Rose Good Luckফিরে দেখা মক্কার দিনগুলো,ব্লগারদের ভালোবাসা ভূলতে পারবনা।Rose Good Luck

লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ১৪ জুন, ২০১৪, ০৭:৫৬:৫৮ সন্ধ্যা



উমরাহ পালনের জন্য মক্কা যওয়া। পবিত্র মদিনায় যাওয়া প্রানের নবীর রওযা শরীফের পাশে দাঁড়িয়ে জেয়ারত করতে। ব্লগারদের সাথে বিষয়টি শেয়ার করলাম যাওয়ার আগের দিন।

উমরার কাজ শেষকরার দু'দিন যাবৎ কোন নেটের সাথে যোগাযোগ ছিলনা আমাদের। তিনদিন পরে হঠাৎ আমাদের প্রাণপ্রিয় শ্রদ্বেয় ব্লগার বাহার ভাইকে ফোন দিযে আমাদের অবস্হান জানালাম। কিছুক্ষণ পরেই না-জানা নাম্বার থেকে ফোন। মিয়াজী ভাই আমি ব্লগার নজরুল ।

ব্লগার বিদ্রোহী নজরুল । কথা বলে মনে হল অনেক পুরানা বন্ধু । ব্লগে নাম দেখেছি কিন্তু এত আন্তরিকতা আগে জানা ছিলনা। বার বার ফোন, ভাই আপনারা চলে আসেন জেদ্দায়, আমার দোকানে একা আমি, কষ্ট করে চলে আসেন। এমন করে দিনে কয়েকবার ফোন দিয়ে যেতে বললেন। বাক প্রবাস ভাই কিন্তু শশুরালয় , আমি একাই মক্কাতে, উনি ও ফোন করে বললেন মিয়াজী ভাই আপনি চলে আসেন এক সংগে নজরুল ভাই এর সাথে দেখা করব। আর এরা কি শুরু করেছে আমাকে যেতে দিচ্ছেনা, আপনি আসলে ভাল হবে। পরে একদিন বাক প্রবাস ভাইএর শ্বশুর বাড়ী নিয়ে লিখব।

চলে গেলাম আমরা দু'জনে নজরুল ভাই এর দরবারে , সালাম , আলিংগন দিয়ে কথা শুরু হলো অনেক বিষয় নিয়ে, ব্লগের লেখার বিষয়, উলামায়ে কিরামদের ব্লগের দুনিয়াতে পদচারণা, মন্তব্যের সময় ভাষার ব্যবহার আর ব্লগকে ব্যবহার করে সত্য ও সুন্দরের পক্ষে কাজ করা ইত্যাদি নিয়ে মত-বিনিময়।আমাদের আড্ডার মাঝখানে মিষ্টিভাসি এসে আলিংগন করে পরিচয় দিল আমি ব্লগার জিন্নাহ। উনি ও আন্তরিকতার সাথে আড্ডায় যোগ দিলেন। এরি মধ্য নজরুল ভাই নিজের পকেটের পয়সা খরচ করে নাস্তা করালেন। যেই সেই নাস্তা নয়-বাহারী নাস্তা সাথে ফ্রেস জুস। অল্প সময় হাতে থাকায় চলে আসতে হলো ঘন্টা দুয়েক পরে, গিফ্ট ও পেলাম অনেক কিছু, তার চাইতে আন্তরিকতায় সিক্ত আমরা দুইজন। বিদ্রোহী নজরুল ভাই আর জিন্নাহ ভাই এর প্রতি।

