ফিরে দেখা মক্কার দিনগুলো,ব্লগারদের ভালোবাসা ভূলতে পারবনা।
লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ১৪ জুন, ২০১৪, ০৭:৫৬:৫৮ সন্ধ্যা
উমরাহ পালনের জন্য মক্কা যওয়া। পবিত্র মদিনায় যাওয়া প্রানের নবীর রওযা শরীফের পাশে দাঁড়িয়ে জেয়ারত করতে। ব্লগারদের সাথে বিষয়টি শেয়ার করলাম যাওয়ার আগের দিন।
উমরার কাজ শেষকরার দু'দিন যাবৎ কোন নেটের সাথে যোগাযোগ ছিলনা আমাদের। তিনদিন পরে হঠাৎ আমাদের প্রাণপ্রিয় শ্রদ্বেয় ব্লগার বাহার ভাইকে ফোন দিযে আমাদের অবস্হান জানালাম। কিছুক্ষণ পরেই না-জানা নাম্বার থেকে ফোন। মিয়াজী ভাই আমি ব্লগার নজরুল ।
ব্লগার বিদ্রোহী নজরুল । কথা বলে মনে হল অনেক পুরানা বন্ধু । ব্লগে নাম দেখেছি কিন্তু এত আন্তরিকতা আগে জানা ছিলনা। বার বার ফোন, ভাই আপনারা চলে আসেন জেদ্দায়, আমার দোকানে একা আমি, কষ্ট করে চলে আসেন। এমন করে দিনে কয়েকবার ফোন দিয়ে যেতে বললেন। বাক প্রবাস ভাই কিন্তু শশুরালয় , আমি একাই মক্কাতে, উনি ও ফোন করে বললেন মিয়াজী ভাই আপনি চলে আসেন এক সংগে নজরুল ভাই এর সাথে দেখা করব। আর এরা কি শুরু করেছে আমাকে যেতে দিচ্ছেনা, আপনি আসলে ভাল হবে। পরে একদিন বাক প্রবাস ভাইএর শ্বশুর বাড়ী নিয়ে লিখব।
চলে গেলাম আমরা দু'জনে নজরুল ভাই এর দরবারে , সালাম , আলিংগন দিয়ে কথা শুরু হলো অনেক বিষয় নিয়ে, ব্লগের লেখার বিষয়, উলামায়ে কিরামদের ব্লগের দুনিয়াতে পদচারণা, মন্তব্যের সময় ভাষার ব্যবহার আর ব্লগকে ব্যবহার করে সত্য ও সুন্দরের পক্ষে কাজ করা ইত্যাদি নিয়ে মত-বিনিময়।আমাদের আড্ডার মাঝখানে মিষ্টিভাসি এসে আলিংগন করে পরিচয় দিল আমি ব্লগার জিন্নাহ। উনি ও আন্তরিকতার সাথে আড্ডায় যোগ দিলেন। এরি মধ্য নজরুল ভাই নিজের পকেটের পয়সা খরচ করে নাস্তা করালেন। যেই সেই নাস্তা নয়-বাহারী নাস্তা সাথে ফ্রেস জুস। অল্প সময় হাতে থাকায় চলে আসতে হলো ঘন্টা দুয়েক পরে, গিফ্ট ও পেলাম অনেক কিছু, তার চাইতে আন্তরিকতায় সিক্ত আমরা দুইজন। বিদ্রোহী নজরুল ভাই আর জিন্নাহ ভাই এর প্রতি।
ব্লগার আব্দুল গাফ্ফার ভাই এর কথা আর কি বলব, উনি ও বার বার ফোন করে খবর নিচ্ছেলেন। আমরা কোথায় আছি, কি খাচ্ছি , কি অবস্হা আমাদের , উনি মক্কা থেকে বহু দুরে থাকেন চেষ্টা ও করেছেন ছুটি নিতে প্রিয় ব্লগারদের সাথে কিছু সময় আড্ডা দিতে। শেষ র্পযন্ত আসতে না পেরে ফোনে আবেগাপ্লুত হয়ে বললেন, ভাই আসাতে পারছিনা, মনে কিছু না নিলে আপনার মোবাইলে