ঈমান বৃদ্ধির ১০টি উপায়
লিখেছেন লিখেছেন মন সমন ০৫ মে, ২০১৪, ০৫:৩১:২২ বিকাল
ঈমান বৃদ্ধির ১০টি উপায়
১)
আল্লাহর সুন্দর সুন্দর নাম ও
মহান গুণাবলী সম্পর্কে জানা
২)
ইলম অন্বেষণ করা ( দীনের
জ্ঞান অন্বেষণ করা)
৩)
সৃষ্টি জগত সম্পর্কে চিন্তা-
গবেষণা করা।
৪)
কুরআন পড়া ও
সে সম্পর্কে গবেষণা করা।
৫)
অধিক পরিমাণে কুরআন-সুন্নাহয়
বর্ণিত দুয়া ও জিকির সমূহ পাঠ
করা।
৬)
নিজের পছন্দের উপর আল্লাহ ও
তাঁর রাসূল (সা এর
পছন্দকে প্রাধান্য দেয়া।
৭)
দীনী মজলিসে বসা এবং ভালো মানুষের
সাথে বন্ধুত্ব রাখা।
৮)
সকল প্রকার পাপ কাজ
থেকে দূরে থাকা।
৯)
ফরজ ইবাদতের
পাশাপাশি সাধ্যমত নফল ইবাদত
করা।
১০)
ঈমান বৃদ্ধির জন্য মহান
আল্লাহর নিকট দুয়া করা।
আল্লাহ তায়ালা যেন আমাদের
ঈমানকে আরও বৃদ্ধি করে দেন যার
মাধ্যমে আমরা তাঁর নৈকট্য অর্জন
করে প্রতিক্ষীত জান্নাত
লাভে ধন্য হই। আমীন ।
বিষয়: বিবিধ
৮৪৮ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন