শাইখ আলী তান্‌তাভীর কান্ড!!!

লিখেছেন লিখেছেন ভিনদেশী ২৭ ফেব্রুয়ারি, ২০১৪, ০৫:৪৯:২০ বিকাল

শাইখ আলী তান্‌তাভী। একটি জীবন। একটি সংগ্রাম। অধিকাংশ ভক্তকুল তাঁকে একজন রসিক লেখক হিসেবে জানেন। তবে তাঁর আরো একটি পরিচয় আছে। যা তুলনামূলক কম প্রসিদ্ধ। আর তা হলো, তিনি একাধারে সুপ্রিমকোর্টের বিচারপতি এবং অন্যায় ও জুলুমের বিরুদ্ধে সদা সোচ্চার ব্যক্তি।

তবে আজ শাইখের ঐসব কঠিন পরিচয়ের দিকে না গিয়ে তাঁর একটি হাস্যকর ঘটনা তুলে ধরবো।

তাঁর রসিক ভাষায় (মূল বক্তব্য) শোনা যাক সে উদ্ভট ঘটনাটি।

শাইখ তন্‌তাভী বলেন-

খুব অল্প বয়সে আমি কলম হাতে তুলে নিই। সিরিয়া, মিশর এবং লেবাননের প্রায় পত্র-পত্রিকায় আমার লেখা ছাপা হয়। আমাকে যারা ব্যক্তিগতভাবে চেনেন না। তারা মনে করেন, আলী তান্‌তাভী নামের লেখকটা দাঁড়িপাকা, বয়সের ভারে নূয়ে পরা এক বয়োবৃদ্ধ লোক!

একবারের ঘটনা। আমার ঘরের দরজায় দাঁড়িয়ে আছি। দূর থেকে মনে হচ্ছে কিছু লোক আমার বাড়ির দিকে এগিয়ে আসছে। দেখতে দেখতে লোকগুলো আমার ঘরের সামনে চলে এল। মুখায়ব দেখে মন হচ্ছে, মোটাবুদ্ধির লোক! আমাকে উদ্দেশ্যে করে তাদের একজন বলল:

'এটা কি ফজিলাতুশ্‌ শাইখ আলী তান্‌তাভীর বাড়ি?'

- জ্বী!

- (আমাকে যুবক দেখে তাদের মনে হল। আমি আলী তান্‌তাভী না, বরং তার ছেলে তাই) বাবা (মানে আলী তান্‌তাভী) বাড়ি আছেন?

- না!

- কোথায় তাঁর সঙ্গে দেখা করা যাবে?

- দাহদাহ্‌ কবরস্থানে, নদীর উল্টো দিকে দক্ষিণে!

- কোন আত্মীয়ের কবর জিয়ারতে গেছেন?

- না!

- তাহলে?

- অন্যরা তাঁর জিয়ারতে যায়! (মানে তিনি ইন্তেকাল করেছেন)

- (এ কথা শুনে একজন চিৎকার দিয়ে) বলল- হায় হায়! কবে ইন্তেকাল করলেন? কিভাবে ইন্তেকাল করলেন?

- মৃত্যুর সময় ঘনিয়ে এসেছিল। তাই চলে গেলেন!

- إنا لله وإنا إليه راجعون! আল্লাহ তা'য়ালা বাবার মৃত্যুতে আপনাদের উত্তর প্রতিদান দিন। সাহিত্যজগত এক মহা মনীষীকে হারাল!

- বাবা একজন প্রজ্ঞাবান-জ্ঞানী লোক ছিলেন। তবে তিনি সাহিত্যের লোক ছিলেন না!

- হায় বেচারা! বাবাকে ভালভাবে চিনতে পারলো না!

তারপর তারা চলে গেল! ঘরের দরজা বন্ধ করে আমি পাগলের মতো হাসিতে লুটোপুটি খাচ্ছি!

মনে করেছিলাম এখানেই ঘটনা শেষ। কিন্তু ব্যাপারটা বেশ জটিল হয়ে দাঁড়ালো! বিকেল নাগাদ দলে দলে লোক আমার ঘরে আসা শুরু করল! আমার মৃত্যুতে আমার পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য! আমি চুপচাপ্‌ বসা। যারা আমাকে চেনে না। তারা ঘরে প্রবেশ করে আমার উদ্দেশ্য বিভিন্ন সান্ত্বনা বাণী আওড়াতে লাগল! আর যার আমাকে চিনেন, তারা মুখ টিপে হাসছে।

এক পর্যায়ে একজন বলল- বিরাট ব্যাপার হয়ে গেছে!

জিজ্ঞেস করলাম- আবার কী হল?

সে আমার হাতে একটি পত্রিকা দিয়ে বলল- দেখুন!

তাতে লেখা, প্রখ্যাত সাহিত্যিক...., ....., .... আলী তান্‌তাভীর মৃত্যু!!!

...............

বিষয়: বিবিধ

১০১৬ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

184044
২৭ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৫৬
সালাম আজাদী লিখেছেন : হাহাহাহহাহা, টিভিতে উনি এমনি হাসাতেন। মেন করতাম শাইখ এততো রসুক??!!
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:০১
136202
ভিনদেশী লিখেছেন : আসলে আল্লাহ তা'য়ালা শাইখের মনে প্রচুর মজা দিয়েছিলেন! কথায় কথায় রসিকতা করতে পারতেন।
আল্লাহ তা'য়ালা তাকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন। আমীন।
পড়ার ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।
184048
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:০৩
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসসালামু আলাইকুম, জাজাকাল্লাহুল খাইরান, অনেক সুন্দর পোস্ট
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:০৩
136203
ভিনদেশী লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়ারাহমাতুল্লাহ,,,,
ওইয়্যাকা আইদান (আপনাকেও)।
পড়ার ও সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
184095
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : Smug Rolling on the Floor Rolling on the Floor
চমৎকার পোষ্টটির জন্য অনেক ধন্যবাদ।
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:০৩
136204
ভিনদেশী লিখেছেন : আপনাকেও আন্তরিক ধন্যবাদ জনাব।
184102
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:০২
আবু সাইফ লিখেছেন : দারুণ মজা তো!!!
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:০৫
136209
ভিনদেশী লিখেছেন : জ্বী, সত্যিই। আল্লাহ তা'য়ালা শা্‌ইখকে রহম করুন। আমীন।
পড়ার ও মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
184136
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৪৪
মদীনার আলো লিখেছেন : চমৎকার অনেক ধন্যবাদ
২৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:০৬
136388
ভিনদেশী লিখেছেন : পড়ার ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।Good Luck Good Luck
184287
২৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:০৫
সজল আহমেদ লিখেছেন : আল্লাহ পাক তাকে বেহেশত নসিব করুন।
২৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:০৭
136389
ভিনদেশী লিখেছেন : আমীন। আমাদের সকলেও। ধন্যবাদ।Good Luck Good Luck
184620
২৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৪২
জেদ্দাবাসী লিখেছেন : অনেক ধন্যবাদ ভালো লাগলো
০১ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫৯
137001
ভিনদেশী লিখেছেন : আপনাকেও আন্তরিক ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File