Rose Rose Rose Roseআজ বিডিটুডে ব্লগে আমার ২(দুই) বছর পুর্তি Rose Rose Rose Rose

লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ১৭ মার্চ, ২০১৫, ০৩:৩১:৪৯ দুপুর



দেখতে দেখতে বিডিটুডেইন ব্লগে কেটে গেল পুরো ২(দুই) বছর। বাংলা ব্লগিং জগতের অন্যতম এই প্ল্যাটফরমে গত বছরের ঠিক এই দিনে শুরু হয়েছিল আমার পথ চলা। তখন আমি ব্লগ কাকে বলে জানতাম না। শাহবাগের জাগরণ মঞ্চের নাস্তিকদের ইসলামের প্রতি কটুক্তির প্রতিবাদ করতে ব্লগ সম্পর্কে জানতে আগ্রহী হই ব্লগ আসলে কি? খুজতে থাকি গুগল, ফেসবুক, টুইটার ইত্যাদি, এবং পরিচিত ফেসবুক বন্ধুদের মাঝে, হঠাৎ একদিন পেয়ে যাই ফেসবুকে একটা লিঙ্ক এবং তখনি বুঝতে পারি ব্লগিং আসলে কি, এক পর্যায়ে যখন বুঝতে পারি ব্লগিং হচ্ছে এমন একটা প্লাটফর্ম, যেখানে স্বাধীনভাবে নিজের মত প্রকাশ করা য়ায়।

আমি প্রথমে সামু ব্লগে রেজিস্টেশন করি, এবং লেখা শুরু করি, কিন্তু সামু কর্তৃপক্ষ আমাকে ৭দিন পর্যবেক্ষনের কথা বলে। বর্তমানে আমি সামহোয়ারইন ব্লগে http://www.somewhereinblog.net/blog/Banglardamalsontanআমি নাকি একজন সেফ ব্লগার, কিন্তু দুঃখের বিষয় আজও আমাকে প্রথম পাতায় লেখার সুযোগ দেয় নাই, মাঝখানে অবশ্য ৫দিনের জন্য আমাকে প্রথম পাতায় লেখার সুযোগ দেয়, পরে আবার বাদ দিয়ে দেয়

তখন সামুতে প্রথম পাতায় লেখার সুযোগ না পাওয়াতে ফেসবুকের মাধ্যমে বিডিটুডে ব্লগের সন্ধান পাই, এবং সাথে সাথেই রেজিস্টেশন করে পোস্ট করি এবং প্রথম পাতায় সুযোগ পাই।

আমার প্রথম পোস্ট ছিল : কে এই মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ? পোস্ট করি ২৩ মার্চ, ২০১৩, ০৮:৪৩:১৯ রাত ।

পোস্টটি ৫৫৬ বার পঠিত হয় এবং ৫টি মন্তব্য করা হয়।

প্রথম ৪জন মন্তব্যকারী যথাক্রমে: ১) শফিকুর রহমান ২) পান্থ নজরুল ৩) প্যারিস থেকে আমি ৪) আবরণ

নাস্তিকতার বিরুদ্ধে লেখা দিয়ে আমার ব্লগিং এর শুরু হলেও বর্তমানে আমি নাস্তিকতা ছাড়া যেকোন বিষয়ে লিখতে সাচ্ছন্দ্যবোধ করি।। টুডে ব্লগের কল্যাণে বিগত এক বছরে অনেক অজানা বিষয়ে নিজের জ্ঞান ভান্ডার সমৃদ্ধ হয়েছে, লেখালেখির বিভিন্ন শাখা -প্রশাখায় পদচারনা ঘটেছে , ভার্চুয়াল পরিচয় হয়েছেএক ঝাঁক গুণী ব্লগারের সাথে । এ সব গুণী ব্লগারদের পোস্ট পড়ে ব্যক্তিগতভাবে অনেক উপকৃত হয়েছি আমি। এ জন্য বিডিটুডে ব্লগ কর্তৃপক্ষকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমি মনে করি ব্লগে লেখালেখি করলে নিজের আত্মবিশ্বাস ও সচেতনতা বাড়ে, বিবেকবোধ জাগ্রত হয়, দৃষ্টিভঙ্গি হয় উন্নত ও শানিত । দেশপ্রেম ও ইসালমিক চেতনা হৃদয়ে লালন ও সমাজের তৃণমূল পর্যায়ের অসঙ্গতি সমূহ চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দিতে বিডিটুডে ব্লগ অনবদ্য ভূমিকা পালন করে আসছে। ইসলামিক,সমসাময়িক জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু তথা সমাজের নানাবিধ অসঙ্গতি নিয়ে ব্যক্তিগত ধ্যান ধারনা আর মতামতসমূহ লেখালেখির উপজীব্য হবে – এহেন ভাবনা থেকেই ব্লগার হিসাবে আমার আত্ম প্রকাশ। ইদানিং ব্লগে লেখালেখি নিয়ে নিজেই যুদ্ধ করছি নিজের সাথে। একদিন ঠিকই পোঁছে যেতে পারব অভীষ্ট লক্ষ্যে । ২(দুই) বছর খুব কম সময়, তাই এ সামান্য সময়ে ব্লগিংয়ে নিজের সাফল্য ব্যর্থতার পার্থক্য করাটা মনে হয় ঠিক হবেনা।

