জনগনের নেতৃত্বের আসন কখনো শূণ্য থাকে না, হয় সৎ-যোগ্য, না হয় অযোগ্য কেউ তো বসবেই।

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১৪ জুন, ২০১৪, ০৭:৫৯:০৪ সন্ধ্যা



কলসী কখনো খালি থাকেনা, হয় পানি নয়তো বাতাস। ঠিক একই ভাবে জনগনের নেতৃত্বের আসন কখনো শূণ্য থাকে না, হয় সৎ-যোগ্য, না হয় অযোগ্য কেউ তো বসবেই। দুর্ভাগ্যে জাতির জন্য তখনই হয় যখন ইমাম নিজস্থান ছেড়ে মুকতাদীর কাতারে দাঁড়ায় আর সুযোগ বুঝে ইমামের জন্য অযোগ্য কোনো মুকতাদী ইমামতের শূন্য জায়গা পূর্ন করে।

জাতির চরম দুর্ভাগ্য, সেই জগৎ বিখ্যাত ওলামায়ে কেরামের উত্তর সূরীরা আজ শতধা বিভক্ত বিচ্ছিন্ন। তাদের কেউ ছুটছেন ক্যামেরা নিয়ে মাজারে, কেউ ছুটছেন জশনে জুলুশের পতাকা হাতে বাজারে, কেউ মিলাদ, কেউ শবে বরাত, কেউ গোল টুপী, কেউ লম্বা টুপী, কারো জামার কোণা ফাড়া, কারো পাঞ্জাবীর পার্শ্ব জোড়া, কেউ কওমী কেউ বা আলীয়া। সবমিলে পারস্পরিক সম্পর্কের ক্রেত্রে বিভক্তির রেখা স্পষ্ট।

ওলামায়ে কেরাম হলেন প্রবাহমান স্রোতস্বিনী নদীর মতো, যার গতি কখনো রুদ্ধ হবে না। তাঁরা যেখানেই যাবেন সেখানেই জ্ঞানের আলোকবর্তিকা হিসেবে আবির্ভূত হবেন। চারিত্রিক মাধুর্য দিয়ে চারদিকের পরিবেশ আলোয় উদ্ভাসিত করে তুলবেন। কিন্ত তারা কাংখিত ভূমিকা পালনে সক্ষম হচ্ছেন না।

সূত্রঃ

নন্দিত জাতি নিন্দিত গন্তব্যে (সদ্য প্রকাশিত বই)

মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী

=============================

আমাদের দেশের প্রতিটি বাড়ীতে মসজিদ আছে। এই সমজিদগুলোর দায়িত্বে আছেন আলেম। আমরা এই আলেমদের কথামত চলার চেষ্টা করি। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে আমাদের দেশের আলেম সমাজ বিভিন্ন্ ধারায় বিভক্ত। যার কারনে দেশের মানুষ আলেম সমাজের উপর খুব বেশী দায়িত্ব দিতে পছন্দ করেন না। যতদিন না বাংলাদেশের আলেম সমাজ ঐক্যবদ্ধ হতে না পারবে তত দিন আমরা বিভিন্ন দলে বিভক্ত থেকে কাঁদা ছুড়াছুড়ি করে যাব।

বিষয়: বিবিধ

১৪১৬ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

234799
১৪ জুন ২০১৪ রাত ০৮:০২
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অনেক সুন্দর কথা বলেছেন আল্লাম সাইদী ,,তার এই কথা জালিমরা সহ্য করতে না পেরে আজ থাকে বন্ধি করে রেখেছে ..ধন্যবাদ ভাইয়া
১৪ জুন ২০১৪ রাত ০৮:১১
181464
সিটিজি৪বিডি লিখেছেন : ইনশাআল্লাহ কারাগার থেকে মুক্ত হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসবেন।
234802
১৪ জুন ২০১৪ রাত ০৮:১১
সন্ধাতারা লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো লিখাটি
১৪ জুন ২০১৪ রাত ০৮:১২
181465
সিটিজি৪বিডি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
234852
১৪ জুন ২০১৪ রাত ১০:১৭
চক্রবাক লিখেছেন : শেয়ার করার জন্য ধন্যবাদ, বইটি কোথায় পাওয়া যাবে ?
১৪ জুন ২০১৪ রাত ১০:৫৪
181519
সিটিজি৪বিডি লিখেছেন : বইটি প্রকাশ করেছে গ্লোবাল পাবলিশিং নেটওয়ার্ক, বাংলাবাজার ঢাকা।
234859
১৪ জুন ২০১৪ রাত ১০:৩১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমাদের দেশে ভাল হওয়ার একটি ভুল সঙ্গা প্রচলিত আছে। স্কুলে ভাল ছেলে কেবল পড়াশুনা করবে খেলাধূলা কিংবা সাংস্কৃতিক কর্মকান্ডে জড়িত থাকবেনা। তেমনি ভাল মানুষ নির্বিরোধি হবেন অন্যায় দেখলেও চুপ থাকবেন। এই ভুল সংজ্ঞা আমাদের দেশের নেতৃত্বে অত্যাচারি আর মিথ্যাবাদিদের বসিয়ে দিয়েছে।
১৪ জুন ২০১৪ রাত ১০:৫৬
181521
সিটিজি৪বিডি লিখেছেন : একমাত্র আলেম সমাজই পারে সমাজের যত অনিয়মগুলি জনগনের কাছে তুলে ধরতে। এই আলেমরা দেশকে নেতৃত্বে দিতে পারে। কিন্তু অপ্রিয় হলেও সত্য যে, তারাও আজ বিভিন্ন ধারায় বিভক্ত হয়ে একে অপরের বিরুদ্দে লেগেই আছে। এই সুযোগে অন্যরা দেশ শাসন করে।
234876
১৪ জুন ২০১৪ রাত ১১:০৬
পুস্পিতা লিখেছেন : জুমার সময় আমাদের এলাকার মসজিদের ওয়াজ বাসা পর্যন্ত চলে আসে। ইমাম সাহেব যে কি বলতে চায় আমি এ পর্যন্ত বুঝতে পারিনি! ওনাদের কথার মধ্য কোন ধরনের জ্ঞানভিত্তিক কথা আছে বলে মনে হয় না!
১৪ জুন ২০১৪ রাত ১১:১১
181533
সিটিজি৪বিডি লিখেছেন : ইমাম সাহেবরা এলাকার পরিস্থিতি বুঝেই ওয়াজ করে। আর বাংলাদেশের মসুলমান সমাজতো অনেক ভাগে বিভিক্ত হযে আছে। এই জন্য দায়ী কে?
234941
১৫ জুন ২০১৪ রাত ০৩:৪০
আবু তাহের মিয়াজী লিখেছেন : যাজাকিল্লাহু খাইর। Praying Praying Praying
১৫ জুন ২০১৪ সকাল ১০:৪৬
181636
সিটিজি৪বিডি লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck
235168
১৫ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৪৩
বাজলবী লিখেছেন : ভালো লাগলো। ধন্যবাদ।
১৫ জুন ২০১৪ রাত ১১:৪৫
181834
সিটিজি৪বিডি লিখেছেন : Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File