জনগনের নেতৃত্বের আসন কখনো শূণ্য থাকে না, হয় সৎ-যোগ্য, না হয় অযোগ্য কেউ তো বসবেই।
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১৪ জুন, ২০১৪, ০৭:৫৯:০৪ সন্ধ্যা
কলসী কখনো খালি থাকেনা, হয় পানি নয়তো বাতাস। ঠিক একই ভাবে জনগনের নেতৃত্বের আসন কখনো শূণ্য থাকে না, হয় সৎ-যোগ্য, না হয় অযোগ্য কেউ তো বসবেই। দুর্ভাগ্যে জাতির জন্য তখনই হয় যখন ইমাম নিজস্থান ছেড়ে মুকতাদীর কাতারে দাঁড়ায় আর সুযোগ বুঝে ইমামের জন্য অযোগ্য কোনো মুকতাদী ইমামতের শূন্য জায়গা পূর্ন করে।
জাতির চরম দুর্ভাগ্য, সেই জগৎ বিখ্যাত ওলামায়ে কেরামের উত্তর সূরীরা আজ শতধা বিভক্ত বিচ্ছিন্ন। তাদের কেউ ছুটছেন ক্যামেরা নিয়ে মাজারে, কেউ ছুটছেন জশনে জুলুশের পতাকা হাতে বাজারে, কেউ মিলাদ, কেউ শবে বরাত, কেউ গোল টুপী, কেউ লম্বা টুপী, কারো জামার কোণা ফাড়া, কারো পাঞ্জাবীর পার্শ্ব জোড়া, কেউ কওমী কেউ বা আলীয়া। সবমিলে পারস্পরিক সম্পর্কের ক্রেত্রে বিভক্তির রেখা স্পষ্ট।
ওলামায়ে কেরাম হলেন প্রবাহমান স্রোতস্বিনী নদীর মতো, যার গতি কখনো রুদ্ধ হবে না। তাঁরা যেখানেই যাবেন সেখানেই জ্ঞানের আলোকবর্তিকা হিসেবে আবির্ভূত হবেন। চারিত্রিক মাধুর্য দিয়ে চারদিকের পরিবেশ আলোয় উদ্ভাসিত করে তুলবেন। কিন্ত তারা কাংখিত ভূমিকা পালনে সক্ষম হচ্ছেন না।
সূত্রঃ
নন্দিত জাতি নিন্দিত গন্তব্যে (সদ্য প্রকাশিত বই)
মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী
=============================
আমাদের দেশের প্রতিটি বাড়ীতে মসজিদ আছে। এই সমজিদগুলোর দায়িত্বে আছেন আলেম। আমরা এই আলেমদের কথামত চলার চেষ্টা করি। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে আমাদের দেশের আলেম সমাজ বিভিন্ন্ ধারায় বিভক্ত। যার কারনে দেশের মানুষ আলেম সমাজের উপর খুব বেশী দায়িত্ব দিতে পছন্দ করেন না। যতদিন না বাংলাদেশের আলেম সমাজ ঐক্যবদ্ধ হতে না পারবে তত দিন আমরা বিভিন্ন দলে বিভক্ত থেকে কাঁদা ছুড়াছুড়ি করে যাব।
বিষয়: বিবিধ
১৪১৬ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন