Praying Praying Prayingআমরা মহান রবের নিকট রমজানের মুনাজাতে এই দোয়া গুলি পড়তে পারি।Praying Praying Praying

লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ১২ জুলাই, ২০১৩, ১০:৪০:১১ রাত



১) হে আল্লাহ !

আমার আজকের রোজাকে প্রকৃত রোজাদারদের রোজা হিসেবে গ্রহণ কর।

আমার নামাজকে কবুল কর প্রকৃত নামাজীদের নামাজ হিসেবে।

আমাকে জাগিয়ে তোলো গাফিলতির ঘুম থেকে।

হে জগত সমূহের প্রতিপালক! এদিনে আমার সব গুনাহ মাফ করে দাও।

ক্ষমা করে দাও আমার যাবতীয় অপরাধ।

হে অপরাধীদের অপরাধ ক্ষমাকারী।

২) হে আল্লাহ!

তোমার রহমতের উসিলায় আজ আমাকে তোমার সন্তুষ্টির কাছাকাছি নিয়ে যাও।

দূরে সরিয়ে দাও তোমার ক্রোধ আর গজব থেকে । আমাকে তৌফিক দাও তোমার পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করার ।

হে দয়াবানদের মধ্যে শ্রেষ্ঠ দয়াময়।

৩) হে আল্লাহ !

এ দিনে আমাকে তোমার নির্দেশ পালনের শক্তি দাও। তোমার জিকিরের মাধুর্য আমাকে আস্বাদন করাও। তোমার অপার করুণার মাধ্যমে আমাকে তোমার কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য প্রস্তুত কর ।

হে দৃষ্টিমানদের মধ্যে শ্রেষ্ঠ দৃষ্টিমান।

আমাকে এ দিনে তোমারই আশ্রয় ও হেফাজতে রক্ষা কর।

৪) হে আল্লাহ !

এই দিনে আমাকে ক্ষমা প্রার্থনাকারীদের অন্তর্ভূক্ত কর। আমাকে শামিল কর তোমার সৎ ও অনুগত বান্দাদের কাতারে ।

হে আল্লাহ ! মেহেরবানী করে আমাকে তোমার নৈকট্যলাভকারী বন্ধু হিসেবে গ্রহণ কর।

হে দয়াবানদের মধ্যে শ্রেষ্ঠ দয়াবান ।

Praying Praying PrayingPraying Praying PrayingPraying Praying PrayingPraying Praying Praying

বিষয়: বিবিধ

১৩১৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File