সামান্য রিচার্জ পাঠিয়ে দেই , আমি ও বলেছিলাম আচ্ছা ঠিক আছে! একটু সামনে যেতেই আমার টনক নড়ে উঠল আমি কি বললাম ঠিক আছে! ঠিক আছে আমি একারনে বলেছি না বুঝে। ঐ সময় গাফ্ফার ভাইএর সাথে বলে ছিলাম আমার মোবাইল সিমে নেট আসেনা কেন? কি করলে নেট আসবে। একথার মাঝেই উনি রিচার্জ এর কথাটি বলে ছিলেন । কল ব্যাক করেই হাসলাম কিছুটা সময়। বললাম ভাই আপনার আন্তরিকতায় আমি ধন্য কিছুই লাগবেনা। দোয়া করবেন আমাদের জন্য।
ব্লগার ফখরুল ইসলাম ভাই ও আসার জন্য ১০০% ইচ্ছা থাকা সত্যে ও আসতে পারেন নাই । কারন উনি থাকেন রিয়াদে। মক্কা থেকে রিয়াদ ১৫/১৬ ঘন্টার পথ। তার পরও আসতে চেয়ছেন। অনেক বার ফোন করেছেন আমাদের খোঁজ খবর নিচ্ছেন। কি করবেন উনার ডিউটি সকাল ৮টা থেকে রাতের ১১ টা পর্যন্ত অফিস করতে হয়। সাপ্তাহের ২ ছুটির দিনেও অফিসে যেতে হয়। এত ব্যাস্ততা প্রবাসীদের কর্মজীবনে এমনটাই হয়ে থাকে। তা আমরা ভাল করে জানি । এতে আপনি দু:খ পাবার কিছু নেই। আপনি যে আসতে চেয়েছেন, তার ফলে যে আন্তরিকতা আর ভালবাসা পেলাম তা ভুলতে পারবোনা।
ব্লগার লোকমান ভাই, সেতো ফোন করেই ঝারি তবে ঝারি খারাপনা ভাল , কারন উনার নাম্বার দিয়েছিলেন আমাকে উমরা যাবার আগে ফেইসবুকে। আমি ফোন দেই নাই। যাহোক উনি ও প্রবাসের ব্যাস্ত সময়ে কয়েক বার ফোন করে খবর নিয়েছেন। আন্তরিকতার সাথে। একারনে আমার এই প্রান প্রিয় অবিবাহিত ব্লগার লোকমান ভাই এর জন্য ও শুভকামনা।
সব শেষে যার কারনে আপনাদের সাথে এই যোগাযোগের শিকড় যিনি শ্রদ্দেয় শুনাম ধন্য ,র্কমঠ, পরিশ্রমী গভেষক, মিষ্টি ভাসী প্রাণ প্রিয় ব্লগার বাহার ভাইকে অসংখ্য সালাম এবং দোয়া অন্তরের অন্তস্হল থেকে।
আমাদের শ্রদ্দেয় শুনাম ধন্য ব্লগার আধা শিক্ষিত মানুষ ভাই এর পোষ্টে যাহারা দো্য়া করতে বলেছেন , সকলের জন্য কাবার গীলাফ দরে দোয়া করেছি।:- egypt12 দুষ্টু পোলা সুর্যের পাশে হারিকেন নেহায়েৎ ভিশু গ্যাঞ্জাম খানের খোলা চিঠি জাকির হোসাইন আজামী আবু আশফাক চাটিগাঁ থেকে বাহার বিদ্রোহী নজরুল নোমান২৯ মোবারক মাটিরলাঠি ইশতিয়াক আহমেদ আজব মানুষ আইল্যান্ড স্কাই ভাই সহ অনেকে
অামার পোষ্টে যে সকল ভাই বোনেরা দোয়া চেয়েছেন, অাপনাদের জন্য দোওয়া করেছি। পুস্পিতা অাপু, ইমরান ভাই, হতভাগা , হারিয়ে যাবো তোমার মাঝে , বাকপ্রবাস , গ্যাঞ্জাম খানের খোলা চিঠি, মোবারক, রিদওয়ান কবির সবুজ, বাজলবী , প্যারিস থেকে আমি সহ সকলকে....................................