ব্লগার আব্দুল গাফ্ফার ভাই এর কথা আর কি বলব, উনি ও বার বার ফোন করে খবর নিচ্ছেলেন। আমরা কোথায় আছি, কি খাচ্ছি , কি অবস্হা আমাদের , উনি মক্কা থেকে বহু দুরে থাকেন চেষ্টা ও করেছেন ছুটি নিতে প্রিয় ব্লগারদের সাথে কিছু সময় আড্ডা দিতে। শেষ র্পযন্ত আসতে না পেরে ফোনে আবেগাপ্লুত হয়ে বললেন, ভাই আসাতে পারছিনা, মনে কিছু না নিলে আপনার মোবাইলে সামান্য রিচার্জ পাঠিয়ে দেই , আমি ও বলেছিলাম আচ্ছা ঠিক আছে! একটু সামনে যেতেই আমার টনক নড়ে উঠল আমি কি বললাম ঠিক আছে! ঠিক আছে আমি একারনে বলেছি না বুঝে। ঐ সময় গাফ্ফার ভাইএর সাথে বলে ছিলাম আমার মোবাইল সিমে নেট আসেনা কেন? কি করলে নেট আসবে। একথার মাঝেই উনি রিচার্জ এর কথাটি বলে ছিলেন । কল ব্যাক করেই হাসলাম কিছুটা সময়। বললাম ভাই আপনার আন্তরিকতায় আমি ধন্য কিছুই লাগবেনা। দোয়া করবেন আমাদের জন্য।

ব্লগার ফখরুল ইসলাম ভাই ও আসার জন্য ১০০% ইচ্ছা থাকা সত্যে ও আসতে পারেন নাই । কারন উনি থাকেন রিয়াদে। মক্কা থেকে রিয়াদ ১৫/১৬ ঘন্টার পথ। তার পরও আসতে চেয়ছেন। অনেক বার ফোন করেছেন আমাদের খোঁজ খবর নিচ্ছেন। কি করবেন উনার ডিউটি সকাল ৮টা থেকে রাতের ১১ টা পর্যন্ত অফিস করতে হয়। সাপ্তাহের ২ ছুটির দিনেও অফিসে যেতে হয়। এত ব্যাস্ততা প্রবাসীদের কর্মজীবনে এমনটাই হয়ে থাকে। তা আমরা ভাল করে জানি । এতে আপনি দু:খ পাবার কিছু নেই। আপনি যে আসতে চেয়েছেন, তার ফলে যে আন্তরিকতা আর ভালবাসা পেলাম তা ভুলতে পারবোনা।

ব্লগার লোকমান ভাই, সেতো ফোন করেই ঝারি তবে ঝারি খারাপনা ভাল , কারন উনার নাম্বার দিয়েছিলেন আমাকে উমরা যাবার আগে ফেইসবুকে। আমি ফোন দেই নাই। যাহোক উনি ও প্রবাসের ব্যাস্ত সময়ে কয়েক বার ফোন করে খবর নিয়েছেন। আন্তরিকতার সাথে। একারনে আমার এই প্রান প্রিয় অবিবাহিত ব্লগার লোকমান ভাই এর জন্য ও শুভকামনা।

সব শেষে যার কারনে আপনাদের সাথে এই যোগাযোগের শিকড় যিনি শ্রদ্দেয় শুনাম ধন্য ,র্কমঠ, পরিশ্রমী গভেষক, মিষ্টি ভাসী প্রাণ প্রিয় ব্লগার বাহার ভাইকে অসংখ্য সালাম এবং দোয়া অন্তরের অন্তস্হল থেকে।



আমাদের শ্রদ্দেয় শুনাম ধন্য ব্লগার আধা শিক্ষিত মানুষ ভাই এর পোষ্টে যাহারা দো্য়া করতে বলেছেন , সকলের জন্য কাবার গীলাফ দরে দোয়া করেছি।:- egypt12 Roseদুষ্টু পোলা Roseসুর্যের পাশে হারিকেন Roseনেহায়েৎ Roseভিশু Roseগ্যাঞ্জাম খানের খোলা চিঠি Roseজাকির হোসাইন আজামী Roseআবু আশফাক Roseচাটিগাঁ থেকে Rose বাহার Roseবিদ্রোহী নজরুল Roseনোমান২৯ Rose Rose Roseমোবারক Roseমাটিরলাঠি Roseইশতিয়াক আহমেদ Roseআজব মানুষ Roseআইল্যান্ড স্কাই ভাই সহ অনেকে Rose

