প্রবাসীদের কস্ট।

লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ১৭ মার্চ, ২০১৫, ০৩:২০:০৫ দুপুর

স্বপ্ন নিয়ে পাড়ি জমায় অনেক প্রবাসী

সন্তানের জন্য কিনে নিবে অনেক সামগ্রী।

নতুন নতুন জামা নিবে সাথে নিবে খেলনা

এই আসাতে ধুঁকে ধুঁকে কাটে দিনগুলি।

মা বাবা আত্মীয় স্বজন থাকেন পথ চেয়ে

আসবে কখন টাকাকড়ি দিয়েছেন ঋন করে।

আনন্দে ভাসে স্ত্রীযে আসবে আমার স্বামী

গয়নাগাটি কিনে দিবে সাথে বেনারসি।

একদিন হঠাৎ খবর গেলো আর বেঁচে নেই প্রবাসী

সবই স্বপ্ন ভেঙ্গে গেলো, সবার চোখে পানি।

দোয়া করি আল্লাহ্‌র কাছে প্রবাসীদের দিও হায়াতে তাইয়েবা

সবার মনে শান্তীর আলো রাখিয়ো হামেসা।

বিষয়: বিবিধ

১১৫৫ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

309480
১৭ মার্চ ২০১৫ দুপুর ০৩:২৩
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : দোয়া করি আল্লাহ্‌র কাছে প্রবাসীদের দিও হায়াতে তাইয়েবা

সবার মনে শান্তীর আলো রাখিয়ো হামেসা।
১৮ মার্চ ২০১৫ রাত ০৪:০৬
250548
আবু তাহের মিয়াজী লিখেছেন : আপনার জন্য ও দোয়া থাকলো। Good Luck
309489
১৭ মার্চ ২০১৫ বিকাল ০৪:১২
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
309541
১৭ মার্চ ২০১৫ রাত ০৯:৪৫
আফরা লিখেছেন : দোয়া করি আল্লাহ্‌র কাছে দেশী/ প্রবাসী সবাইকে দিও হায়াতে তাইয়েবা ।

মৃত্যু বেদনাদায়ক সেটা দেশে বিদেশে যারই হোক ।

ধন্যবাদ ভাইয়া ।



১৮ মার্চ ২০১৫ রাত ০৪:০৭
250549
আবু তাহের মিয়াজী লিখেছেন : দোয়া করি আল্লাহ্‌র কাছে দেশী/ প্রবাসী সবাইকে দিও হায়াতে তাইয়েবা ।

মৃত্যু বেদনাদায়ক সেটা দেশে বিদেশে যারই হোক ।

ধন্যবাদ আপনাকেও।
309593
১৮ মার্চ ২০১৫ রাত ০৩:৫৩
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম!

প্রবাসীদের কষ্ট নিয়ে লিখেছেন, কষ্টের অনুভূতির স্বাদ গ্রহন করছি প্রতিনিয়ত!

শুকরিয়া! জাযাকাল্লাহু খাইর! Good Luck
309609
১৮ মার্চ ২০১৫ সকাল ০৮:০৪
গাজী সালাউদ্দিন লিখেছেন : এমন মৃত্যু কখনই কাম্য নয়। স্বপ্নগুলোর হোক বাস্তব রূপায়ণ। তবে যদি আল্লাহ যদি নিয়ে তবেতো কষ্টের পাহাড় বুকে চেপে ধৈর্য ধরতেই হবে।
309686
১৮ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:১৫
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্রদ্ধেয় ভাইয়া। আপনার লিখনী হৃদয়ে গভীর কষ্ট এনে দিল নিজেও একজন প্রবাসী বলে। দোয়া করি আল্লাহ্‌র কাছে প্রবাসী সকলের কল্যাণ ও হায়াতে তাইয়েবার জন্য।

জাজাকাল্লাহু খাইর।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File