ব্লগার হিসাবে আমার ২(দুই) বছর পূর্তিতে বিডিটুডে ব্লগের সকল ব্লগার, পাঠক, মডারেটর আর কলা কুশলীদের জানাই আন্তরিক ধন্যবাদ। আর কৃতজ্ঞতা জানাই সে সকল ব্লগারদের যারা আমার লেখায় মন্তব্য দিয়ে আমাকে প্রতিনিয়ত উৎসাহ, অনুপ্রেরনা দিয়ে যাচ্ছেন, যারা আমাকে অনুসরণে নিয়েছেন, সর্বোপরি যারা নিরবে আমার লেখা পড়ছেন। আমি আশা করব ভবিষ্যতে আমার লেখায় অনেক সমালোচক পাব যাদের গঠনমূলক মন্তব্য থেকে শিক্ষা নিয়ে আমার পথ চলা হবে আরও সুগম, আরও মসৃণ। পরিশেষে আমার ২(দুই) বছর পূর্তির এ মহেন্দ্রক্ষনে আশা করব বিডিটুডে ব্লগ যেন সকল প্রকার অন্যায় অবিচারের বিরুদ্ধে বরাবরের মতই অতন্দ্র প্রহরীর ভূমিকায় থাকে; প্রিয় ব্লগটির আঙ্গিনা যেন থাকে দলকানা রাজনৈতিক লেজুড়বৃত্তিমূলক দৃষ্টিভঙ্গির কালিমা মুক্ত ।

এক নজরে আমার প্রিয় ব্লগার সত্যকবি, সজল আহমেদ, ডক্টর সালেহ মতীন, সুমাইয়া জামান, আবু তাহের মিয়াজী, প্যারিস থেকে আমি, আধা শিক্ষিত মানুষ, মোহাম্মদ লোকমান, রেহনুমা বিনত আনিস, বদর বিন মুগীরা, ইশরাত জাহান রুবাইয়া, নেহায়েৎ, শারমিন হক, Deshe, আবদুল্লাহ, রাসেল, চাটিগাঁ থেকে বাহার, নীলসালু, সম্পাদক, গোলাম মাওলা, সিবিএফ- চট্টগ্রাম, ফাতিমা মারিয়াম, কাবজাব, সাগর কন্যা,আইমান হামিদ, বাকঝাল, কাঁচের বালি, নতুন মস, সালাম আজাদী, মাই নেম ইজ খান, সত্য সবার উপর, ইমরান ভাই, রাফসান, সাফওয়ান, সত্য নির্বাক কেন, মাহফুজ মুহন, ইকুইকবাল, সিকদারমোহাম্মদ, রায়হানমোসি, আবদুহু ,আবু জারীর, বাকপ্রবাস, আস্লাম মুহামমাদ সামি, প্রবাসী যাযাবর, মোস্তফা মোঘল, প্রবাসী আব্দুল্লাহ শাহীন, মোহাম্মদ আলী বিন সুলতান, বাধনহারা, হানিফ খান, পথিক, মুসাফির, আইল্যান্ড স্কাই, তিতুমীর, সাফকাত, egypt12, রক্তলাল, কবিতা, বেকার সব নীলীমা, অজানা পথিক, এম এম ওবায়দুর রহমান, মহি১১মাসুম, বিদ্রোহী রণক্লান্ত, মাহবুবা সুলতানা লায়লা, ইহসান আব্দুল্লাহ, আসমা সিথী, মাহমুদ চৌধুরী আমিদ,বাংলার মেয়ে, জীবিত যাযাবর, বিবেকের কান্না, মুমতাহিনা তাজরি, সবুজ মিনার, আবুলকালাম, আমি ডানপন্থী, || ইসলাম হচ্ছে একটি শান্তির ধর্ম, || মিলন মেলা, কথার_খই, বিপ্লবী, হাসান কবীর, রণতরী খান, ড: মনজুর আশরাফ, হাসান, আবরণ, নয়ন খান, মিশন০০৭রক্স, চেয়ারম্যান,