অামার পোষ্টে যে সকল ভাই বোনেরা দোয়া চেয়েছেন, অাপনাদের জন্য দোওয়া করেছি। পুস্পিতা অাপু, Roseইমরান ভাই, Roseহতভাগা , Roseহারিয়ে যাবো তোমার মাঝে , Roseবাকপ্রবাস , Roseগ্যাঞ্জাম খানের খোলা চিঠি, Roseমোবারক, Roseরিদওয়ান কবির সবুজ, Roseবাজলবী , Roseপ্যারিস থেকে আমি সহ সকলকে....................................

অসংখ্য ধন্যবাদ সবাইকে, আপনাদের আন্তরিকতায় সিক্ত আমরা দুইজন, আমরা দুইজন ছোট্ট একটা দেশ কাতার থেকে গেলাম সৌদি আরবে, বিশাল যেমন দেশ তেমনি বিশাল আপনাদের আন্তরিকতা, বিশাল বিশাল পথ ঘাট, চেনা জানা না থাকলে ঠিকানা খুঁজে বের করা খুবই মুশকিল, তার চাইতে আন্তরিকতা,প্রিয় ব্লগার ভাইদের বার বার যোগাযোগ রাখছিলেন, ওইযে আন্তরিকতা, তার কমতি ছিলনা, দেখা হয়তো হবে একদিন,আবারো হয়তো যাব, ইচ্ছে আছে, প্রথমবার একটু বুঝে উঠতেই সময় চলে গেল, পরের বার গেলে সময় নিয়েই যাব ইনশাহআল্লাহ। আর তার ফলে যে আন্তরিকতা আর ভালবাসা পেলাম তা ভুলতে পারবনা। এই ভালবাসা যেন হয় আমাদের জান্নাতের আঙ্গিনাতে বসে একসাথে আড্ডা দেয়ার ওসিলা। আমীন।