অসংখ্য ধন্যবাদ সবাইকে, আপনাদের আন্তরিকতায় সিক্ত আমরা দুইজন, আমরা দুইজন ছোট্ট একটা দেশ কাতার থেকে গেলাম সৌদি আরবে, বিশাল যেমন দেশ তেমনি বিশাল আপনাদের আন্তরিকতা, বিশাল বিশাল পথ ঘাট, চেনা জানা না থাকলে ঠিকানা খুঁজে বের করা খুবই মুশকিল, তার চাইতে আন্তরিকতা,প্রিয় ব্লগার ভাইদের বার বার যোগাযোগ রাখছিলেন, ওইযে আন্তরিকতা, তার কমতি ছিলনা, দেখা হয়তো হবে একদিন,আবারো হয়তো যাব, ইচ্ছে আছে, প্রথমবার একটু বুঝে উঠতেই সময় চলে গেল, পরের বার গেলে সময় নিয়েই যাব ইনশাহআল্লাহ। আর তার ফলে যে আন্তরিকতা আর ভালবাসা পেলাম তা ভুলতে পারবনা। এই ভালবাসা যেন হয় আমাদের জান্নাতের আঙ্গিনাতে বসে একসাথে আড্ডা দেয়ার ওসিলা। আমীন।
বিষয়: বিবিধ
১৭১৪ বার পঠিত, ৪০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই ভালবাসা যেন হয় আমাদের জান্নাতের আঙ্গিনাতে বসে একসাথে আড্ডা দেয়ার ওসিলা। আমীন।
ধন্যবাদ আপনাকে প্রথম মন্তব্য করার জন্য।
যাওয়ার তাওফীক দাও। এখন আমার ও একই অবস্তা। আপনার জন্য ও দোয়া থাকলো গিয়ে ভালোবাসা জানানটি দিয়ে আসবেন।
অনেক শুকরিয়া ভাইয়া।
আমিও কিন্তু দুআ করতে বলছিলাম?
দুই রাকাত সালাত পরে আমার জন্য একটু দুআ করবেন। আমিও করো ইনশাআল্লাহ।
দয়াময় আল্লাহ আমাদের সকলের জন্য এই দোয়া কবুল করুন। আ-মী-ন।
ধন্যবাদ আপনাকে প্রথম মন্তব্য করার জন্য।
ভাইরে বুঝিনি আমি এই অবুঝ।
আপনাদের দোয়ায় আল্লাহ্ পাক আমাকে মদীনায় রিজিকের ব্যাবস্হা করেছেন , ব্লগার বাহার ভাইয়ের কাছ থেকে মিয়াজি ভাইয়ের মোবাইল নাম্বারও সংগ্রহ করেছিলাম , কাজের ব্যাস্ততায় দেখা ও কথা বলতে পারিনী ।
ভালবাসা রইল আপনাদের প্রতি
অাপনার জন্য ও ভালবাসা রইল অবিরত.............
অাপনি দোয় করেন মনেপ্রাণে আল্লাহর দরবারে। যেন আরো অনেকবার বহুবার আমাদেরকে আপনাদের সান্নিধ্য আসার সুযোগ করে দেন। অামীন।
অার ভালবাসা রইল অবিরত.......
অার অাপনি দোয় করেন মনেপ্রাণে আল্লাহর দরবারে। অামরা বারবার মক্কা মদীনা যিয়ারাত করতে পারি। আরো অনেকবার বহুবার আমাদেরকে আপনাদের সান্নিধ্য আসার সুযোগ করে দেন। অামীন।
অার ভালবাসা রইল অবিরত.......
আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ব্লগারদের জন্য দোয়া প্রার্থনা করায়।
যাওয়ার তাওফীক দাও। এখন আমার ও একই অবস্তা। আপনার জন্য ও দোয়া থাকলো । ইনশা অাল্লাহ অাপনাদের দোয়া মহান অাল্লাহ কবুল করবেন। জাযাকাল্লাহ , ভালো থাকবেন সেইকামনা অবিরত................
ব্যাস্ততার কাছে হেরে গেলাম মিয়াজি ভাই ।
দোয়া করি আল্লাহপাক যেন আবারো তার ঘর এবং প্রিয়তম নবিজী (সাঃ) এর রওজা মোবারক জিয়ারত করার তাওফিক দেন , আমীন ।
মাঝখান দিয়ে বাদ গেলাম আমি। গত কয়েকদিন আগেই নজরুল ভাইয়ের সাথে ফোনালাপ হয়েছে, কটা দিন আগে হলেই তাহলে হয়ত আপনাদের সাথে সাক্ষাতও হত।
মন্তব্য করতে লগইন করুন