আমি যাদের প্রিয় লজিকাল ভাইছা, বায়েজিদ আহমেদ, মামুন, নিরবে, বদরের যুদ্ধ, সত্যকবি, আবু সাইফ, প্রকৌশলী মো আরিফুর রহমান, গাজী সালাউদ্দিন, egypt12, ধন্যবাদ, সন্ধাতারা, কেলিফোরনিয়া, এম এইচ রাসেল, মোহাম্মদ জামাল উদ্দীন, শুভ্র আহমেদ, তরিকুল হাসান, আইন যতো আইন, জাকির হোসেন, খালেদ মুহামমাদ সামি, বদর বিন মুগীরা, শাহপরান, জুলকারনাইন, সাবাহ, হৃদয়ে রক্তক্ষরণ, ০ মোহাম্মদ শাব্বির হোসাইন, ডব্লিওজামান, বিদ্রোহী নজরুল, ইশতিয়াক আহমেদ, জাগ্রত চৌরঙ্গী, হুমায়ূন আহমেদ জুনিয়র, harunur rashid rasel, কবি ও ঔপন্যাসিক শাহ্ আলম শেখ, শান্ত মোহাম্মদ, ওমর ফারুক ডেফোডিলস, আলোকিত ভোর, সজল আহমেদ, মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.), দ্য স্লেভ, সিটিজি৪বিডি, নাজনীন আক্তার বিথী, মন সমন, সরল কথা, আহমদ মুসা, আস্তিক ব্লগার, নয়ন খান, আমরা মুক্তমনা, আলিম রকস, েনেসাঁ ,গোলাম মাওলা, Sada Kalo Mon, পাথরের প্রতিবাদ, ঘাড় তেড়া, ওমার আল ফারুক, গুডলাক, সাফওয়ান ইবনে আহমাদ, অজানা পথিক, আবু নাইম, মাহবুব রহমান, সৈয়দ সাহিল, মুকুলসরকার, আমপাবলিক, পূস্পিতা, ভিশু ,Mujahid Billah, বঙ্গ মিত্র, কথার_খই, প্রবাসী মজুমদার, মুহাম্মদ হাবিবুল্লাহ, তরফদার, কবিতা, জাকির হোসাইন আজামী, সাইদ, জীবিত যাযাবর, নীলীমা, তৌহিদ মাহমুদ, ডাঃ হাবিবুর রহমান, প্রিন্সিপাল, মুমতাহিনা তাজরি, মহি১১মাসুম, ঘুম ভাঙাতে চাই, আমি ডানপন্থী, সবুজ মিনার, ভালো পোলা, প্যারিস থেকে আমি, এম.মেহেদী হাসান, বিজয়ী পতাকা ,ব্লককৃত ব্লগার, রায়হান রহমান, যমুনার চরে, জোসনা বিবি,

বিষয়: বিবিধ

১৪৯৬ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

309482
১৭ মার্চ ২০১৫ দুপুর ০৩:৩৬
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : স্বাগতম দীর্ঘ এ পথটিতে টিকে থাকার জন্য। Rose Rose Rose
১৭ মার্চ ২০১৫ দুপুর ০৩:৫৩
250438
বাংলার দামাল সন্তান লিখেছেন : সাথে থাকার জন্য আপনাকেও জানাই শুভেচ্ছা।
309484
১৭ মার্চ ২০১৫ দুপুর ০৩:৪৫
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ স্বাগতম
১৭ মার্চ ২০১৫ দুপুর ০৩:৫৪
250439
বাংলার দামাল সন্তান লিখেছেন : আমার পোস্ট আপনাদের ভাল লাগলেই আমার লিখা সার্থক।
309494
১৭ মার্চ ২০১৫ বিকাল ০৪:৩৯
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : সত্যের সন্ধানে এগিয়ে চলাই হওক চির প্রত্যয়। শুভকামনা রইল।
১৭ মার্চ ২০১৫ বিকাল ০৫:৩২
250463
বাংলার দামাল সন্তান লিখেছেন : দোয়া করবেন, ভাইয়া সব সময় যেন সত্য ও সুন্দরের পথে থাকতে পারি।
309499
১৭ মার্চ ২০১৫ বিকাল ০৪:৫৪
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : দুবছর হয়ে গেছে!! হুম! আমি শুরু করেছিলাম ২০১১ তে ব্লগিং আসলেই সময় খুব দ্রুতই যায়।
১৭ মার্চ ২০১৫ বিকাল ০৫:৩৩
250464
বাংলার দামাল সন্তান লিখেছেন : মুল্যবাদ মন্তব্যের জন্য ধন্যবাদ।
309514
১৭ মার্চ ২০১৫ বিকাল ০৫:৪৭
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন!