বিষয়: বিবিধ

১৭১৪ বার পঠিত, ৪০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

234800
১৪ জুন ২০১৪ রাত ০৮:০৬
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : এমন আন্তরিকতা পারে হিংসাকে হত্যা করতে ,ঘৃনাকে হত্যা করতে। Good Luck Rose Rose
এই ভালবাসা যেন হয় আমাদের জান্নাতের আঙ্গিনাতে বসে একসাথে আড্ডা দেয়ার ওসিলা। আমীন।
১৫ জুন ২০১৪ রাত ০১:৫০
181569
আবু তাহের মিয়াজী লিখেছেন : সহ ব্লগার বলে কথা। আর মক্কা মদীনায় মনে হয় কোন ব্লগার নেই। থাকলে ও উনারা হয় তো অনেক বড় মাফের ব্লগার হবে। বুঝে নিবেন।
ধন্যবাদ আপনাকে প্রথম মন্তব্য করার জন্য।
234803
১৪ জুন ২০১৪ রাত ০৮:১৩
সন্ধাতারা লিখেছেন : Heart touching feelings! Alhamdulillah !
১৫ জুন ২০১৪ রাত ০১:৫৯
181570
আবু তাহের মিয়াজী লিখেছেন : আগে অনেক ভাবতাম। যে ই মক্কা মদীনায় যায় এসেই কেন মুনাজাতকরে বলে, বারবার
যাওয়ার তাওফীক দাও। এখন আমার ও একই অবস্তা। আপনার জন্য ও দোয়া থাকলো গিয়ে ভালোবাসা জানানটি দিয়ে আসবেন। Good Luck
234804
১৪ জুন ২০১৪ রাত ০৮:১৪
আওণ রাহ'বার লিখেছেন : জাজাকাল্লাহু খাইরান।
অনেক শুকরিয়া ভাইয়া।
১৫ জুন ২০১৪ রাত ০২:০১
181571
আবু তাহের মিয়াজী লিখেছেন : বারাকাল্লাহু ফীক , আপনাকেও অনেক শুকরিয়া ভাইজান।Good Luck
234805
১৪ জুন ২০১৪ রাত ০৮:১৯
ইমরান ভাই লিখেছেন : জাজাকাল্লাহু খায়রান। গল্প শুনে খুব ভাল লাগলো।
আমিও কিন্তু দুআ করতে বলছিলাম?
দুই রাকাত সালাত পরে আমার জন‍্য একটু দুআ করবেন। আমিও করো ইনশাআল্লাহ।
১৫ জুন ২০১৪ রাত ০২:০৫
181572
আবু তাহের মিয়াজী লিখেছেন : বারাকাল্লাহু ফীক, ভাই আমি গুনাহগার, আপনাদের সকলের জন্য দোয়া করেছি। যান ভালোবাসা জানানটি দিয়ে আসবেন। সেই কামনা থাকলো।Good Luck
234807
১৪ জুন ২০১৪ রাত ০৮:২০
সিটিজি৪বিডি লিখেছেন : আমিও দোয়া করতে বলেছিলাম...........
১৫ জুন ২০১৪ রাত ০২:১৪
181576
আবু তাহের মিয়াজী লিখেছেন : জামাল ভাই আপনার নাম ধরে, কাবায় হাত রেখে আপনার জন্য, সন্তানের জন্য, পরিবারে সকলের জন্য দোয়া করেছি। করবনা কেন? গরমের জন্য খুব বের হতামনা। আর বাক প্রবাস ভাই ও বান্দা পড়ছে শ্বশুরালয়। আমি বারবার তাওয়াফ আর সবার নাম নিয়ে চাওয়া পাওয়ার কথাগুলি পৌছে দিয়েছি। দয়াময় প্রবুর কাছে। ভালো থাকবেন পিয় ভাই।
১৫ জুন ২০১৪ সকাল ১১:০৫
181637
সিটিজি৪বিডি লিখেছেন : আমি জানতাম যে আপনার আমার জন্য স্পেশাল দোয়া করবেন। শুকরিয়া...............
234829
১৪ জুন ২০১৪ রাত ০৮:৫৮
নিউজ ওয়াচ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১৫ জুন ২০১৪ রাত ০২:১৭
181579
আবু তাহের মিয়াজী লিখেছেন : প্রিয় ভাই, ধন্যবাদ রইল বরাবরের মতো উৎসাহ দেবার জন্য।
234844
১৪ জুন ২০১৪ রাত ০৯:৫২
মাটিরলাঠি লিখেছেন : @প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন, "এমন আন্তরিকতা পারে হিংসাকে হত্যা করতে, ঘৃনাকে হত্যা করতে। এই ভালবাসা যেন হয় আমাদের জান্নাতের আঙ্গিনাতে বসে একসাথে আড্ডা দেয়ার ওসিলা। আমীন।"

