা থাকবেন তারা বিয়ে সাদি করবেন না, তবে রাষ্ট্রের সকল নারীই তাদের জন্য উন্মুক্ত থাকবে, ইচ্ছা করলেই শারিরীক সম্পর্ক স্থাপন করতে পারবে, আর এর ফলে যেসব সন্তান জন্ম নিবে, তারা হবে রাষ্ট্রীয় সন্তান।)

আমাদের আইজিপি সাহেব কিছুদিন আগেও তাদেরকে দুষ্টু ছেলের স্বীকৃতি দিয়েছেন।

কিন্তু হঠাৎ করেই তিনি দুষ্টু ছেলেগুলাকে ধরিয়ে দিতে এক লাখ টাকার পুরষ্কার ঘোষণা করে দিলেন!!

কাহিনী বুঝলাম না। দুষ্টু ছেলেগুলাকে ধরে কি রাষ্ট্রীয় সম্মাননা দেয়া হবে নাকি কি জানি!!

কথা হলো ১ মাস ৩ দিন পর এসে পুরষ্কার ঘোষণা কেনো?

তাদেরকে তো ঘটনার পরের দিনই চিহ্নিত করা হয়েছিলো। ফেসবুক টুইটারে ভরে গিয়েছিলো তাদের ছবিতে। তখন পুরষ্কার ঘোষণা হলোনা কেনো?

এই একমাসে দুষ্টু ছেলেগুলাকে কি বিদেশ পাঠানোর ব্যবস্থা করা হয়েছে? হতেও পারে। কারন রাষ্ট্রীয় সন্তান বলে কথা। তাদের হেফাযতের দায়িত্ব তো রাষ্ট্রেরই!!

ধরে নিলাম বিদেশও পাঠানো হয়নি, রাষ্ট্রীয় হফাযতের ব্যবস্থাও হয়নি। আমার প্রশ্ন, কে এমন বীরপুরুষ যে রাষ্ট্রীয় সন্তানদের ধরিয়ে দিবে? তাদের কি জানের মায়া নাই?

কার এত সাধ জাগে যে, সরকারী দলের লোক ধরিয়ে দিয়ে নিজেই বাড়িছাড়া এমনকি দুনিয়াছাড়া হতে চায়?

লাখ টাকার পুরষ্কার বড়? নাকি জীবন বড়??

আমাদের আইজিপি সাহেব এই ব্যপারটা খুব ভালো করেই জানেন। তবে এই ব্যপারটা মাথায় ক্যাচ করতে একটু দেরি হওয়ায় পুরষ্কার ঘোষণা করতেও একটু দেরি হয়ে গেলো।

যাক দেরি হলেও রাষ্ট্রীয় সন্তানদের হেফাযত তো করা গেলো!! সাথে ইসুটাকেও কবর দেয়া গেলো!!

তাতেই বা কম কিসে……!!

বিষয়: বিবিধ

১১১২ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

320845
১৮ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৩১
শেখের পোলা লিখেছেন : পরবর্তী ইভেন্টের জন্য ট্রেনিং হল৷ এবার ক্যামেরাই থাকবে না৷ধন্যবাদ৷
১৮ মে ২০১৫ রাত ১০:৩৪
262022
আহমেদ ফিরোজ লিখেছেন : ঠিক বলছেন, সিসি ক্যামেরাগুলাও ইদানিং রাজাকার হয়ে গেছে!!
320851
১৮ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৪৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দুষ্ট ছেলের দল এতটু দুষ্টামি করছে বলে কি এত করতে হয়!!!
১৮ মে ২০১৫ রাত ১০:৩৬
262023
আহমেদ ফিরোজ লিখেছেন : সেটাইতো আমার প্রশ্ন ভাই। রাষ্ট্রীয় সন্তানরা এসব করতেই পারে। ব্যপার না।
320859
১৮ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৫৯
হতভাগা লিখেছেন : এই ঘোষনার ফলে সাধারণ মানুষ আরও ভড়কে যাবে । যাও ধরিয়ে দেবার জন্য এটেম্প নিতো , এই ঘোষনাতে সেটা আর করবেই না ।

আর সোনার ছেলেরা এখন থেকে বুক ফুলিয়েই বেড়াবে ,কারণ এখন কেউ সাহস করে তাদেরকে ধরিয়ে দিতে চাইবে না।
১৮ মে ২০১৫ রাত ১০:৩৮
262024
আহমেদ ফিরোজ লিখেছেন : ঠিক বলছেন। সাহস বেড়ে তারা এখন রাষ্ট্রীয় সন্তান থেকে রাষ্ট্রীয় পশুতে পরিনত হবে।
320868
১৮ মে ২০১৫ রাত ০৮:৩৫
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : দুষ্টামি তারা করুক আমরা শুধু দেখেই যাবো!!!!! দুষ্টদের দিয়ে দেশ ভরিয়ে দেবার অঙ্গীকার......।
১৮ মে ২০১৫ রাত ১০:৩৯
262025
আহমেদ ফিরোজ লিখেছেন : কৃষ্ঞের লীলাখেলা দেখতে পারলে তাদেরটাও দেখতে দোষ কি?
320949
১৯ মে ২০১৫ রাত ০৩:০০
১৯ মে ২০১৫ সকাল ০৮:৫০
262054
আহমেদ ফিরোজ লিখেছেন : Same to u
321231
২০ মে ২০১৫ দুপুর ০১:৩০
নন্টে ফন্টের মামু লিখেছেন : আঁই নন্টে ফন্টের মামু। আঁই এক্কেরে লতুন আইচি। আঁই আন্নের বন্ধু হবার চাই। আন্নে কি আমারে এইহানে গিয়া দেইখ্যা আইবেন?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File