আমি ভয় পেয়ে গেছি, কি ব্যপার, প্রিয়দের তালিকায় আমি নেই! এতোই হতভাগা আমি, আপনার প্রিয় হওয়ার যোগ্যতা রাখিনা!

হা, সত্যি আমি আপনার প্রিয় হতে পারি নি, কিন্তু আমি আপনি আমার প্রিয় হয়েছেন। নাইবা বাসলেন ভাল আমায় আমিতো বাসী!

এই ব্লগে প্রথম যখন লিখি, তেমন কিছুই পারতাম না, ভুলবাল কিসব ছাতা লিখে পোস্ট করতেন, মনে পড়ে তখন আপনি, সজল ভাই, হতভাগা, আবু জারীর সহ বেশ কজন ব্লগার আমার লিখা বাজে হওয়া সত্ত্বেও ভাললাগার অনুভূতি রেখে যায়। আপনাদের প্রেরণাতেই আমারও দেড় মাস পর এক বছর পূর্ণ হবে।

সামুতে আপনার লিখা দেখে আসলাম। কিন্তু আমি আশাহত, পঠিত হয়েছে খুব কম। আসলে কি বলব, যদিও স্লোগান বাঁধ ভাঙ্গার আওয়াজ, আসলে ফাও! ইসলাম ঘেষা লেখকদের ওরা ইগনোর করে।

দুবছর ছিলেন, অনেক ভাললাগল, যাবেন না কখনো, আপ্নারা গুরুজন, পাশে আমাদের ভুল ত্রুটি ধরিয়ে দেবেন এই প্রত্যাশা
১৭ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:০৭
250469
বাংলার দামাল সন্তান লিখেছেন : ইনশাআল্লাহ আপনাদের উৎসাহ পেলে সবসময় আপনাদের মাঝে থাকবো, মহান রাব্বুল আলামিন যদি রাখে। আর এখনই আপনাকে আমার প্রিয় ব্লগারের তালিকায় নিলাম, এমনিই আপনি আমার হৃদয়ের তালিকায় আছেন।
309516
১৭ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:১৪
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : এই ব্লগের মাধ্যমেই আপনার সাথে পরিচয় ,,প্রত্যাশা করি ব্লগ ও বেচে থাকবে আমাদের মধ্যকার ভাতৃত্ব ও বেচে থাকবে।
১৮ মার্চ ২০১৫ দুপুর ০১:৪৭
250588
বাংলার দামাল সন্তান লিখেছেন : দোয়া করবনে ভাইজান।
309525
১৭ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:২২
নিরবে লিখেছেন :
১৮ মার্চ ২০১৫ দুপুর ০১:৪৭
250589
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ
309553
১৭ মার্চ ২০১৫ রাত ১০:৫৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বাপরে!!
১৫ আগষ্ট যেমন কেউ জন্ম নিতে পারেনা তেমনই ১৭ ই মার্চ ও কোন দিবস নিষেধ!!!

(তবুও শুভেচ্ছা)
১৮ মার্চ ২০১৫ দুপুর ০১:৪৮
250590
বাংলার দামাল সন্তান লিখেছেন : তাহলে এখন আমি কি করি, বিডি টুডের উচিত আমাকে একদিন সামনে দওয়ার জন্য।
309565
১৮ মার্চ ২০১৫ রাত ১২:২২
আবু জারীর লিখেছেন : ফুলেল শুভেচ্ছা। Rose Rose Rose
১৮ মার্চ ২০১৫ দুপুর ০১:৪৮
250591
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ ভাইয়া, আপনারাই আমার অনুপ্রেরণা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File