দয়াময় আল্লাহ আমাদের সকলের জন্য এই দোয়া কবুল করুন। আ-মী-ন।

১৫ জুন ২০১৪ রাত ০২:১৯
181580
আবু তাহের মিয়াজী লিখেছেন : উনাদের আন্তরিকতায় সিক্ত আমরা দুইজন। নবীর দেশে থাকেন উনারা, ভালোবাসা কিকরে কমতি হবে। আর আপনার সাথে আমি ও বলি আমীন।
234860
১৪ জুন ২০১৪ রাত ১০:৩১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো Rose Rose Rose
১৫ জুন ২০১৪ রাত ০২:২০
181581
আবু তাহের মিয়াজী লিখেছেন : প্রিয় ভাই, ধন্যবাদ রইল বরাবরের মতো উৎসাহ দেবার জন্য।Good Luck
234877
১৪ জুন ২০১৪ রাত ১১:০৮
পুস্পিতা লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ...
১৫ জুন ২০১৪ রাত ০২:২৫
181582
আবু তাহের মিয়াজী লিখেছেন : আপুজ্ব লেখাটির প্রতি আপনার দৃষ্টি দেয়ার জন্য আপনাকেও অশেষ ধন্যবাদ।
১০
234898
১৫ জুন ২০১৪ রাত ১২:০৯
আলোর আভা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ ।
১৫ জুন ২০১৪ রাত ০২:২৬
181583
আবু তাহের মিয়াজী লিখেছেন : ধন্যবাদ রইল বরাবরের মতো উৎসাহ দেবার জন্য । বারাকাল্লাহু ফীক।
১১
234946
১৫ জুন ২০১৪ রাত ০৩:৫৮
প্যারিস থেকে আমি লিখেছেন : আবু তাহের মিয়াজী লিখেছেন : সহ ব্লগার বলে কথা। আর মক্কা মদীনায় মনে হয় কোন ব্লগার নেই। থাকলে ও উনারা হয় তো অনেক বড় মাফের ব্লগার হবে। বুঝে নিবেন।
ধন্যবাদ আপনাকে প্রথম মন্তব্য করার জন্য।

ভাইরে বুঝিনি আমি এই অবুঝ।
১৬ জুন ২০১৪ দুপুর ০২:৩৮
181963
আবু তাহের মিয়াজী লিখেছেন : লেখাটির প্রতি আপনার দৃষ্টি দেয়ার জন্য আপনাকেও অশেষ ধন্যবাদ।Love Struck Love Struck Good Luck Good Luck
২৫ জুন ২০১৪ সকাল ১১:০২
185113
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : ভাই প্যারিস থেকে আমি ।
আপনাদের দোয়ায় আল্লাহ্ পাক আমাকে মদীনায় রিজিকের ব্যাবস্হা করেছেন , ব্লগার বাহার ভাইয়ের কাছ থেকে মিয়াজি ভাইয়ের মোবাইল নাম্বারও সংগ্রহ করেছিলাম , কাজের ব্যাস্ততায় দেখা ও কথা বলতে পারিনী ।
১২
234948
১৫ জুন ২০১৪ রাত ০৪:১২
ফখরুল লিখেছেন : যে বেস্ততার কারনে আপনাদের সাথে মক্কা অথবা মদিনায় গিয়ে দেখা করার সুজগ হয় নাই এখন সেই বেস্ততার কারনেই আমাকে ২মাসের সফরে অফিসের কাজে মদিনা যেতে হচ্ছে। আহ আফসোস হচ্ছে এই ডিসিশন টা অফিস আর এক মাস আগে কেন নিলনা।

ভালবাসা রইল আপনাদের প্রতি
১৬ জুন ২০১৪ দুপুর ১২:৪৪
181930
আবু তাহের মিয়াজী লিখেছেন : ফখরুল ভাই , প্রবাস জীবনটা যে কি, অামরা ভালোকরে বুঝি। অার সবছেয়ে মূল হচ্ছে অাপনাদের অান্তরিকতার কমতি ছিলনা, একারনেই তো বারবার খবর রেখেছেন।

