আমার কলিজার টুকরা তালহা
লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ০৫ মে, ২০১৪, ০৫:২৮:৩২ বিকাল
রোজ সকালে আমি যখন ঘুম থেকে উঠি
আম্মু বলেন এসো তালহা নামাজ পড়তে বসি।
নামাজ পড়ে কুরআন পড়ে নাস্তা খেতে যাই
নাস্তা খেয়ে ড্রইং রুমে ব্যাগটা গুছাই।
সালাম দিয়ে আমি যখন পাঠশালাতে যাই
হাসি মুখে আম্মু তখন আমাকে দেয় বিদায়।
দোয়া করতে থাকেন আম্মু রহিম রহমান বলে
হেফাজত করিও মাওলা আমার কলিজা টাকে।
ফিরে আমি আসি যখন, আম্মুর কাছে আবার
আম্মু তখন অপেক্ষায় থাকে হাতে নিয়ে খাবার।।
বিষয়: বিবিধ
১৪০৫ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর আপনার জন্য শুভকামনা থাকলো অবিরত.................
কি দিয়ে মন্তব্যের জবাব দেব যানিনা। তবে এটুকু বলব আপুজি আমার সন্তানের জন্যে যা বলবে, তাই কবুল করুন। আমিন।
ধন্যবাদ।
আর আপনার জন্য শুভকামনা থাকলো অবিরত.................
আর আপনার জন্য শুভকামনা থাকলো অবিরত......
মন্তব্য করতে লগইন করুন