Thumbs Up Thumbs Upকাতারে বাংলাদেশী প্রবাসীদের বনভোজন।Thumbs Up Thumbs Up

লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ২৭ ফেব্রুয়ারি, ২০১৪, ০৫:১৫:০২ বিকাল



কাতারে বাংলাদেশী প্রবাসীদের উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে আগামীকাল বনভোজন অনুষ্ঠিত হবে।

দূর প্রবাসে কর্মব্যস্ত জীবনে একটু অবসরের স্বাদ নিতে এই বনভোজনের আয়োজন করে। এতে নানা পেশার প্রবাসী বাংলাদেশীরা অতিথি হিসেবে বনভোজনে যোগদান করবেন। এবং বিডিটুডে ব্লগের ব্লগার থাকবেন ৮/৯জন।

অনুষ্ঠানটি নানা রকম খেলাধুলা এবং সাংষ্কৃতিক অনুষ্ঠান দিয়ে সাজানো হয়েছে। এ তে থাকবে আকর্ষনীয় পুরষ্কার। দিনভর চলবে আনন্দ উল্লাসে। পাশাপাশি থাকবে রকমারী মজাদার খাবারের সমাহার।বনভোজনে শিশু , কিশোর,এবং বড়দের জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে।

বিষয়: বিবিধ

১২৯৫ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

184004
২৭ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:১৮
সিটিজি৪বিডি লিখেছেন : আমরাও আসতে চাই.....
২৭ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৩২
136162
আবু তাহের মিয়াজী লিখেছেন : তাহলেত কথাই নাই । হাবিব ভাই, আর আমি মুরগী খাইনা........।Tongue Tongue
184006
২৭ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:২১
বাকপ্রবাস লিখেছেন : কাতেরে বন খুঁজতাছি আছে নাকি!!!
২৭ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৩০
136161
আবু তাহের মিয়াজী লিখেছেন : কালকে দেখাহবে ইনশাআল্লাহ, Good Luck Good Luck
184022
২৭ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৩১
শিশির ভেজা ভোর লিখেছেন : আমি যামু Crying Crying
২৭ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৩৩
136163
আবু তাহের মিয়াজী লিখেছেন : ভিসা আছেনি,,,,,,,,Tongue Tongue Tongue
২৭ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৪৫
136164
শিশির ভেজা ভোর লিখেছেন : ভিসা দিয়া কি করমু ভাইস্যা ভাইস্যা যামু Love Struck Love Struck Love Struck Tongue Tongue
184038
২৭ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৫০
প্যারিস থেকে আমি লিখেছেন : আমি কি আসবো প্রধান মেহমান হয়ে।
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩৭
136193
আবু তাহের মিয়াজী লিখেছেন : ভাই আপনিত প্যারিসথেকে আসবেন >তাই আপনাকে আমরাকি প্রধান নাকরে থাকতে পারব!Good Luck Good Luck
184050
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:০৫
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসসালামু আলাইকুম, এত সুন্দর এতদিন কোথায় ছিল
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪২
136194
আবু তাহের মিয়াজী লিখেছেন : ও্য়ালাইকুম আচছালাম। কেমন আছেন আপনি। একটু লুকিয়ে ছিল। Good Luck Good Luck
184057
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১৫
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমার মন চায় আপনাদের সাথে যেতে কিন্তু হচ্ছে না সেটা
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪৫
136195
আবু তাহের মিয়াজী লিখেছেন : ওখানে থেকে দুয়া করলেই হবে। বালো থাকবেন অবিরত........।
184291
২৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:৩৩
সজল আহমেদ লিখেছেন : আমি থাকতে পারলাম না আপনাদের সাথে!আফসুস!
189448
০৯ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:২৮
প্রবাসী মজুমদার লিখেছেন : এসব অনুষ্ঠানগুলো অনেক সময় এক ঘেয়েমিকে দুর করে। ভাল লাগে। স্বজনহীন এ আনন্দগুলো ব্যতিক্রমধমী হয়। ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File