অাপনার জন্য ও ভালবাসা রইল অবিরত.............
১৩
234951
১৫ জুন ২০১৪ সকাল ০৫:১৫
বিদ্রোহী নজরুল লিখেছেন : ভাইয়া একটু বলবেন কি আপনি আমাকে আর কত গাছে তুলবেন?? I Don't Want To See I Don't Want To See আমিযে কিন্তু আপনাদের দু'জনের উপর এখনো রেগে আছি। আমাকে মেহমানদারী করার কোন সুযোগ না দিয়েই আপনারা চলে গেলেন কাতারে। এখনো কিন্তু আমি তা সহজভাবে মেনে নিতে পারছিনা! আমি জানিনা এই জনমে আপনাদের মত দু'জন পরম শ্রদ্ধেয়, আত্মার আত্মীয়, গুণী মানুষের পদচিহ্ন পরবে কিনা আমার মত কমদামী মানুষের কুঁড়েঘরে;তবে আমি মনেপ্রাণে আল্লাহর দরবারে এই প্রার্থনা করি তিনি যেন এই জনমে আরো অনেকবার বহুবার আমাকে আপনাদের সান্নিধ্য আসার সুযোগ করে দেন। Praying
১৬ জুন ২০১৪ দুপুর ১২:৫৪
181936
আবু তাহের মিয়াজী লিখেছেন : নজরুল ভাই,অাপনার মেহমানদারী, শ্রদ্দা, ভালবাসায় অামরা সিক্ত, অভীভূত, অানন্দিত এবং মুগ্ধ । যা ভাষায় অামার প্রকাষ করা সমব্যব না।
অাপনি দোয় করেন মনেপ্রাণে আল্লাহর দরবারে। যেন আরো অনেকবার বহুবার আমাদেরকে আপনাদের সান্নিধ্য আসার সুযোগ করে দেন। অামীন।
অার ভালবাসা রইল অবিরত.......
১৬ জুন ২০১৪ বিকাল ০৫:৫৬
182016
বিদ্রোহী নজরুল লিখেছেন : অামীন। Praying Praying Praying
১৪
234956
১৫ জুন ২০১৪ সকাল ০৬:০৪
বাজলবী লিখেছেন : কাজের ব্যস্হতায় অাপনাদেরকে বেশি সময় দিতে পারিনি। যে টুকু দিয়েছি অান্তরিকতা ও ভাতৃত্বের ভালবাসার টানে। অাপনাদের ছৌঁয়া অামাকে ধন্য করেছে।নজরুল ভাইয়ের মাধ্যেম না হলে অাপনাদের সাথে সাক্ষাতের সুযোগ হতোনা। এজন্য তাকে ধন্যবাদ।অাপনাদের সাথে অাবার সাক্ষাতের কামনা এলাহির দরবারে।অামিন।
১৬ জুন ২০১৪ দুপুর ০২:২২
181956
আবু তাহের মিয়াজী লিখেছেন : অাপনার মিষ্টি হাসিটুকু এখন ও ছোখে ভাষে, অার অাপনাদের সাথে সময় দিতে পরে নিজেকে অনেক অনেক ধন্য মনে হচ্ছে। একজন অপরিচিত ব্লগারের জন্য কেমন অান্তরিকতা তা অাপনাদেরকে না পেলে বুঝা মুশকিল ছিলো।

অার অাপনি দোয় করেন মনেপ্রাণে আল্লাহর দরবারে। অামরা বারবার মক্কা মদীনা যিয়ারাত করতে পারি। আরো অনেকবার বহুবার আমাদেরকে আপনাদের সান্নিধ্য আসার সুযোগ করে দেন। অামীন।
অার ভালবাসা রইল অবিরত.......
১৫
235001
১৫ জুন ২০১৪ সকাল ১১:২৩
লোকমান লিখেছেন : প্রবল ইচ্ছা থাকা সত্বেও দেখা করতে না পারার জন্য আন্তরিক ভাবে দু:খিত।
১৬ জুন ২০১৪ দুপুর ০২:৩৩
181961
আবু তাহের মিয়াজী লিখেছেন : ১৫/১৬ ঘন্টার রাস্তা, কেমন করে অাসবেন। তারপরে ও ফোনকরে খবর রেখেছেন অান্তরিকতার সাথে সেকারনে শুকরিয়া অাল্লাহার দরবারে। তবে অাপনার নূরানী ছেহারাটুকু দেখার অনেক ইচ্ছা ছিল। কারন অাপনার সাথে গত তিন বছরে অনেক দিন কথা হয়েছেে, কিন্তু সামনা সামনি দেখা হয়নাই। যাকগ্গা অাপনার বিয়েতে দায়াত দিয়েন। তাহলেই চলবে। Tongue Good Luck
১৬
235349
১৬ জুন ২০১৪ দুপুর ১২:২৭
আহমদ মুসা লিখেছেন : ২০১২ সালের রমজান মাসে আমার নসীবে ওমরাহ করার সুযোগ এসেছিল। প্রায় ২৯ দিন ছিলাম দুনিয়ার পবিত্রতম নগরী মক্বা ও মদিনায়। মদিনা শরীফে মাত্র তিনদিন থাকার সুযোগ হয়েছিল। বাকী সময় মক্কাতেই কাঠিয়েছি। জানি না দ্বিতীয়বার যাওয়া নসীবে লিখন আছে কিনা। কিন্তু মন চায় বার বার যেতে, প্রতি রমজান মাসে যেন মক্কা মদিনায় কাটাতে পারি সে প্রার্থনা করি সব সময় আল্লাহর দরবারে। জানি না মহান আল্লাহর দরবারে অধমের মোনাজাত ফরিয়াদ কবুল হয় কিনা।
আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ব্লগারদের জন্য দোয়া প্রার্থনা করায়।
১৬ জুন ২০১৪ দুপুর ০২:৩৭
181962
আবু তাহের মিয়াজী লিখেছেন : আগে অনেক ভাবতাম। যে ই মক্কা মদীনায় যায় এসেই কেন মুনাজাতকরে বলে, বারবার
যাওয়ার তাওফীক দাও। এখন আমার ও একই অবস্তা। আপনার জন্য ও দোয়া থাকলো । ইনশা অাল্লাহ অাপনাদের দোয়া মহান অাল্লাহ কবুল করবেন। জাযাকাল্লাহ , ভালো থাকবেন সেইকামনা অবিরত................Good Luck
১৭
235669
১৭ জুন ২০১৪ সকাল ০৮:৪১
বাজলবী লিখেছেন : অাল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে ফরিয়াদ অাপনাদেরকে বার বার যেন অাল্লাহর ঘরে অাসার তাওফিক দান করেন।অামিন।
১৮
238646
২৫ জুন ২০১৪ সকাল ১১:১১
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : দুঃখিত মিয়াজি ভাই , আমি কিন্তু মদীনায় ছিলাম বাহার ভাইয়ের কাছ থেকে মোবাইল নাম্বারও এনেছিলাম কথা বলে আপনার অবস্হান জানব বলে নাম্বারটা পেয়েছিলাম কিন্তু ব্যাস্ততম সময়কে উপেক্ষা করে আপনার সাথে আমার যোগাযোগটা হয়নী ।
ব্যাস্ততার কাছে হেরে গেলাম মিয়াজি ভাই ।
দোয়া করি আল্লাহপাক যেন আবারো তার ঘর এবং প্রিয়তম নবিজী (সাঃ) এর রওজা মোবারক জিয়ারত করার তাওফিক দেন , আমীন ।
১৯
241340
০৩ জুলাই ২০১৪ বিকাল ০৫:২৪
আনসারি লিখেছেন : সালাম এবং দোয়া , শুভ কামনা আপনার জন্য !
২০
241654
০৪ জুলাই ২০১৪ বিকাল ০৫:১৬
আব্দুল গাফফার লিখেছেন : অনেক ধন্যবাদ প্রিয় মিয়াজী ভাইয়া , ইচছা আছে আপনাদের কাতার হয়ে দেশে যাবার । শুভকামনা রইলো অনেক Love Struck Love Struck Good Luck
২১
243635
১১ জুলাই ২০১৪ রাত ০২:৪৭
জোবাইর চৌধুরী লিখেছেন :
মাঝখান দিয়ে বাদ গেলাম আমি। গত কয়েকদিন আগেই নজরুল ভাইয়ের সাথে ফোনালাপ হয়েছে, কটা দিন আগে হলেই তাহলে হয়ত আপনাদের সাথে সাক্ষাতও হত।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File